Tag Archives: Wrestler

Paris Olympics 2024: ভেঙে ফেললেন পি ভি সিন্ধুর রেকর্ড, অলিম্পিক্সে কোন নজির গড়লেন আমন?

প্যারিস: কুস্তিতে ব্রোঞ্জ জিতে ইতিহাস রচনা করলেন আমন শেহরাওয়াত। কনিষ্ঠ ভারতীয় হিসাবে প্রথম ব্রোঞ্জ জিতলেন আমন। শেহরাওয়াত নিজের প্রতিপক্ষ পুয়ের্তো রিকোর ডামিয়েন টোই ক্রুজ। পুরুষদের ৫৭ কেজি ফ্রিস্টাইল ইভেন্টে প্যারিস অলিম্পিক্সে ভারতের হয়ে ষষ্ঠ সোনা নিয়ে আনেন আমন।
এই অনবদ্য জয়ের মাধ্যমে তিনি পিছনে ফেলে দিলেন আরেক অলিম্পিক্সে পদক জয়ী শাটলার পি ভি সিন্ধুকে।
আমন নিজে ২১ বছর ২৪ দিনের মাথায় ভারতের হয়ে এই ব্রোঞ্জ পদক জয় করেন অন্য দিকে, ভারতের ব্যাডমিন্টন তারকা পি ভি সিন্ধু ২০১৬ সালের রিও অলিম্পিক্সে যখন রুপো জেতেন তখন তাঁর বয়স ছিল, ২১ বছর ১ মাস ১৪ দিন। এরপর যখন ২০২০ সালে টোকিওতে যখন তিনি ব্রোঞ্জ জেতেন তখন তাঁর বয়স ছিল ২৬ বছর। এখনও পর্যন্ত তিনিই ছিলেন সবথেকে কনিষ্ঠ সেরা অলিম্পিয়ান।

আরও পড়ুন: প্যারিসে উড়ল তিরঙ্গা,২০০৮ থেকে শুরু ধারা বজায় রেখে কুস্তিতে ব্রোঞ্জ জিতলেন আমন
কিন্তু, সেই রেকর্ড ভেঙে দিলেন আমন। পুয়ের্তো রিকোর প্রতিপক্ষের উপর শুরু থেকেই চাপ বজায় রেখেছিলেন আমন। ম্যাচের শুরু থেকেই নিজের জমি আঁকড়ে লড়ে গেছিলেন আমন। ১৩-৫ স্কোরে রীতিমত দুরমুশ করে ব্রোঞ্জ ছিনিয়ে নেন আমন। ভারতের হয়ে ষষ্ঠ পদক আনলেন তিনি।

Weight Gain Over Night: রাতারাতি ওজন বেড়ে যেতে পারে? ভিনেশের সঙ্গে কী হয়েছিল, বুঝিয়ে দিলেন কুস্তি কোচ

প্যারিস অলিম্পিক্সে ভারতের আশা বড় ধাক্কা খেয়েছে। কুস্তি চ্যাম্পিয়ন ভিনেশ ফোগাট ফাইনালের আগেই ডিসকোয়ালিফাইড হয়ে কুস্তি তালিকায় একদম শেষস্থানে চলে গেছেন। এই খবরে হতবাক গোটা দেশ। দুঃখের পাহাড়র নিচে চাপা পড়েছে গোটা দেশের মেডেল জয়ের আশা৷ যে ভবিষ্যতের কুস্তিগিররা উঠছেন তাঁদের জন্যেও এইভাবে নাম খারিজ হয়ে যাওয়া অত্যন্ত আতঙ্কের৷
প্যারিস অলিম্পিক্সে ভারতের আশা বড় ধাক্কা খেয়েছে। কুস্তি চ্যাম্পিয়ন ভিনেশ ফোগাট ফাইনালের আগেই ডিসকোয়ালিফাইড হয়ে কুস্তি তালিকায় একদম শেষস্থানে চলে গেছেন। এই খবরে হতবাক গোটা দেশ। দুঃখের পাহাড়র নিচে চাপা পড়েছে গোটা দেশের মেডেল জয়ের আশা৷ যে ভবিষ্যতের কুস্তিগিররা উঠছেন তাঁদের জন্যেও এইভাবে নাম খারিজ হয়ে যাওয়া অত্যন্ত আতঙ্কের৷
জবর সিং সোম, যিনি ৪০ বছরেরও বেশি সময় ধরে মেরঠের মেয়েদের রেসলিং চ্যাম্পিয়ন করে চলেছেন তিনি এই এভাবে ভিনেশের বাদ পড়ার  খবরে অত্যন্ত দুঃখিত। তিনি জানিয়েছেন, ‘একটি ছোট ভুল সব আশা ভঙ্গ করে দিয়েছে।’
জবর সিং সোম, যিনি ৪০ বছরেরও বেশি সময় ধরে মেরঠের মেয়েদের রেসলিং চ্যাম্পিয়ন করে চলেছেন তিনি এই এভাবে ভিনেশের বাদ পড়ার  খবরে অত্যন্ত দুঃখিত। তিনি জানিয়েছেন, ‘একটি ছোট ভুল সব আশা ভঙ্গ করে দিয়েছে।’
রেসলিং কোচ জবার সিং সোম বলেছেন যে ভিনেশ ফোগাট তার ওজন প্রায় ১৩ কেজি কমিয়েছিলেন। আর সে ৫০ কেজি বিভাগে খেলছিল। এমন পরিস্থিতিতে অনেক বেশি ওজন কমানো খেলোয়াড়দের ক্ষেত্রে এমনটা হয় যে রাতে কিছু খাওয়ার কারণে ওজন বাড়ে এবং কয়েক ঘণ্টার জন্যে কমেও না। ভিনেশের সঙ্গেও তেমন কিছু ঘটেনি। কারণ ভিনেশের ওজন ৫০ কেজির থেকে মাত্র কয়েক গ্রাম বেশি হয়ে গেছে।
রেসলিং কোচ জবার সিং সোম বলেছেন যে ভিনেশ ফোগাট তার ওজন প্রায় ১৩ কেজি কমিয়েছিলেন। আর সে ৫০ কেজি বিভাগে খেলছিল। এমন পরিস্থিতিতে অনেক বেশি ওজন কমানো খেলোয়াড়দের ক্ষেত্রে এমনটা হয় যে রাতে কিছু খাওয়ার কারণে ওজন বাড়ে এবং কয়েক ঘণ্টার জন্যে কমেও না। ভিনেশের সঙ্গেও তেমন কিছু ঘটেনি। কারণ ভিনেশের ওজন ৫০ কেজির থেকে মাত্র কয়েক গ্রাম বেশি হয়ে গেছে।
রেসলিং কোচ জবর সিং বলেছেন যে ভিনেশের ওজন ৫০ কেজির বেশি কয়েক গ্রাম আটকে গেছে। এ কারণে তাকে ডিসকোয়ালিফায়েড ঘোষণা করা হয়েছে। জবার সিং সোম বলেছেন যে একটি ছোট ভুলের কারণে কোটি কোটি ভারতীয় এই খবরে বজ্রাহত হয়েছেন। জবর সিং সোম বলেন, বিষয়টি তাই বিশেষ ভাবে ভেবে দেখার৷
রেসলিং কোচ জবর সিং বলেছেন যে ভিনেশের ওজন ৫০ কেজির বেশি কয়েক গ্রাম আটকে গেছে। এ কারণে তাকে ডিসকোয়ালিফায়েড ঘোষণা করা হয়েছে। জবার সিং সোম বলেছেন যে একটি ছোট ভুলের কারণে কোটি কোটি ভারতীয় এই খবরে বজ্রাহত হয়েছেন। জবর সিং সোম বলেন, বিষয়টি তাই বিশেষ ভাবে ভেবে দেখার৷
জবর সিং সোম বলেছিলেন যে তিনি ভিনেশ এবং তার লড়াই এবং জেদ খুব ভালভাবে জানেন। এবং তারা এটাও জানে যে ভিনেশ লড়াই করবে এবং আসন্ন চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্স দেবে, তবে এই মুহূর্তে প্যারিস অলিম্পিকে কিছুই হতে পারে না।
জবর সিং সোম বলেছিলেন যে তিনি ভিনেশ এবং তার লড়াই এবং জেদ খুব ভালভাবে জানেন। এবং তারা এটাও জানে যে ভিনেশ লড়াই করবে এবং আসন্ন চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্স দেবে, তবে এই মুহূর্তে প্যারিস অলিম্পিকে কিছুই হতে পারে না।
কারণ আইওসির নিয়ম খুবই কড়া। জবর সিং সোম বলেছেন যে এই ঘটনাটি সমস্ত রেসলিং খেলোয়াড়দের হতবাক করেছে। তিনি বলেছেন যে এই ওজন বৃদ্ধি বা ডিসকোয়ালিফায়েড হওয়ার ঘটনা তাঁর মনে থাকবে না,  তাঁর স্মৃতিতে এটিই হবে ভিনেশ ফোগট মহিলাদের কুস্তিতে  প্রথমবার অলিম্পিক্সের ফাইনালে উঠেছে৷
কারণ আইওসির নিয়ম খুবই কড়া। জবর সিং সোম বলেছেন যে এই ঘটনাটি সমস্ত রেসলিং খেলোয়াড়দের হতবাক করেছে। তিনি বলেছেন যে এই ওজন বৃদ্ধি বা ডিসকোয়ালিফায়েড হওয়ার ঘটনা তাঁর মনে থাকবে না,  তাঁর স্মৃতিতে এটিই হবে ভিনেশ ফোগট মহিলাদের কুস্তিতে  প্রথমবার অলিম্পিক্সের ফাইনালে উঠেছে৷