খেলা IND vs NZ: দ্বিতীয় টেস্টের আগে খারাপ খবর! আরও চাপ বাড়বে টিম ইন্ডিয়ার! জানুন বিস্তারিত Gallery October 21, 2024 Bangla Digital Desk শ্রীলঙ্কার বিরুদ্ধে চুনকাম হয়ে ভারত সফরে এসেছিল নিউজিল্যান্ড। বেঙ্গালরু টেস্ট শুরুর আগে অনেকে কল্পনাও করতে পারনে ম্যাচ হারবে ভারত। তারমধ্যে প্রথম ইনিংসে ৪৬ রানে অলআউট হওয়ার লজ্জার ‘ক্ষত’। সমস্যা প্রথম টেস্টের আগে থেকেই শুরু হয়েছিল। চোটের কারণে খেলতে পারেননি শুভমান গিল। তারপর ম্যাচ চলাকালীন চোট পান ঋষভ পন্থ। চোট নিয়ে ব্যাট করে ৯৯ রানের ইনিংস খেলেও দলের হার বাঁচাতে পারেননি পন্থ। ব্যাটিং করলেও চোট লাগার পর থেকে বেঙ্গালুরু টেস্ট আর কিপিং করতে দেখা যায়নি ঋষভ পন্থকে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরের টেস্টে পন্থ খেলবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। ভারত অধিনায়কের কথায় সেই সংশয় আরও বেড়েছে। রোহিত শর্মা বলেছেন,”কিপিং করতে হলে হাঁটু মুড়ে থাকতে হয়। তাই পরিস্থিতি যাই হোক না কেন, ওকে আমরা বিশ্রাম দিতেই চাইব। তার পর ১০০ শতাংশ তৈরি হয়ে ও মাঠে নামুক।” এছাড়াও রোহিত শর্মা বলেছেন,”সত্যি কথা বলতে গত এক-দেড় বছর ধরে ওর ওপর দিয়ে অনেক ঝড় বয়ে গিয়েছে। ফলে পন্থকে নিয়ে আমাদের শুধু সাবধান নয়, অতি সাবধান হতে হবে।” নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের পর অস্ট্রেলিয়া সফরে ৫ ম্য়াচের টেস্ট সিরিজ রয়েছে ভারতীয় দলের। গতবার অজি সফরে দরন্ত ব্যাটিং করেছিলেন পন্থ। অস্ট্রেলিয়া সফরের কথা ভেবেই বিশ্রাম দেওয়া হতে পারে পন্থকে।