Tag Archives: White Sandalwood

Medicinal Plant: এই গাছ ‘টাকার মেশিন’, ব্রণ, ত্বকের সব দাগ-ছোপ তো দূর করেই, চাষ করলে আয় করবেন কোটি-কোটি

 

এই গাছ ওষধি গুণের খনি, আয়ুর্বেদ শাস্ত্রে রয়েছে বহুল ব্যবহার। রূপচর্চা থেকে সুগন্ধি অথবা ওষুধ তৈরি, সব ক্ষেত্রেই এই গাছের অসীম গুরুত্ব। ভারতের অন্যতম দামী গাছ এটি। এই গাছ চাষ করে কোটি কোটি টাকা আয় করা সম্ভব।
এই গাছ ওষধি গুণের খনি, আয়ুর্বেদ শাস্ত্রে রয়েছে বহুল ব্যবহার। রূপচর্চা থেকে সুগন্ধি অথবা ওষুধ তৈরি, সব ক্ষেত্রেই এই গাছের অসীম গুরুত্ব। ভারতের অন্যতম দামী গাছ এটি। এই গাছ চাষ করে কোটি কোটি টাকা আয় করা সম্ভব।
গাছটির নাম শ্বেত চন্দন। ভারতে মূলত দুই ধরনের চন্দন গাছ পাওয়া যায়। লাল এবং সাদা। শ্বেত চন্দনের আদি বাস ভারতের বিন্ধ্যপর্বত এলাকায়। শ্বেত চন্দনের একাধিক ঔষধি গুন রয়েছে। ধর্মীয় মতেও রয়েছে অনেক গুণ।
গাছটির নাম শ্বেত চন্দন। ভারতে মূলত দুই ধরনের চন্দন গাছ পাওয়া যায়। লাল এবং সাদা। শ্বেত চন্দনের আদি বাস ভারতের বিন্ধ্যপর্বত এলাকায়। শ্বেত চন্দনের একাধিক ঔষধি গুন রয়েছে। ধর্মীয় মতেও রয়েছে অনেক গুণ।
বোটানি বিভাগের অধ্যাপক অসমঞ্জ চট্টরাজ জানিয়েছেন, রূপচর্চার কাজে ভারতে চন্দনের খ্যাতি দীর্ঘদিন ধরে। এই চন্দনে রয়েছে অ্যান্টিঅক্সিড্যান্ট যা ত্বকে ব্রণ-সহ অন্যান্য সমস্যা কমাতে সাহায্য করে। রোদে পড়া দাগ দূর করতে সক্ষম এই চন্দন। পাশাপাশি চন্দনের নিয়মিত ব্যবহারে ত্বক আর-ও উজ্জ্বল হয়।
বোটানি বিভাগের অধ্যাপক অসমঞ্জ চট্টরাজ জানিয়েছেন, রূপচর্চার কাজে ভারতে চন্দনের খ্যাতি দীর্ঘদিন ধরে। এই চন্দনে রয়েছে অ্যান্টিঅক্সিড্যান্ট যা ত্বকে ব্রণ-সহ অন্যান্য সমস্যা কমাতে সাহায্য করে। রোদে পড়া দাগ দূর করতে সক্ষম এই চন্দন। পাশাপাশি চন্দনের নিয়মিত ব্যবহারে ত্বক আর-ও উজ্জ্বল হয়।
চন্দনের ঘ্রাণও খুবই উপকারী বলে তিনি জানিয়েছেন। এই ঘ্রাণে রয়েছে বহুবিধ উপকারিতা। এই ঘ্রাণ ব্যাকটেরিয়া প্রতিরোধী। চন্দনের তাজা ঘ্রাণ শ্বাসনালীর প্রদাহ দূর করতে পারে।
চন্দনের ঘ্রাণও খুবই উপকারী বলে তিনি জানিয়েছেন। এই ঘ্রাণে রয়েছে বহুবিধ উপকারিতা। এই ঘ্রাণ ব্যাকটেরিয়া প্রতিরোধী। চন্দনের তাজা ঘ্রাণ শ্বাসনালীর প্রদাহ দূর করতে পারে।
চন্দনকে ঔষধি গুণের খনি বলে মনে করা হয়। বিশেষজ্ঞদের মতে, এতে অ্যান্টিপায়রেটিক উপাদান থাকে যা জ্বর কমানোর জন্য উপকারী।

চন্দনকে ঔষধি গুণের খনি বলে মনে করা হয়। বিশেষজ্ঞদের মতে, এতে অ্যান্টিপায়রেটিক উপাদান থাকে যা জ্বর কমানোর জন্য উপকারী।
এছাড়াও, সাদা চন্দনে অ্যান্টিসেপ্টিক, অ্যাস্কেবেটিক এবং মূত্রবর্ধক গুণ পাওয়া যায়।
এছাড়াও, সাদা চন্দনে অ্যান্টিসেপ্টিক, অ্যাস্কেবেটিক এবং মূত্রবর্ধক গুণ পাওয়া যায়।