Tag Archives: Tanushree Dutta

‘শর্ট স্কার্ট পরিয়ে আমায়…’; শ্যুটিং ফ্লোরে গা ঢাকার উপায় ছিল না, বিবেক অগ্নিহোত্রীকে নিয়ে তনুশ্রীর জবানবন্দি আতঙ্কে ফেলবে

#MeToo আন্দোলনের রেশ এখন আর নেই। তার পরেও পরিচালক বিবেক অগ্নিহোত্রীকে নিয়ে কেন সমালোচনায় সরব বলিউডের এক সময়ের ডাকসাইটে নায়িকা তনুশ্রী দত্ত?
#MeToo আন্দোলনের রেশ এখন আর নেই। তার পরেও পরিচালক বিবেক অগ্নিহোত্রীকে নিয়ে কেন সমালোচনায় সরব বলিউডের এক সময়ের ডাকসাইটে নায়িকা তনুশ্রী দত্ত?
সত্যের খাতিরে বলে রাখা ভাল যে তনুশ্রীর এই বিবৃতি সাম্প্রতিক নয়। একদা ফরিদুন শাহরিয়ারকে দেওয়া তাঁর এক সাক্ষাৎকারের অংশবিশেষ নতুন করে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া রেডিট-এ। সেই ভিডিওয় দ্য কাশ্মীর ফাইলস খ্যাত পরিচালককে নিয়ে কী অভিযোগ করেছেন নায়িকা?
সত্যের খাতিরে বলে রাখা ভাল যে তনুশ্রীর এই বিবৃতি সাম্প্রতিক নয়। একদা ফরিদুন শাহরিয়ারকে দেওয়া তাঁর এক সাক্ষাৎকারের অংশবিশেষ নতুন করে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া রেডিট-এ। সেই ভিডিওয় দ্য কাশ্মীর ফাইলস খ্যাত পরিচালককে নিয়ে কী অভিযোগ করেছেন নায়িকা?
অভিযোগ দুর্ব্যবহারের, অভিযোগ অভদ্রতার। "এক দিন, যখন আমার সেটে পৌঁছতে পাঁচ মিনিট দেরি হয়েছিল, উনি খুবই বিশ্রীভাবে চেঁচালেন এবং আমায় অপেশাদার বললেন। একেকদিন সেটে এমন সময়েও পৌঁছে গিয়েছি যখন লাইটও লাগানো হত না, সেট তৈরিই থাকত না, মানে যে সব সেট আপ থাকার কথা তার কোনও কাজই হত না। অথচ যে দিন আমার পাঁচ মিনিট দেরি হল, ঘড়ি ধরে ঠিক পাঁচ মিনিট দেরি, সে দিনই উনি সেটে হাজির ছিলেন আমি এসেছি কি না তা দেখতে", জানিয়েছেন তনুশ্রী।
অভিযোগ দুর্ব্যবহারের, অভিযোগ অভদ্রতার। “এক দিন, যখন আমার সেটে পৌঁছতে পাঁচ মিনিট দেরি হয়েছিল, উনি খুবই বিশ্রীভাবে চেঁচালেন এবং আমায় অপেশাদার বললেন। একেকদিন সেটে এমন সময়েও পৌঁছে গিয়েছি যখন লাইটও লাগানো হত না, সেট তৈরিই থাকত না, মানে যে সব সেট আপ থাকার কথা তার কোনও কাজই হত না। অথচ যে দিন আমার পাঁচ মিনিট দেরি হল, ঘড়ি ধরে ঠিক পাঁচ মিনিট দেরি, সে দিনই উনি সেটে হাজির ছিলেন আমি এসেছি কি না তা দেখতে”, জানিয়েছেন তনুশ্রী।
এখানেই শেষ নয়। নায়িকার অভিযোগের পরবর্তী অংশ আরও বিস্ফোরক। খোলাখুলি বলছেন তনুশ্রী, ‘‘যখন শ্যুটিং হচ্ছে না, তখন শিল্পীদের ভ্যানে বসে বিশ্রাম করার কথা। বিশেষ করে আমাকে যদি ছোট জামাকাপড় পরতে দেওয়া হয়। আমি একটা রোব শুধু গায়ে জড়িয়ে বসলেও উনি বলতেন- উঁহু, এখনই শট শুরু হবে, ওটা খুলে ফেলো। শর্ট স্কার্ট পরিয়ে আমায় গোটা ইউনিটের সামনে দিনভর উনি বসিয়ে রাখতেন।’’
এখানেই শেষ নয়। নায়িকার অভিযোগের পরবর্তী অংশ আরও বিস্ফোরক। খোলাখুলি বলছেন তনুশ্রী, ‘‘যখন শ্যুটিং হচ্ছে না, তখন শিল্পীদের ভ্যানে বসে বিশ্রাম করার কথা। বিশেষ করে আমাকে যদি ছোট জামাকাপড় পরতে দেওয়া হয়। আমি একটা রোব শুধু গায়ে জড়িয়ে বসলেও উনি বলতেন- উঁহু, এখনই শট শুরু হবে, ওটা খুলে ফেলো। শর্ট স্কার্ট পরিয়ে আমায় গোটা ইউনিটের সামনে দিনভর উনি বসিয়ে রাখতেন।’’
তনুশ্রী যে সময়ের কথা বলছেন, সেটা ২০০৫ সাল। ওই বছর বিবেকের চকোলেট নামের ছবিতে তিনি অভিনয় করেছিলেন। ছবিতে তাঁর স্বল্পবসনা ভাবমূর্তি নিয়ে যথেষ্ট আলোচনাও হয়। অনেকেই তা ভাল ভাবে নিতে পারেননি। সেই কাজের অভিজ্ঞতা যে তাঁর পক্ষেও ভাল ছিল না, তেমনই দাবি করছেন নায়িকা নিজেও।
তনুশ্রী যে সময়ের কথা বলছেন, সেটা ২০০৫ সাল। ওই বছর বিবেকের চকোলেট নামের ছবিতে তিনি অভিনয় করেছিলেন। ছবিতে তাঁর স্বল্পবসনা ভাবমূর্তি নিয়ে যথেষ্ট আলোচনাও হয়। অনেকেই তা ভাল ভাবে নিতে পারেননি। সেই কাজের অভিজ্ঞতা যে তাঁর পক্ষেও ভাল ছিল না, তেমনই দাবি করছেন নায়িকা নিজেও।

Nana Patekar On Tanushree Dutta: তনুশ্রীকে জোর করে কী করেছিলেন? শ্যুটিং সেটের সেই ভয়াবহ অভিযোগে মুখ খুললেন নানা

গোটা বলিউডে ঢেউ উঠেছিল মিটু আন্দোলনের। সৃষ্টি হয়েছিল এই ঘটনার হাত ধরেই। ২০০৮ সালে একটি ফিল্মের সেটে বাঙালি অভিনেত্রী তনুশ্রী দত্তকে নানা পাটেকর জোর করে ঘনিষ্ঠ হতে চেয়েছিলেন বলে অভিযোগ।
গোটা বলিউডে ঢেউ উঠেছিল মিটু আন্দোলনের। সৃষ্টি হয়েছিল এই ঘটনার হাত ধরেই। ২০০৮ সালে একটি ফিল্মের সেটে বাঙালি অভিনেত্রী তনুশ্রী দত্তকে নানা পাটেকর জোর করে ঘনিষ্ঠ হতে চেয়েছিলেন বলে অভিযোগ।
২০১৮ সালে মিটু আন্দোলনের সময় নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন অভিনেতা তনুশ্রী দত্ত। ২০০৮ সালে 'হর্ন ওকে প্লিজ' ছবির একটি গানের শ্যুটিংয়ের সময় তিনি তাঁর সঙ্গে শ্লীলতাহানি করেছিলেন বলে অভিযোগ নিয়ে নতুন করে বিবৃতি দিলেন নানা পাটেকর।
২০১৮ সালে মিটু আন্দোলনের সময় নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন অভিনেতা তনুশ্রী দত্ত। ২০০৮ সালে ‘হর্ন ওকে প্লিজ’ ছবির একটি গানের শ্যুটিংয়ের সময় তিনি তাঁর সঙ্গে শ্লীলতাহানি করেছিলেন বলে অভিযোগ নিয়ে নতুন করে বিবৃতি দিলেন নানা পাটেকর।
এক সাক্ষাৎকারে বর্ষীয়ান অভিনেতা বলেন, তিনি প্রথম থেকেই জানতেন যে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা, যে কারণে তিনি কখনও রাগ করেননি।
এক সাক্ষাৎকারে বর্ষীয়ান অভিনেতা বলেন, তিনি প্রথম থেকেই জানতেন যে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা, যে কারণে তিনি কখনও রাগ করেননি।
নানা বললেন, 'আমি জানতাম পুরোটাই মিথ্যে। তাই রাগ করিনি। সবই যখন মিথ্যা, তখন আমি রাগ করব কেন? আর এ সবই জিনিসই পুরনো। এর আগেও হয়েছে। এই নিয়ে কী আর কথা বলব। সেই সময় আমি কী বলতে পারি যখন এরকম কিছু ঘটেনি?'
নানা বললেন, ‘আমি জানতাম পুরোটাই মিথ্যে। তাই রাগ করিনি। সবই যখন মিথ্যা, তখন আমি রাগ করব কেন? আর এ সবই জিনিসই পুরনো। এর আগেও হয়েছে। এই নিয়ে কী আর কথা বলব। সেই সময় আমি কী বলতে পারি যখন এরকম কিছু ঘটেনি?’
তাঁর আরও দাবি, 'হঠাৎ কেউ বলছে তুমি এটা করেছ, তুমি ওটা করেছ। এত কিছুর কি জবাব দিতাম? আমার কি বলা উচিত ছিল, যে আমি এটা করিনি? আমি সত্যিটা জানি যে, আমি কিছুই করিনি।’
তাঁর আরও দাবি, ‘হঠাৎ কেউ বলছে তুমি এটা করেছ, তুমি ওটা করেছ। এত কিছুর কি জবাব দিতাম? আমার কি বলা উচিত ছিল, যে আমি এটা করিনি? আমি সত্যিটা জানি যে, আমি কিছুই করিনি।’
তনুশ্রী ২০১৮ সালে ভারতে মি টু আন্দোলন শুরু করেছিলেন যখন তিনি অভিযোগ করেছিলেন যে, নানা পাটেকর, কোরিওগ্রাফার গণেশ আচার্য এবং পরিচালক বিবেক অগ্নিহোত্রী একটি ছবির শুটিংয়ের সময় তাঁর সঙ্গে অনুপযুক্ত আচরণ করেছিলেন।
তনুশ্রী ২০১৮ সালে ভারতে মি টু আন্দোলন শুরু করেছিলেন যখন তিনি অভিযোগ করেছিলেন যে, নানা পাটেকর, কোরিওগ্রাফার গণেশ আচার্য এবং পরিচালক বিবেক অগ্নিহোত্রী একটি ছবির শুটিংয়ের সময় তাঁর সঙ্গে অনুপযুক্ত আচরণ করেছিলেন।
অভিনেত্রীর আরও অভিযোগ, 'আমি রাজি না হওয়ায় একটি রাজনৈতিক দলের কিছু কর্মীকে ডেকে আনেন নানা। তারা আমার গাড়িতে ভাঙচুর করে। আমাকে অন্তরঙ্গ হওয়ার জন্য চাপ দিতে থাকে। আর নানার সঙ্গে যোগ দেন কোরিওগ্রাফার গণেশ আচারিয়া এবং রাকেশ সরং-সহ সেটের অধিকাংশই দল পাকিয়ে এই কাজ করেন। যে কারণে আমি ওই আইটেম সং থেকে নিজেকে সরিয়ে নিই।'
অভিনেত্রীর আরও অভিযোগ, ‘আমি রাজি না হওয়ায় একটি রাজনৈতিক দলের কিছু কর্মীকে ডেকে আনেন নানা। তারা আমার গাড়িতে ভাঙচুর করে। আমাকে অন্তরঙ্গ হওয়ার জন্য চাপ দিতে থাকে। আর নানার সঙ্গে যোগ দেন কোরিওগ্রাফার গণেশ আচারিয়া এবং রাকেশ সরং-সহ সেটের অধিকাংশই দল পাকিয়ে এই কাজ করেন। যে কারণে আমি ওই আইটেম সং থেকে নিজেকে সরিয়ে নিই।’
তনুশ্রীর বক্তব্য ছিল, ঘটনা সবাই জানলেও কেউ এ নিয়ে টুঁ-শব্দটিও করেননি। সংবাদমাধ্যমও সব জেনেশুনেও চেপে গিয়েছিল। একটি বেসরকারি বিনোদন চ্যানেলে অভিনেত্রীর এই সাক্ষাৎকার সম্প্রচার হতেই তখন বিতর্ক উস্কে উঠেছিল।
তনুশ্রীর বক্তব্য ছিল, ঘটনা সবাই জানলেও কেউ এ নিয়ে টুঁ-শব্দটিও করেননি। সংবাদমাধ্যমও সব জেনেশুনেও চেপে গিয়েছিল। একটি বেসরকারি বিনোদন চ্যানেলে অভিনেত্রীর এই সাক্ষাৎকার সম্প্রচার হতেই তখন বিতর্ক উস্কে উঠেছিল।