মালদহ: অজানা রোগে গ্রাম জুড়ে আতঙ্ক। প্রথমে জ্বরের উপসর্গ দেখা দিচ্ছে, তারপর গোটা শরীর ব্যথা। মূলত পায়ে ও হাতের ব্যথায় কাবু বাসিন্দারা। গত প্রায় তিনমাসে গ্রামের ৫০ শতাংশ বাসিন্দা এই অজানা রোগে আক্রান্ত। চিকিৎসা করিয়েও মিলছেনা সুরাহা। যা নিয়ে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে আশেপাশের গ্রামগুলিতে। এই রোগ আসলে কি! তাই এখনও নির্ণয় করতে পারেনি স্বাস্থ্য দফতর। তবে রোগীদের রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে স্বাস্থ্য দফতর থেকে। পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আক্রান্ত টগরি হালদার বলেন,”দুই মাস ধরে আমি এই রোগে আক্রান্ত। একদিন জ্বরের উপসর্গ ছিল। তারপর থেকে শরীর হাত পায়ে ব্যথা। বহু জায়গায় চিকিৎসা করিয়েছি সুস্থ এখনও হয়নি। আমরা আতঙ্কে রয়েছি।”
মালদহের হবিবপুর ব্লকের শ্রীরামপুর পঞ্চায়েতের ভারত- বাংলাদেশ সীমান্তের কলাইবাড়ি গ্রামের ঘটনা। এই গ্রামের তালুকদার পাড়া, সরকার পাড়া, চৌধুরী পাড়া ও ধানুকপাড়ায় এই রোগের প্রকোপ বেশি। জ্বর ও ব্যাথায় অনেকেই শয্যাশায়ী। জ্বরের পর মূল সমস্যা হাঁটা চলা করতে পারছেন না কেউ। এই রোগের প্রকোপ গ্রাম থেকে বাড়তে থাকায় ইতিমধ্যে ব্লক প্রশাসন ও স্বাস্থ্য দফতরের পক্ষ থেকেও এলাকায় সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে। কীটনাশক প্রয়োগ করা হচ্ছে গ্রামগুলিতে। মাঝেমধ্যেই মেডিকেল টিম বসে গ্রামবাসীদের চিকিৎসা করানো হচ্ছে। হবিবপুর ব্লকের জয়েন্ট ভিডিও রাকেশ গাইন বলেন,”এখনও পর্যন্ত কি এই রোগ তার নির্ণয় করা সম্ভব হয়নি। গ্রামের বহু মানুষ আক্রান্ত হচ্ছে। এখনও পর্যন্ত এই রোগ অজানা। সাধারণ মানুষকে গ্রামবাসীদের সচেতন করা হচ্ছে।”
তবে এই রোগ এখনও নির্ণয় সম্ভব হয়নি। কী থেকে এই রোগ ছড়াচ্ছে সে বিষয়েও কোনও সঠিক তথ্য উঠে আসেনি। প্রায় তিন মাসের বেশি সময় ধরে এমন সমস্যা গ্রামগুলিতে। গ্রামের শিশু থেকে বৃদ্ধ প্রায় সকলেই আক্রান্ত হচ্ছেন এই রোগে। এমন অবস্থায় আশেপাশের গ্রামগুলিতেও আতঙ্ক ছড়াচ্ছে। জেলা মুখ্য স্বাস্থ্য অধিকারী সুদীপ্ত ভাদুড়ি বলেন,”রোগীদের রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট না আসা পর্যন্ত সঠিক বলা যাচ্ছে না কি এই রোগ।”
আরও পড়ুনঃ Cyclone Dana Updates: এবারও হার মানল ঘূর্ণিঝড! ‘দানা’-র আগে সুন্দরবনে এলেন ‘তিনি’
অসুস্থ হয়ে যাওয়ার পর সুস্থ হয়ে না ওঠায় বিপাকে পড়ছেন বাসিন্দারা। গ্রামগুলিতে মাঝেমধ্যেই প্রশাসনের প্রতিনিধি দল গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন। সচেতন থাকার বার্তা দেওয়া হচ্ছে সকলের মধ্যে। তবে প্রতিনিয়ত যেভাবে বাড়ছে অজানা রোগে আক্রান্তের সংখ্যা তাতে আতঙ্কে দ্রুত ছড়াচ্ছে আশপাশের গ্রামগুলিতেও।
হরষিত সিংহ