সুবীর দে, বরাহনগর: মহিলা সাংবাদিকের করা শ্লীলতাহানির অভিযোগের পরিপ্রেক্ষিতে সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে জামিন অযোগ্য দুটি ধারায় মামলা করল পুলিশ৷ এ দিনই সাসপেন্ডেড সিপিএম নেতাকে ডেকে পাঠিয়ে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে বরাহনগর থানার পুলিশ৷ আগামী বুধূবার দুপুর তিনটের সময় ফের তাঁকে থানায় তলব করা হয়েছে৷ যদিও অভিযুক্ত সিপিএম নেতার দাবি, তাঁর বিরুদ্ধে করা অভিযোগ পুরোটাই পরিকল্পিত৷
গতকাল ফেসবুক লাইভে এসে এক মহিলা সাংবাদিক অভিযোগ করেন, তন্ময় ভট্টাচার্যের বাড়িতে সাক্ষাৎকার নিতে গেলে সিপিএম নেতা তাঁর শ্লীলতাহানি করেন৷ ওই মহিলা সাংবাদিক অভিযোগ করেন, তন্ময় ভট্টাচার্য তাঁর কোলে বসে পড়েন৷ রাতেই ওই মহিলা সাংবাদিক বরাহনগর থানায় তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন৷ সেই অভিযোগের ভিত্তিতেই ভারতীয় ন্যায় সংহিতার ৭৪ এবং ৭৫ নম্বর ধারায় মামলা রুজু করে পুলিশ৷
আরও পড়ুন: আরজি করের পর এবার এসএসকেএম! বিস্ফোরক অভিযোগ, কারা পাঠাচ্ছে ‘এসব’?
পুলিশ তলব করার পর এ দিন বেলা দেড়টা নাগাদ বরাহনগর থানায় যান তন্ময় ভট্টাচার্য৷ পুলিশি জিজ্ঞাসাবাদের পর বাড়িতে ফিরে সাংবাদিকদের মুখোমুখি হন সিপিএম নেতা৷ পাল্টা চক্রান্তের অভিযোগ করে তিনি বলেন, আমার ওজন ৮৩ কেজি, ওই মহিলা সাংবাদিকের ওজন ৪০ কেজি৷ আমি যদি ওই মহিলা সাংবাদিকের কোলে বসে পড়ি তাহলে কি উনি সুস্থ থাকতেন? তন্ময় ভট্টাচার্য আরও বলেন, আমার সাক্ষাৎকার নেওয়ার পরে ওই মহিলা সাংবাদিকের সল্টলেকে যাওয়ার কথা ছিল অন্য একটি সাক্ষাৎকার নিতে৷ সেখান থেকে তিনি অফিসে ফিরে চ্যানেলের সম্পাদকের সঙ্গে আলোচনা করে রাতে পুলিশে অভিযোগ দায়ের করলেন৷ যিনি মানসিক ভাবে বিপর্যস্ত, তাঁর পক্ষে সারাদিন এতকিছু করা সম্ভব? শাস্তি পাওয়া সিপিএম নেতার অভিযোগ, কারও চাপে পড়েই অভিযোগ দায়ের করে থাকতে পারেন ওই মহিলা সাংবাদিক৷
তন্ময় ভট্টাচার্য জানিয়েছেন, বুধবার তিনি আবারও থানায় হাজিরা দেবেন৷ তদন্তেও সবরকম সহযোগিতা করবেন৷ গতকাল অভিযোগ ওঠার পরই তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ড করে সিপিএম৷ সেই প্রসঙ্গেও এ দিন কোনও মন্তব্য করতে চাননি সিপিএম নেতা৷ তন্ময় ভট্টাচার্য বলেন, আমি ওসি-কে বলেছি, আপনি সিআইডি-তে ছিলেন৷ উন্নত তদন্ত করতে পারবেন৷ হাতজোড় করে বলছি, আমি সত্যি বলছি না ওই মহিলা সাংবাদিকের অভিযোগ সত্যি, দয়া করে তা সঠিক তদন্ত করে দেখুন৷