মোদির সঙ্গে সাক্ষাৎ করতে পারে ভারতীয় দল

Narendra Modi to meet Team India: দেশে ফিরেই মোদির সঙ্গে দেখা করতে পারে ভারতীয় দল, তবে না থাকার সম্ভাবনা তিনজনের

নয়াদিল্লি: দীর্ঘ ১৩ বছর পরে বিশ্বকাপ ঘরে তুলেছে ভারত, ১৭ বছর পরে টি১০ বিশ্বকাপ। বিশ্বকাপ জয়ের আনন্দে মেতেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। সকালেই তিনি এক্স হ্যান্ডলে জানান যে ভারতীয় দলের সঙ্গে তাঁর ফোনে কথা হয়েছে। এখন জানা যাচ্ছে যে ভারতীয় দলের সঙ্গে সাক্ষাৎও করতে পারেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: বিশ্বকাপ জয়ের পরেই বিরাট-রোহিতদের জন্য বড় অঙ্কের পুরস্কার ঘোষণা জয় শাহের

জানা গিয়েছে, ওয়েস্ট ইন্ডিজ থেকে ফিরলেই বিরাট-রোহিতদের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন মোদি। তবে বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সঙ্গে সাক্ষাৎ করার সময় সকলে থাকলেও না থাকার সম্ভাবনা রয়েছে তিন ক্রিকেটারের। সঞ্জু স্যামসন, যশস্বী জায়সওয়াল এবং শিবম দুবের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার সম্ভাবনা নেই। কারণ এই তিন ক্রিকেটার জিম্বাবোয়ে সফরে যাবেন, সেখানে ভারতের ৫টি টি২০ ম্যাচ খেলার কথা। সঞ্জু, যশস্বী এবং শিবমের মধ্যে অবশ্য শিবম ছাড়া কেউই বিশ্বকাপে সুযোগ পাননি। শিবম গোটা বিশ্বকাপে তেমন কিছু করতে না পারলেও ফাইনালে চাপের মধ্যে ১৬ বলে ২৭ রান করেন।

—- Polls module would be displayed here —-

আরও পড়ুন: বিশ্বকাপের পরেই অবসর নিলেন একাধিক তারকা, তালিকায় বিরাট-রোহিত ছাড়া আর কারা?

তবে বিশ্বকাপ জিতেই আন্তর্জাতিক টি২০ ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিশ্বকাপজয়ী দলের তিন সিনিয়র ক্রিকেটার বিরাট কোহলি, রোহিত শর্মা এবং রবীন্দ্র জাডেজা। তাই আগামী টি২০ বিশ্বকাপের জন্য একাধিক নতুন ক্রিকেটারদের দেখা যেতে পারে।