লাইফস্টাইল Parenting Tips: মোবাইলে সারাক্ষণ মুখ গুঁজে আপনার সন্তানটি? কী দেখছেন খেয়াল রাখছেন তো! ৪ উপায় ইউটিউবের দুনিয়া শিশুর জন্য থাকবে সুরক্ষিত Gallery October 18, 2024 Bangla Digital Desk বাড়ির খুদে সদস্যটিকে বকাবকি তো কম করলেন না! লাভের লাভ তো কিছুই হল না! তার বদলে চেষ্টা করুন, আপনার ইউটিউবের ফিডকে শিশুর উপযোগী করে তুলতে৷ মোবাইল না কেড়ে নিয়ে কী দেখবেন? আর কী দেখবেন না তা নির্ধারণ করে দিন৷ তার জন্য কয়েকটা মাত্র কৌশল শিখে নিন৷ প্রথমেই ইউটিউবের ‘ওয়াচ হিস্ট্রির দিকে খেয়াল করুন৷ সন্তান কী সার্চ করছে? তার দিকে লক্ষ রাখুন৷ ইউটিউবের সার্চ হিস্ট্রির একটা তালিকা তৈরি করুন৷ হয়তো এর মাধ্যমে আপনি সন্তানের পছন্দের বিষয়ও খুঁজে পেলেন৷ ইউটিউবে এমন অনেক ভিডিও আছে, যেগুলো আপনার খুদে সন্তানের দেখা উচিত নয়, এতে তার মনে খারাপ প্রভাব ফেলবে৷ তাই ‘জেনারেল’ অপশনটিতে ক্লিক করুন৷ এখানেই রয়েছে ‘রেস্ট্রিকটেড মোড’৷ সন্তানের নাগাল থেকে প্রাপ্তমনস্ক ভিডিও দূরে রাখতে সেই মোড চালু করে দিন৷ যে ভিডিওগুলো শিশুকে দেখাতে চান না, সেগুলোকে ‘নট ইন্টারেস্টেড’ সিলেক্ট করুন৷ অনেকটা ভিডিও এইরকম করলে ইউটিউবের অ্যালগরিদম নিজেই বুঝে যাবে আপনি কোন ভিডিও অপছন্দ করছেন, তখন সেগুলো আর ফিডে আসবে না৷ ‘ইউটিউব কিডস’ মোড অন করে দিন৷ এখানে শিশুর জন্য উপযোগী ভিডিওই সেই প্ল্যাটফর্মে আসবে৷ অনেক পড়াশোনা সংক্রান্ত ভিডিও সেখানে আসে৷ সেগুলো শিশুকে শেখান৷ শিশু ইউটিউব খুললে চলে যাবেন না৷ সেখানে কিছু ক্ষণ বসুন৷ দেখুন সে কী করছে? কী দেখছে? কী ধরনের ভিডিও তার জন্য উপযোগী, তাও শিখিয়ে দিন৷ একসঙ্গে দুজনে দেখুন৷ এতে শিশুটিরও তাতে আগ্রহ জন্মাবে৷ তবে সব কিছু থেকে শিশুকে আড়াল করবে না৷ তা হলে তাদের কৌতুহল আরও বাড়বে৷ মনে রাখবেন এই ইন্টারনেটের দুনিয়ায় কোনও কিছুই থেকেই আপনার সন্তানকে আড়াল করতে পারবে না৷ বরং কোন কনটেন্ট খারাপ, কেন খারাপ? সেই নিয়ে তার সঙ্গে খোলাখুলি আলোচনা করুন৷ এতে তার মনেও আর অহেতুক কৌতুহল জন্মাবে না৷