প্রতীকী ছবি৷

Assam teenager assault: অসমে কিশোরীকে গণধর্ষণ, বিবস্ত্র অবস্থায় উদ্ধার! প্রতিবাদে পথে হাজার হাজর মহিলা

কলকাতা: আরজি কর কাণ্ডের মধ্যেই সামনে এসেছিল মহারাষ্ট্রের বদলাপুরে দুই শিশুর যৌন নির্যাতনের ঘটনা৷ এবার অসমের নওগাঁওতে টিউশন থেকে ফেরার পথে এক ১৪ বছর বয়সি কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠল৷ ঘটনাটি ঘটেছে নওগাঁওয়ের ঢিং এলাকায়৷

জানা গিয়েছে, দশম শ্রেণির ওই ছাত্রীকে অচৈতন্য অবস্থায় একটি পুকুর পাড়ে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা৷ ছ৷ত্রীর পাশেই পড়েছিল তার সাইকেল৷ এর পরই পুলিশে খবর দেওয়া হয়৷ পুলিশ এসে ওই ছাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে৷ জানা গিয়েছে, ছাত্রীর শারীরিক অবস্থা যথেষ্ট গুরুতর৷

আরও পড়ুন: বেজে চলেছে মোবাইলের অ্যালার্ম, দরজা ভাঙতেই শিউরে উঠলেন প্রতিবেশীরা! অশোকনগরে মর্মান্তিক কাণ্ড

প্রত্যক্ষদর্শীদের দাবি, টিউশন থেকে ফেরার সময় ওই ছাত্রীর উপর নির্যাতন চালানো হয়৷ প্রায় এক ঘণ্টা বিবস্ত্র অবস্থায় পড়েছিল সে৷ এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে ঢিং এলাকা৷ স্থানীয় বাসিন্দারা দোষীদের গ্রেফতার এবং কড়া শাস্তির দাবিতে পথ অবরোধ করেন৷ ছাত্র সংগঠন আসু এবং নাগরিক সংগঠনগুলির পক্ষ থেকে শুক্রবার ঢিংয়ে বনধেরও ডাক দেওয়া হয়৷ রাস্তায় নেমে ছাত্রীর উপরে নির্যাতনের প্রতিবাদ জানান হাজার হাজার মানুষ৷ ক্ষুব্ধ মহিলারা রাস্তা অবরোধও করেন৷

এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ৷ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এক্স হ্যান্ডেলে পোস্ট করে দোষীদের কাউকে ছাড়া হবে না বলে আশ্বাস দিয়েছেন৷ ঢিং যাওয়ার জন্য অসম পুলিশের ডিজি-কে নির্দেশ দিয়েছেন তিনি৷