Tag Archives: West bengal Police

থানা ছেড়ে খেলার মাঠে ওসি! ব্যাটে-বলে-ফিল্ডিং-এ জমিয়ে দিলেন খেলা

নদিয়া: সাধারণত পাড়া-মফঃস্বলে ফুটবল অথবা ক্রিকেট ম্যাচের অনুষ্ঠান আয়োজন করলে অনেক সময় দেখা যায়, ম্যাচ চলাকালীন ঝামেলা অথবা গন্ডগোল বাঁধতে। সেই ঝামেলা ম্যাচ কর্তৃপক্ষের আয়ত্তের বাইরে চলে গেলেই মাঠে নামতে দেখা যায় পুলিশ প্রশাসনকে।

শান্তিপুর স্টেডিয়াম সংলগ্ন সবুজ সংঘের মাঠে দেখা গেল এক ব্যতিক্রমী চিত্র। ঝগড়া নেই, ঝামেলা নেই অথচ খেলার মাঠে পুলিশ! বিভ্রান্ত সকলে। অবশেষে কাটল ভ্রম।

নদিয়ার শান্তিপুর স্টেডিয়াম সংলগ্ন সবুজ সংঘের মাঠে তাদের নিজস্ব সিনিয়র ক্রিকেট দলের সঙ্গে বনগাঁ থেকে আগত দলের প্র্যাকটিস ম্যাচ অনুষ্ঠিত হয়। সেখানে সবুজ সংঘের হয়ে খেলা এক খেলোয়াড় খেলতে খেলতে মাঝেমধ্যেই মাঠের বাইরে যাচ্ছেন মোবাইল ফোনে আসা কল রিসিভ করতে।

আরও পড়ুন- ‘ওটাই আমার শেষ টুর্নামেন্ট…!’ সুনীল ছেত্রী খেলা ছাড়ছেন? ভারতীয় ফুটবলে হইচই

তাতে অবশ্য অন্য কারোর কোন আপত্তি নেই, কারণ তিনি খেলোয়াড় তো বটেই, তবে ভারপ্রাপ্ত শান্তিপুর থানার ওসি সুব্রত মালাকার। সমগ্র প্রশাসনিক কাজকর্ম চলার ফাঁকেই মাঝেমধ্যে প্র্যাকটিসে আসেন তিনি, এমনটাই জানালেন ক্লাব কর্তৃপক্ষ।

তারা জানাচ্ছেন, এদিনের এই প্র্যাকটিস ম্যাচে তিনি প্রথম তিন ওভার বল করেন। এক ওভার ফিল্ডিং করে গুরুত্বপূর্ণ কাজে চলে গিয়েছিলেন। পরে প্রায় ঘন্টাখানেক বাদে ফিরে এসে ওপেনিং ব্যাটসম্যান হিসেবে খেলেন দু ওভার। তার পরে আবারও তাঁকে চলে যেতে হয়।

অনেক ক্ষেত্রে পুলিশ প্রশাসনের অনেকেই শরীরচর্চা করতে খেলাধুলা করেন। কিন্তু ওসি সুব্রতবাবু রীতিমতো পেশাদার খেলোয়াড়। তবে তাঁর বলে ব্যাটে সমান পারদর্শিতা অনেকেরই জানা।

আরও পড়ুন- দেশের জন্য জানপ্রাণ লড়িয়েছেন, তবু এই ক্রিকেটাররা অর্জুন পুরস্কার পাননি কখনও

আজও তিন ওভার বল করে দিয়েছেন মাত্র ৯ রান। অন্যদিকে দু ওভার ব্যাট করে দশ রান তুলতেই জরুরী প্রয়োজনে বেরিয়ে যেতে হয়। তবে মাঠে দর্শক এবং কর্তৃপক্ষ তাঁর খেলা দেখে খুশি।

Mainak Debnath