Tag Archives: Vivek Agnihotri

‘শর্ট স্কার্ট পরিয়ে আমায়…’; শ্যুটিং ফ্লোরে গা ঢাকার উপায় ছিল না, বিবেক অগ্নিহোত্রীকে নিয়ে তনুশ্রীর জবানবন্দি আতঙ্কে ফেলবে

#MeToo আন্দোলনের রেশ এখন আর নেই। তার পরেও পরিচালক বিবেক অগ্নিহোত্রীকে নিয়ে কেন সমালোচনায় সরব বলিউডের এক সময়ের ডাকসাইটে নায়িকা তনুশ্রী দত্ত?
#MeToo আন্দোলনের রেশ এখন আর নেই। তার পরেও পরিচালক বিবেক অগ্নিহোত্রীকে নিয়ে কেন সমালোচনায় সরব বলিউডের এক সময়ের ডাকসাইটে নায়িকা তনুশ্রী দত্ত?
সত্যের খাতিরে বলে রাখা ভাল যে তনুশ্রীর এই বিবৃতি সাম্প্রতিক নয়। একদা ফরিদুন শাহরিয়ারকে দেওয়া তাঁর এক সাক্ষাৎকারের অংশবিশেষ নতুন করে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া রেডিট-এ। সেই ভিডিওয় দ্য কাশ্মীর ফাইলস খ্যাত পরিচালককে নিয়ে কী অভিযোগ করেছেন নায়িকা?
সত্যের খাতিরে বলে রাখা ভাল যে তনুশ্রীর এই বিবৃতি সাম্প্রতিক নয়। একদা ফরিদুন শাহরিয়ারকে দেওয়া তাঁর এক সাক্ষাৎকারের অংশবিশেষ নতুন করে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া রেডিট-এ। সেই ভিডিওয় দ্য কাশ্মীর ফাইলস খ্যাত পরিচালককে নিয়ে কী অভিযোগ করেছেন নায়িকা?
অভিযোগ দুর্ব্যবহারের, অভিযোগ অভদ্রতার। "এক দিন, যখন আমার সেটে পৌঁছতে পাঁচ মিনিট দেরি হয়েছিল, উনি খুবই বিশ্রীভাবে চেঁচালেন এবং আমায় অপেশাদার বললেন। একেকদিন সেটে এমন সময়েও পৌঁছে গিয়েছি যখন লাইটও লাগানো হত না, সেট তৈরিই থাকত না, মানে যে সব সেট আপ থাকার কথা তার কোনও কাজই হত না। অথচ যে দিন আমার পাঁচ মিনিট দেরি হল, ঘড়ি ধরে ঠিক পাঁচ মিনিট দেরি, সে দিনই উনি সেটে হাজির ছিলেন আমি এসেছি কি না তা দেখতে", জানিয়েছেন তনুশ্রী।
অভিযোগ দুর্ব্যবহারের, অভিযোগ অভদ্রতার। “এক দিন, যখন আমার সেটে পৌঁছতে পাঁচ মিনিট দেরি হয়েছিল, উনি খুবই বিশ্রীভাবে চেঁচালেন এবং আমায় অপেশাদার বললেন। একেকদিন সেটে এমন সময়েও পৌঁছে গিয়েছি যখন লাইটও লাগানো হত না, সেট তৈরিই থাকত না, মানে যে সব সেট আপ থাকার কথা তার কোনও কাজই হত না। অথচ যে দিন আমার পাঁচ মিনিট দেরি হল, ঘড়ি ধরে ঠিক পাঁচ মিনিট দেরি, সে দিনই উনি সেটে হাজির ছিলেন আমি এসেছি কি না তা দেখতে”, জানিয়েছেন তনুশ্রী।
এখানেই শেষ নয়। নায়িকার অভিযোগের পরবর্তী অংশ আরও বিস্ফোরক। খোলাখুলি বলছেন তনুশ্রী, ‘‘যখন শ্যুটিং হচ্ছে না, তখন শিল্পীদের ভ্যানে বসে বিশ্রাম করার কথা। বিশেষ করে আমাকে যদি ছোট জামাকাপড় পরতে দেওয়া হয়। আমি একটা রোব শুধু গায়ে জড়িয়ে বসলেও উনি বলতেন- উঁহু, এখনই শট শুরু হবে, ওটা খুলে ফেলো। শর্ট স্কার্ট পরিয়ে আমায় গোটা ইউনিটের সামনে দিনভর উনি বসিয়ে রাখতেন।’’
এখানেই শেষ নয়। নায়িকার অভিযোগের পরবর্তী অংশ আরও বিস্ফোরক। খোলাখুলি বলছেন তনুশ্রী, ‘‘যখন শ্যুটিং হচ্ছে না, তখন শিল্পীদের ভ্যানে বসে বিশ্রাম করার কথা। বিশেষ করে আমাকে যদি ছোট জামাকাপড় পরতে দেওয়া হয়। আমি একটা রোব শুধু গায়ে জড়িয়ে বসলেও উনি বলতেন- উঁহু, এখনই শট শুরু হবে, ওটা খুলে ফেলো। শর্ট স্কার্ট পরিয়ে আমায় গোটা ইউনিটের সামনে দিনভর উনি বসিয়ে রাখতেন।’’
তনুশ্রী যে সময়ের কথা বলছেন, সেটা ২০০৫ সাল। ওই বছর বিবেকের চকোলেট নামের ছবিতে তিনি অভিনয় করেছিলেন। ছবিতে তাঁর স্বল্পবসনা ভাবমূর্তি নিয়ে যথেষ্ট আলোচনাও হয়। অনেকেই তা ভাল ভাবে নিতে পারেননি। সেই কাজের অভিজ্ঞতা যে তাঁর পক্ষেও ভাল ছিল না, তেমনই দাবি করছেন নায়িকা নিজেও।
তনুশ্রী যে সময়ের কথা বলছেন, সেটা ২০০৫ সাল। ওই বছর বিবেকের চকোলেট নামের ছবিতে তিনি অভিনয় করেছিলেন। ছবিতে তাঁর স্বল্পবসনা ভাবমূর্তি নিয়ে যথেষ্ট আলোচনাও হয়। অনেকেই তা ভাল ভাবে নিতে পারেননি। সেই কাজের অভিজ্ঞতা যে তাঁর পক্ষেও ভাল ছিল না, তেমনই দাবি করছেন নায়িকা নিজেও।

The Kashmir Files: ‘পাঠান’-এর মুক্তির আগেই ফের বড় পর্দায় কাশ্মীর ফাইলস! ট্যুইটে জানান দিলেন বিবেক

মুম্বই: নতুন বছরে নয়া ঘোষণা বিবেক অগ্নিহোত্রীর। প্রেক্ষাগৃহে ফের মুক্তি পেতে চলেছে তাঁর পরিচালিত ‘দ্য কাশ্মীর ফাইলস’। বুধবার ট্যুইট করে সে খবর জানিয়েছেন বিবেক নিজে।

পরিচালক লিখেছেন, ‘১৯ জানুয়ারি, ‘কাশ্মীরি হিন্দু গণহত্যা দিবস’-এ আবার মুক্তি পাচ্ছে দ্য কাশ্মীর ফাইলস। এই প্রথম কোনও ছবি এক বছরে দু’বার মুক্তি পেতে চলেছে। যদি আপনি এই ছবি বড় পর্দায় দেখার সুযোগ না পেয়ে থাকেন, তবে এখনই টিকিট কেটে ফেলুন।’

ANNOUNCEMENT: #TheKashmirFiles is re-releasing on 19th January – The Kashmiri Hindu Genocide Day. This is the first time ever a film is releasing twice in a year. If you missed watching it on BIG SCREEN, book your tickets NOW?. https://t.co/LP0NKokbaehttps://t.co/J7s03w8P31 pic.twitter.com/TNxhq0L68V

— Vivek Ranjan Agnihotri (@vivekagnihotri) January 18, 2023

নয়ের দশকে ভূস্বর্গে কাশ্মীরি পণ্ডিতদের নিধন ঘিরে আবর্তিত হয়েছে ছবির পটভূমি। ‘দ্য কাশ্মীর ফাইলস’ বক্স অফিসে অত্যন্ত সফল। ছবিটিতে অভিনয় করেন অনুপম খের, মিঠুন চক্রবর্তী, পল্লবী যোশির মতো অভিনেতারা।

আরও পড়ুন: ‘দ্য ভ্যাক্সিন ওয়ার’-এর শ্যুটে দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির ধাক্কা পল্লবীকে

আরও পড়ুন: ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর সব তথ্য ভুল? অনুরাগ-বিবেকের ঠাণ্ডা লড়াইয়ে নয়া মোড়

২৫ জানুয়ারি মুক্তি পাবে শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোন অনুষ্ঠিত ‘পাঠান’। শুরু থেকেই সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিটির বিরোধিতা করেছেন বিবেক। সরাসরি কোনও মন্তব্য না করলেও আকারে-ইঙ্গিতে নির্মাতাদের খোঁচা দিতে পিছপা হননি পরিচালক। সেই ছবির মুক্তির ঠিক কয়েক দিন আগেই ফের ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর প্রত্যাবর্তন। শাহরুখ অনুরাগীদের একাংশ মনে করছে, বক্স অফিসে ‘পাঠান’কে টক্কর দিতেই ফের নিজের ছবিকে বড় পর্দায় আনছেন বিবেক।