Tag Archives: UPI Payments

এই একটি কারণে UPI ব্যবহার করাই ছেড়ে দেবেন ৭৫ শতাংশ ইউজার ? উঠে এল সমীক্ষায়

ইউপিআই-এর মাধ্যমে বিনামূল্যে লেনদেন করতে পারেন গ্রাহক। কোনও চার্জ দিতে হয় না। কিন্তু লেনদেনের জন্য যদি চার্জ চালু করা হয়, তাহলে ইউপিআই ব্যবহার করাই ছেড়ে দেবেন অধিকাংশ (৭৫ শতাংশ) ইউজার। লোকাল সার্কেলস-এর সাম্প্রতিক সমীক্ষায় উঠে এসেছে এই তথ্য।
ইউপিআই-এর মাধ্যমে বিনামূল্যে লেনদেন করতে পারেন গ্রাহক। কোনও চার্জ দিতে হয় না। কিন্তু লেনদেনের জন্য যদি চার্জ চালু করা হয়, তাহলে ইউপিআই ব্যবহার করাই ছেড়ে দেবেন অধিকাংশ (৭৫ শতাংশ) ইউজার। লোকাল সার্কেলস-এর সাম্প্রতিক সমীক্ষায় উঠে এসেছে এই তথ্য।
সম্প্রতি দেশের মোট ৩০৮টি জেলার ৪২ হাজার ইউপিআই ইউজারের উপর সমীক্ষা চালিয়েছিল লোকাল সার্কেলস। তাতে দেখা গিয়েছে, ৩৮ শতাংশ ইউজার আর্থিক লেনদেনের জন্য ইউপিআই-এর উপর নির্ভরশীল। ডিজিটাল পেমেন্ট তাঁদের অভ্যাসে পরিণত হয়েছে।
সম্প্রতি দেশের মোট ৩০৮টি জেলার ৪২ হাজার ইউপিআই ইউজারের উপর সমীক্ষা চালিয়েছিল লোকাল সার্কেলস। তাতে দেখা গিয়েছে, ৩৮ শতাংশ ইউজার আর্থিক লেনদেনের জন্য ইউপিআই-এর উপর নির্ভরশীল। ডিজিটাল পেমেন্ট তাঁদের অভ্যাসে পরিণত হয়েছে।
সমীক্ষায় ইউপিআই-এর ক্রমবর্ধমান জনপ্রিয়তাও ধরা পড়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, মোট ইউজারের মাত্র ২২ শতাংশই লেনদেন ফি দিতে ইচ্ছুক বলে জানিয়েছেন। ৭৫ শতাংশ জানিয়েছেন, বিনামূল্যে লেনদেনেই তাঁরা স্বাচ্ছন্দ্য। কোনও রকম ফি তাঁরা দিতে চান না।
সমীক্ষায় ইউপিআই-এর ক্রমবর্ধমান জনপ্রিয়তাও ধরা পড়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, মোট ইউজারের মাত্র ২২ শতাংশই লেনদেন ফি দিতে ইচ্ছুক বলে জানিয়েছেন। ৭৫ শতাংশ জানিয়েছেন, বিনামূল্যে লেনদেনেই তাঁরা স্বাচ্ছন্দ্য। কোনও রকম ফি তাঁরা দিতে চান না।
প্রসঙ্গত, ২০২৩-২৪ অর্থবর্ষে প্রথমবার লেনদেন ১০০ বিলিয়নের গণ্ডী ছাড়িয়েছে। পৌঁছেছে ১৩১ বিলিয়নে। লেনদেনের পরিমাণও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। পৌঁছেছে ১৯৯.৮৯ ট্রিলিয়ন রুপিতে।
প্রসঙ্গত, ২০২৩-২৪ অর্থবর্ষে প্রথমবার লেনদেন ১০০ বিলিয়নের গণ্ডী ছাড়িয়েছে। পৌঁছেছে ১৩১ বিলিয়নে। লেনদেনের পরিমাণও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। পৌঁছেছে ১৯৯.৮৯ ট্রিলিয়ন রুপিতে।
দৈনিক কেনাকাটা থেকে শুরু করে বিল পেমেন্ট পর্যন্ত, ইউপিআই-এর নির্ভরতা বাড়লেও লেনদেনে চার্জ চালু করলে পরিস্থিতি বদলে যাবে। সমীক্ষার ফলাফল থেকে এই বিষয়ে স্পষ্ট ইঙ্গিত মিলেছে। এমন সিদ্ধান্ত শুধু ইউপিআই-এর ব্যবহার নয়, দেশের সামগ্রিক ডিজিটাল পেমেন্ট ল্যান্ডস্কেপের উপরেও যথেষ্ট প্রভাব ফেলতে পারে।
দৈনিক কেনাকাটা থেকে শুরু করে বিল পেমেন্ট পর্যন্ত, ইউপিআই-এর নির্ভরতা বাড়লেও লেনদেনে চার্জ চালু করলে পরিস্থিতি বদলে যাবে। সমীক্ষার ফলাফল থেকে এই বিষয়ে স্পষ্ট ইঙ্গিত মিলেছে। এমন সিদ্ধান্ত শুধু ইউপিআই-এর ব্যবহার নয়, দেশের সামগ্রিক ডিজিটাল পেমেন্ট ল্যান্ডস্কেপের উপরেও যথেষ্ট প্রভাব ফেলতে পারে।
সমীক্ষা সামনে আসার পরই এই নিয়ে অর্থ মন্ত্রক এবং রিজার্ভ ব্যাঙ্কের সঙ্গে আলোচনা করার কথা ভাবছে লোকাল সার্কেল। তাঁদের দাবি, লেনদেন চার্জ সংক্রান্ত কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে ইউপিআই ইউজাররা কী ভাবছেন, তাঁরা কী চান ইত্যাদি বিষয়গুলো বিবেচনা করা উচিত।
সমীক্ষা সামনে আসার পরই এই নিয়ে অর্থ মন্ত্রক এবং রিজার্ভ ব্যাঙ্কের সঙ্গে আলোচনা করার কথা ভাবছে লোকাল সার্কেল। তাঁদের দাবি, লেনদেন চার্জ সংক্রান্ত কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে ইউপিআই ইউজাররা কী ভাবছেন, তাঁরা কী চান ইত্যাদি বিষয়গুলো বিবেচনা করা উচিত।
সমীক্ষা রিপোর্টে বলা হয়েছে, “প্রতি ১০ জনে ৪ জন ইউপিআই ব্যবহার করেন। তাই প্রত্যক্ষ বা পরোক্ষে লেনদেন চার্জ আরোপ করার আগে যথেষ্ট ভাবনাচিন্তা করা উচিত। লোকাল সার্কেলস এই সমীক্ষার ফলাফল অর্থ মন্ত্রক এবং রিজার্ভ ব্যাঙ্কের গোচরে আনবে যাতে কোনও MDR চার্জের অনুমতি দেওয়ার আগে বিপুল সংখ্যক ইউপিআই ইউজারের কথা মাথায় রাখা হয়।’’
সমীক্ষা রিপোর্টে বলা হয়েছে, “প্রতি ১০ জনে ৪ জন ইউপিআই ব্যবহার করেন। তাই প্রত্যক্ষ বা পরোক্ষে লেনদেন চার্জ আরোপ করার আগে যথেষ্ট ভাবনাচিন্তা করা উচিত। লোকাল সার্কেলস এই সমীক্ষার ফলাফল অর্থ মন্ত্রক এবং রিজার্ভ ব্যাঙ্কের গোচরে আনবে যাতে কোনও MDR চার্জের অনুমতি দেওয়ার আগে বিপুল সংখ্যক ইউপিআই ইউজারের কথা মাথায় রাখা হয়।’’

UPI Payment: এখন ইন্টারনেট ছাড়াই UPI পেমেন্ট করা যাবে, শুধু এই কাজটি করতে হবে

অনেক সময় এমন হয় যে ইন্টারনেট সঠিকভাবে কাজ না করার কারণে, অনেকেই অনলাইন পেমেন্ট করতে অসুবিধার সম্মুখীন হন। কিন্তু এখন যে কেউ ইন্টারনেট ছাড়াই UPI পেমেন্ট করতে পারবেন।
অনেক সময় এমন হয় যে ইন্টারনেট সঠিকভাবে কাজ না করার কারণে, অনেকেই অনলাইন পেমেন্ট করতে অসুবিধার সম্মুখীন হন। কিন্তু এখন যে কেউ ইন্টারনেট ছাড়াই UPI পেমেন্ট করতে পারবেন।
Google Pay, PhonePe, Paytm-এর মতো UPI পেমেন্ট ব্যবহার করার সময়ে যদি কখনও কেউ ইন্টারনেট সমস্যার সম্মুখীন হন, তাহলে তিনি এই সমস্যা এড়াতে পারেন। এর জন্য রয়েছে কয়েকটি উপায়। যার মাধ্যমে যে কেউ ইন্টারনেট ছাড়াই UPI পেমেন্ট করতে পারবেন।
Google Pay, PhonePe, Paytm-এর মতো UPI পেমেন্ট ব্যবহার করার সময়ে যদি কখনও কেউ ইন্টারনেট সমস্যার সম্মুখীন হন, তাহলে তিনি এই সমস্যা এড়াতে পারেন। এর জন্য রয়েছে কয়েকটি উপায়। যার মাধ্যমে যে কেউ ইন্টারনেট ছাড়াই UPI পেমেন্ট করতে পারবেন।
USSD পরিষেবা ব্যবহার -কেউ যদি অনলাইন পেমেন্ট করার সময় ইন্টারনেট সমস্যার সম্মুখীন হন, তাহলে তিনি *৯৯# ব্যবহার করতে পারেন। আনস্ট্রাকচার্ড সাপ্লিমেন্টারি সার্ভিস হল একটি ডেটা চালিত মোবাইল ব্যাঙ্কিং পরিষেবা, যা সারা দেশে সকলের কাছে ব্যাঙ্কিং পরিষেবা নিয়ে আসে। ইউজাররা এটি হিন্দি, ইংরেজির পাশাপাশি ১৩টি অন্যান্য ভাষায় ব্যবহার করতে পারেন। এই পরিষেবাটি ইউজারদের UPI পিন পরিবর্তন করতে ইন্টারনেট ছাড়াই টাকা পাঠানোর সুবিধা দেয়।
USSD পরিষেবা ব্যবহার –
কেউ যদি অনলাইন পেমেন্ট করার সময় ইন্টারনেট সমস্যার সম্মুখীন হন, তাহলে তিনি *৯৯# ব্যবহার করতে পারেন। আনস্ট্রাকচার্ড সাপ্লিমেন্টারি সার্ভিস হল একটি ডেটা চালিত মোবাইল ব্যাঙ্কিং পরিষেবা, যা সারা দেশে সকলের কাছে ব্যাঙ্কিং পরিষেবা নিয়ে আসে। ইউজাররা এটি হিন্দি, ইংরেজির পাশাপাশি ১৩টি অন্যান্য ভাষায় ব্যবহার করতে পারেন। এই পরিষেবাটি ইউজারদের UPI পিন পরিবর্তন করতে ইন্টারনেট ছাড়াই টাকা পাঠানোর সুবিধা দেয়।
এটি ব্যবহার করার উপায় -
এটি ব্যবহার করার উপায় –
- প্রথমেই নিজেদের স্মার্টফোনে *৯৯# ডায়াল করতে হবে।- এখানে একই ফোন নম্বর ব্যবহার করতে হবে যা নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা আছে।

- এখানে নিজের পছন্দের জন্য যে কোনও একটি ভাষা বেছে নিতে হবে।
– প্রথমেই নিজেদের স্মার্টফোনে *৯৯# ডায়াল করতে হবে। – এখানে একই ফোন নম্বর ব্যবহার করতে হবে যা নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা আছে। – এখানে নিজের পছন্দের জন্য যে কোনও একটি ভাষা বেছে নিতে হবে।
- তারপর নিজেদের ব্যাঙ্কের নাম লিখতে হবে।- এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলির একটি তালিকা দেখতে পাওয়া যাবে যা নিজেদের ফোন নম্বরের সঙ্গে লিঙ্ক করা হবে।

- এখন মেয়াদ শেষ হওয়ার তারিখ সহ নিজেদের ডেবিট কার্ডের শেষ ৬ সংখ্যা লিখতে হবে।
– তারপর নিজেদের ব্যাঙ্কের নাম লিখতে হবে।
– এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলির একটি তালিকা দেখতে পাওয়া যাবে যা নিজেদের ফোন নম্বরের সঙ্গে লিঙ্ক করা হবে।
– এখন মেয়াদ শেষ হওয়ার তারিখ সহ নিজেদের ডেবিট কার্ডের শেষ ৬ সংখ্যা লিখতে হবে।
- এই কাজটি সফলভাবে সেট আপ হয়ে গেলে ইন্টারনেট সংযোগ ছাড়াই UPI পেমেন্ট করতে সক্ষম হওয়া যাবে। অফলাইন UPI পেমেন্ট করার উপায় - - প্রথমে নিজেদের ফোনে *৯৯# ডায়াল করতে হবে এবং টাকা পাঠাতে ১ লিখতে হবে। - তারপরে যাঁকে টাকা পাঠাতে চান তাঁর UPI আইডি বা ফোন নম্বর টাইপ করতে হবে।
– এই কাজটি সফলভাবে সেট আপ হয়ে গেলে ইন্টারনেট সংযোগ ছাড়াই UPI পেমেন্ট করতে সক্ষম হওয়া যাবে। অফলাইন UPI পেমেন্ট করার উপায় – – প্রথমে নিজেদের ফোনে *৯৯# ডায়াল করতে হবে এবং টাকা পাঠাতে ১ লিখতে হবে। – তারপরে যাঁকে টাকা পাঠাতে চান তাঁর UPI আইডি বা ফোন নম্বর টাইপ করতে হবে।
- এর পরে, যে পরিমাণ পাঠাতে চান তা লিখতে হবে এবং তারপরে নিজেদের UPI পিন লিখতে হবে। - এটা করার পর পেমেন্ট হয়ে যাবে। - মনে রাখতে হবে যে, এই পরিষেবার মাধ্যমে সর্বোচ্চ ৫০০০ টাকা পাঠানো যাবে।
– এর পরে, যে পরিমাণ পাঠাতে চান তা লিখতে হবে এবং তারপরে নিজেদের UPI পিন লিখতে হবে। – এটা করার পর পেমেন্ট হয়ে যাবে। – মনে রাখতে হবে যে, এই পরিষেবার মাধ্যমে সর্বোচ্চ ৫০০০ টাকা পাঠানো যাবে।