টি-২০ বিশ্বকাপের সেমি ফাইনালে ভারত, ‘ডু অর ডাই’ ম্যাচ বাংলাদেশ-পাকিস্তানের

#মেলবোর্ন: এবারের টি-২০ বিশ্বকাপ শুরু থেকেই ছিল অঘটনের। যা বজায় থাকল সুপার ১২ রাউন্ডের শেষ দিনে এসেও। একটি ম্যাচের ফলাফল পুরো অঙ্কটাই বদলে দিল গ্রুপ দুইয়ের। নেদারল্যান্ডসের বিরুদ্ধে মাস্ট উইন ম্যাচে যে দক্ষিণ আফ্রিকা হারবে তা অনেকেই কল্পনা করতে পারেনি। ভারত-জিম্বাবোয়ে ম্যাচও ছিল রোহিতদের কাছে ডু-অর-ডাই। আর পাকিস্তান ও বাংলাদেশ অপেক্ষায় ছিল কোনও অঘটনের।

রবিবার টি-২০ বিশ্বকাপের সকালটাও শুরু হল অঘটন দিয়েই। নেদারল্যান্ডসের বিরুদ্ধে প্রতিযোগিতার অন্যতম ফেভারিট দল দক্ষিণ আফ্রিকার হার গ্রুপ দুইয়ের অঙ্কটাই সোজা করে দিল। এদিন ডাচদের বিরুদ্ধে ১৩ রানে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে গেল প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকা জিতলে ভারতকে নিজেদের ম্যাচে জিততেই হত। প্রোটিয়ারা হারের ফলে ভারত বনাম জিম্বাবোয়ে ম্যাচ শুধু নিয়ম রক্ষার হয়ে থাকল। এক ম্যাচ না খেলেই সেমি ফাইানালে পৌছে গেল রোহিত শর্মা, বিরাট কোহলিরা। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে শুভেচ্ছাও জানানো হয়েছে দলকে।

অপরদিকে, অনেকেই ধরে নিয়েছিল দক্ষিণ আফ্রিকা ও ভারত অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে জিতবে ও বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ শুধু নিয়মকক্ষার হয়ে থাকবে। কিন্তু ডাচদের প্রোটিয়া বধে বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ পরিণত হল কোয়ার্টার ফাইনালে। কোনও অঙ্কের হিসেব নয়, যেই দল জিতবে তারা সরাসরি পৌছে যাবে শেষ চারে। ফলে বাবর-শাকিবদের লড়াই আলাদা মাত্রা পেল।

 

আরও পড়ুনঃ ঘুচল না চোকার্স তকমা, নেদারল্যান্ডসের কাছে হেরে টি-২০ বিশ্বকাপ থেকে বিদায় দক্ষিণ আফ্রিকার

 

প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকা বনাম নেদারল্যান্ডস ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৮ রান করে ডাচরা। ৪১ রান করেন কলিন অ্যাকারম্যান, ৩৭ রান করেন স্টিফান মাইবার্গ, ৩৫ করেন টম কুপার ও ২৯ করেন ম্যাক্স ও’ডাউড। রান তাড়া করতে নেমে ৮ উইকেটে ১৪৫ রানে থামে দঃ আফ্রিকা। সর্বোচ্চ ২৫ রান করেন রিলে রসু। ১৩ রানে ম্যাচ জেতে ডাচরা।