পাহাড় জুড়ে বনধ

Darjeeling News: চা শ্রমিকদের ২০ শতাংশ বোনাসের দাবিতে পাহাড়জুড়ে ১২ ঘণ্টার ধর্মঘট… ভোগান্তি পর্যটকদের

দার্জিলিং: চা শ্রমিক সংগঠনের ডাকা ১২ ঘণ্টার পাহাড় বনধে ভোগান্তিতে পড়লেন পাহাড়ে ঘুরতে আসা পর্যটকেরা। ২০ শতাংশ বোনাসের দাবিতে সকাল থেকেই বন্ধ মিরিক পাহাড়। রোহিণী টোল গেটের সামনে বিক্ষোভ চা শ্রমিক সংগঠনের। বনধ ডেকেছে আটটি চা শ্রমিক সংগঠনের যৌথ মঞ্চ৷ বনধের সকল সমর্থনে এদিন সকাল থেকেই পথে নেমেছেন চা শ্রমিকেরা।

উত্তরবঙ্গ সফর সেরে কলকাতা ফিরছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  ও দিকে, ২০ শতাংশ বোনাসের দাবিতে চা শ্রমিক সংগঠনগুলি সোমবার সকাল থেকে পাহাড়ে ১২ ঘণ্টার বন্‌ধ ডেকেছে।  চা শ্রমিকদের আটটি সংগঠনের যৌথ মঞ্চের নেতৃত্বে  সকাল থেকে বন্‌ধের সমর্থনে রাস্তায় নেমেছেন চা শ্রমিকেরা।

আরও পড়ুন- ‘কেন্দ্র সামান্য সাহায্যটুকু করছে না’, পুজোর মুখেই ভাসছে বাংলা! উত্তরে ছুটলেন মমতা

এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,  “কিছু রাজনৈতিক দল রাজনীতি করার চেষ্টা করছে। পাহাড়ের বনধ ওদের বিষয়, ওরা দেখছে। আমি হস্তক্ষেপ করব না।” তিনি আরও বলেন, “ত্রিপাক্ষিক বৈঠক চলছে। তাই আমি হস্তক্ষেপ করব না।”

শ্রমিক সংগঠনের সদস্যদের পাশাপাশি চা শ্রমিকেরা রোহিনী টোলগেট, মিরিক, কার্শিয়াং এবং টুন সংলগ্ন এলাকায় পিকেটিং-এ শামিল হন। এদিকে বনধের জেরে রোহিনী টোলগেটের দুই প্রান্তে পর্যটকদের গাড়ির লাইন পড়ে যায়৷ চা সংগঠনের সদস্যদের কথায়, চা বাগান শ্রমিকদের সমস্যা পর্যটকদেরও জানা প্রয়োজন।