Tag Archives: West Bengal lottery result

আজকের দিন কেমন যাবে, সে না হয় রাশিফল পড়েই জানা যায় ৷ তবে লটারিতে অর্থভাগ্য খুলল কী না, তা জানার জন্য অবশ্যই চোখ রাখতে হবে লটারির রেজাল্টে (Lottery Result) ৷ যা পাওয়া যাবে News18 Bangla-র ওয়েবসাইটেই ৷ প্রতিদিন জানুন লটারির (Lottery) ফলাফল শুধুমাত্র নিউজ18 বাংলার ওয়েবসাইটে ৷ নাগাল্যান্ড রাজ্য লটারি পরিচালিত ডিয়ার লটারির (Dear Lottery) লটারি সংবাদ-এর (Lottery Sambad) বিষয় তো সকলেই জানেন। ঘরে বসেই এই লটারিতে প্রতি দিন হতে পারেন লাখপতি এমনকী, কোটিপতিও ৷ এই খেলায় ৬ টাকা দিয়ে একটা টিকিট কাটবেন আর পেয়ে যাবেন এক কোটি টাকা ! তাও আবার দিনে তিনবার। বাংলায় খেলা সমস্ত লটারির ফলাফলই জানা যাবে News18 Bangla-র ওয়েবসাইট ৷ তাই অবশ্যই নজর রাখুন লটারির রেজাল্টে ৷ কে জানে কখন আপনার ভাগ্য খুলে যায় ৷ এখানে চোখ রাখলেই জানবেন আজ আপনি এক কোটি টাকা পেলেন কী না। না পেলে হতাশ হয়ে যাওয়ার কিছু নেই। দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার আছে। আর সেটাও না হলে রয়েছে স্বান্ত্বনা পুরস্কার। তাই হতাশ হয়ে পড়ার কিছু নেই। খেলতে থাকুন, এক দিন না একদিন ভাগ্য খুলবেই আপনার ৷

Lottery Taxation: লটারিতে এক কোটি টাকা জিতলে ট্যাক্স কেটে হাতে কত পাওয়া যায়? জেনে নিন

বিভিন্ন সংবাদমাধ্য়মে প্রায়ই হয়তো শোনেন, কেউ একজন লটারিতে এক কোটি টাকা জিতেছেন। জানেন কি, এক কোটি টাকা পুরস্কার জিতলে ট্যাক্স কেটে হাতে কত টাকা পাওয়া যায়!

বিভিন্ন সংবাদমাধ্য়মে প্রায়ই হয়তো শোনেন, কেউ একজন লটারিতে এক কোটি টাকা জিতেছেন। জানেন কি, এক কোটি টাকা পুরস্কার জিতলে ট্যাক্স কেটে হাতে কত টাকা পাওয়া যায়!
১৯৬১ সাল থেকে আয়কর আইন চালু হয়। লটারিতে টাকা পেলেও কর দিতে হয় সরকারকে। সেই টাকার পরিমাণ নেহাতই কম নয়।
১৯৬১ সাল থেকে আয়কর আইন চালু হয়। লটারিতে টাকা পেলেও কর দিতে হয় সরকারকে। সেই টাকার পরিমাণ নেহাতই কম নয়।
১৯৬১-র 194B ধারার অধীনে কর দিতে হয়। বিজয়ীকে অর্থ প্রদান করার আগে টিডিএস কাটা হয়। ১০ হাজার টাকার বেশি পুরস্কারের অর্থের উপর ৩০% TDS কাটা হয়। অতিরিক্ত সারচার্জ এবং সেস যোগ করার পর টিডিএস ৩১.২% পর্যন্ত হতে পারে।
১৯৬১-র 194B ধারার অধীনে কর দিতে হয়। বিজয়ীকে অর্থ প্রদান করার আগে টিডিএস কাটা হয়। ১০ হাজার টাকার বেশি পুরস্কারের অর্থের উপর ৩০% TDS কাটা হয়। অতিরিক্ত সারচার্জ এবং সেস যোগ করার পর টিডিএস ৩১.২% পর্যন্ত হতে পারে।
লটারির টিকিটে পুরস্কার পাওয়ার পর এই কর দেওয়া বাধ্যতামূলক। এক্ষেত্রে অনেকে ট্যাক্স কনসালট্যান্ট-এর সাহায্য নেন।
লটারির টিকিটে পুরস্কার পাওয়ার পর এই কর দেওয়া বাধ্যতামূলক। এক্ষেত্রে অনেকে ট্যাক্স কনসালট্যান্ট-এর সাহায্য নেন।
কিছুদিন আগেও একজন লরিচালক ড্রিম ইলেভেনে দেড় কোটি টাকা জিতেছিলেন। মাত্র দল ৪৯ টাকায় দল সাজিয়ে তিনি এই বিপুল অঙ্কের পুরস্কার জিতেছিলেন।
কিছুদিন আগেও একজন লরিচালক ড্রিম ইলেভেনে দেড় কোটি টাকা জিতেছিলেন। মাত্র দল ৪৯ টাকায় দল সাজিয়ে তিনি এই বিপুল অঙ্কের পুরস্কার জিতেছিলেন।
এখনও পর্যন্ত বহু মানুষই লটারিতে টাকা জিতেছেন। তবে লটারির টিকিট কাটার নেশা হলে মুশকিল।
এখনও পর্যন্ত বহু মানুষই লটারিতে টাকা জিতেছেন। তবে লটারির টিকিট কাটার নেশা হলে মুশকিল।