টিম ইন্ডিয়ার দ্বিতীয় 'যুবরাজ' কে হতে পারেন? জবাব দিলেন ছয় ছক্কার মালিক

Yuvraj Singh: টিম ইন্ডিয়ার দ্বিতীয় ‘যুবরাজ’ কে হতে পারেন? জবাব দিলেন ছয় ছক্কার মালিক

২০০৭ টি-২০ বিশ্বকাপে যুবরাজের সিংয়ের ব্যাট থেকে এসেছিল ছয় ছক্কা। ২০১১ বিশ্বকাপে সিরিজ সেরা হয়ে ভারতের বিশ্বজয়ে বড় ভূমিকা নিয়েছিলেন যুবি। কিন্তু যুবরাজের অবসরের পর সেই জায়গা এখনও পূরণ হয়নি।
২০০৭ টি-২০ বিশ্বকাপে যুবরাজের সিংয়ের ব্যাট থেকে এসেছিল ছয় ছক্কা। ২০১১ বিশ্বকাপে সিরিজ সেরা হয়ে ভারতের বিশ্বজয়ে বড় ভূমিকা নিয়েছিলেন যুবি। কিন্তু যুবরাজের অবসরের পর সেই জায়গা এখনও পূরণ হয়নি।
শনিবার রাজারহাট নিউটাউনে নিজের ক্রিকেট অ্যাকাডেমির উদ্বোধনে শহরে পা রেখেছিলেন যুবরাজ সিং। তারপর এক সাক্ষাৎকারে কোন ক্রিকেটারের মধ্যে নিজেকে দেখতে পান তা জানান যুবরাজ সিং।
শনিবার রাজারহাট নিউটাউনে নিজের ক্রিকেট অ্যাকাডেমির উদ্বোধনে শহরে পা রেখেছিলেন যুবরাজ সিং। তারপর এক সাক্ষাৎকারে কোন ক্রিকেটারের মধ্যে নিজেকে দেখতে পান তা জানান যুবরাজ সিং।
যুবরাজ সিং বলেন,"বর্তমান ক্রিকেটারদের মধ্যে আমার মনে হয় রিঙ্কু সিং আমার জায়গা নিতে পারে। ওর ব্যাটিং আমার ভালো লাগে। টি-২০ ক্রিকেটে নিজের দায়িত্ব বর্তমানে নিখুঁতভাবে পালন করছে।"
যুবরাজ সিং বলেন,”বর্তমান ক্রিকেটারদের মধ্যে আমার মনে হয় রিঙ্কু সিং আমার জায়গা নিতে পারে। ওর ব্যাটিং আমার ভালো লাগে। টি-২০ ক্রিকেটে নিজের দায়িত্ব বর্তমানে নিখুঁতভাবে পালন করছে।”
এছাড়াও যুবরাজ সিং বলেন,"রিঙ্কু সিং মাঝের ওভারেও দ্রুত রান করতে পারে। ওর এই জিনিসটা আমার খুব ভাল লাগে। আর পরিস্থিতি অনুযায়ী ইনিংস গড়ার ক্ষমতাও রয়েছে রিঙ্কুর। আমার মনে হয়ে রিঙ্কুকে ৩ ফর্ম্যাটেই খেলানো দরকার।"
এছাড়াও যুবরাজ সিং বলেন,”রিঙ্কু সিং মাঝের ওভারেও দ্রুত রান করতে পারে। ওর এই জিনিসটা আমার খুব ভাল লাগে। আর পরিস্থিতি অনুযায়ী ইনিংস গড়ার ক্ষমতাও রয়েছে রিঙ্কুর। আমার মনে হয়ে রিঙ্কুকে ৩ ফর্ম্যাটেই খেলানো দরকার।”
প্রসঙ্গত, এবার নতুন ভূমিকায় দেখা যাবে যুবরাজ সিংকে। নিজের হাতে গড়ে তুলবেন নতুন প্রজন্ম। কলকাতার  রাজারহাটের  মার্লিন রাইজ স্পোর্টস রিপাবলিকের ক্রিকেট উৎসাহীদের জন্য সেন্টার অফ এক্সিলেন্স এবং "হাই-পারফরম্যান্স সেন্টার" -এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুবরাজ সিং। যেখানে বিশিষ্ট কোচ, আধুনিক ক্রিকেটের সব অত্যাধুনিক ব্যবস্থা সহ থাকছে সবকিছু।
প্রসঙ্গত, এবার নতুন ভূমিকায় দেখা যাবে যুবরাজ সিংকে। নিজের হাতে গড়ে তুলবেন নতুন প্রজন্ম। কলকাতার রাজারহাটের মার্লিন রাইজ স্পোর্টস রিপাবলিকের ক্রিকেট উৎসাহীদের জন্য সেন্টার অফ এক্সিলেন্স এবং “হাই-পারফরম্যান্স সেন্টার” -এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুবরাজ সিং। যেখানে বিশিষ্ট কোচ, আধুনিক ক্রিকেটের সব অত্যাধুনিক ব্যবস্থা সহ থাকছে সবকিছু।