Tag Archives: World Heritage Day

General knowledge story : ইউনেস্কো হেরিটেজ সাইটে প্রথম দশে কোন দেশ জানেন? বলুন তো তালিকায় ভারত কত নম্বরে

ঐতিহ্যশালী ভাস্কর্যের জন্য পুরষ্কার পাওয়া সব দেশের জন্যই গর্বের৷ পৃথিবীর দশটি দেশ এমন রয়েছে, যেখানে সবচেয়ে বেশি সংখ্যক ইউনেস্কো সার্টিফায়েড ভাস্কর্য রয়েছে৷
ঐতিহ্যশালী ভাস্কর্যের জন্য পুরষ্কার পাওয়া সব দেশের জন্যই গর্বের৷ পৃথিবীর দশটি দেশ এমন রয়েছে, যেখানে সবচেয়ে বেশি সংখ্যক ইউনেস্কো সার্টিফায়েড ভাস্কর্য রয়েছে৷
ইটালি: সবচেয়ে বেশি ইউনেস্কো সাইট রয়েছে যেখানে রয়েছে, তার নাম ইতালি৷ ২০২৪ অনুযায়ী ইতালিতে ইউনোস্কোর সাইটের সংখ্যা প্রায় ৬০টি৷
ইটালি: সবচেয়ে বেশি ইউনেস্কো সাইট রয়েছে যেখানে রয়েছে, তার নাম ইতালি৷ ২০২৪ অনুযায়ী ইতালিতে ইউনোস্কোর সাইটের সংখ্যা প্রায় ৬০টি৷
চিন: দ্বিতীয় স্থানে রয়েছে চিন৷ গ্রেট ওয়াল, মোগাও-সহ আরও একাধিক ইউনেস্কোর সাইট এখানে রয়েছে৷
চিন: দ্বিতীয় স্থানে রয়েছে চিন৷ গ্রেট ওয়াল, মোগাও-সহ আরও একাধিক ইউনেস্কোর সাইট এখানে রয়েছে৷
জার্মানি: এই দৌড়ে এগিয়ে আছে জার্মানিও৷ ৫৪ টা ইউনেস্কো হেরিটেজ সাইট রয়েছে এই দেশে৷
জার্মানি: এই দৌড়ে এগিয়ে আছে জার্মানিও৷ ৫৪ টা ইউনেস্কো হেরিটেজ সাইট রয়েছে এই দেশে৷
ফ্রান্স: আইফেল টাওয়ারের দেশই বা পিছিয়ে থাকে কেন? ইউনেস্কো হেরিটেজের নিরিখে এই দেশ চতুর্থ স্থানাধিকারী৷
ফ্রান্স: আইফেল টাওয়ারের দেশই বা পিছিয়ে থাকে কেন? ইউনেস্কো হেরিটেজের নিরিখে এই দেশ চতুর্থ স্থানাধিকারী৷
স্পেন: ইউরোপের আর এর দেশের নাম৷ লস ম্যাডুলাস, পবলেট মনাস্ট্রি-সহ এই স্থানে ইউনেস্কো সাইটের সংখ্যা ঠিক স্পেনের পরই৷
স্পেন: ইউরোপের আর এর দেশের নাম৷ লস ম্যাডুলাস, পবলেট মনাস্ট্রি-সহ এই স্থানে ইউনেস্কো সাইটের সংখ্যা ঠিক স্পেনের পরই৷
ভারত: আমাদের ভারতও কিন্তু পিছিয়ে নেই৷ তাজমহল, কুতুব মিনার, রেড ফোর্ট, হাম্পি-সহ আমাদের এই দেশে প্রায় ৪৩টি ইউনেস্কো হেরিটেজ সাইট রয়েছে৷
ভারত: আমাদের ভারতও কিন্তু পিছিয়ে নেই৷ তাজমহল, কুতুব মিনার, রেড ফোর্ট, হাম্পি-সহ আমাদের এই দেশে প্রায় ৪৩টি ইউনেস্কো হেরিটেজ সাইট রয়েছে৷ ভারত রয়েছে ছয় নম্বরে৷
মেক্সিকো ও মার্কিন যুক্তরাষ্ট্র: এই দুই দেশ ইউনেস্কো হেরিটেজের নিরিখে ছয় নম্বরে অবস্থান করে৷
মেক্সিকো ও মার্কিন যুক্তরাষ্ট্র: এই দুই দেশ ইউনেস্কো হেরিটেজের নিরিখে ছয় নম্বরে অবস্থান করে৷
রাশিয়া: এই দেশে প্রায় ৩২টি ওয়র্ল্ড হেরিটেজ সাইট রয়েছে৷ তার মধ্যে সেন্ট পিটার্সবার্গ, ক্রেমলিন ও মস্কো রেড স্কোয়ার বিখ্যাত৷ রয়েছে আরও দর্শনীয় স্থান
রাশিয়া: এই দেশে প্রায় ৩২টি ওয়র্ল্ড হেরিটেজ সাইট রয়েছে৷ তার মধ্যে সেন্ট পিটার্সবার্গ, ক্রেমলিন ও মস্কো রেড স্কোয়ার বিখ্যাত৷ রয়েছে আরও দর্শনীয় স্থান
ইরান: বেশ কিছুদিন ধরেই যুদ্ধ-বিধ্বস্ত মধ্য প্রাচ্য৷ কিন্তু ইরানে প্রায় ২৮টা মতো ওয়র্ল্ড হেরিটেজ রয়েছে৷
ইরান: বেশ কিছুদিন ধরেই যুদ্ধ-বিধ্বস্ত মধ্য প্রাচ্য৷ কিন্তু ইরানে প্রায় ২৮টা মতো ওয়র্ল্ড হেরিটেজ রয়েছে৷
জাপান: মাউন্ট ফুজির দেশেও ২৬টা ইউনেস্কো হেরিটেজ সাইট রয়েছে৷
জাপান: মাউন্ট ফুজির দেশেও ২৬টা ইউনেস্কো হেরিটেজ সাইট রয়েছে৷