এই সরীসৃপকে ঘিরেই ভয়

Crocodile: কুঁড়ে ঘরে বিশাল কুমির, দরজা খুলতেই চোখ ছানাবড়া! শেষ পর্যন্ত যা হল…

লখনউ: গ্রামের রাস্তায় কুমির দেখে আতঙ্ক ছড়াল উত্তরপ্রদেশে। ঘটনাটি উত্তরপ্রদেশের মাজরা হাহুর পূর্বা গ্রামের। গ্রাম পঞ্চায়েত কারসাউর এলাকার লখিমপুরের খেরি জেলার ঘটনা।

ঘটনাটি দেখে গোটা এলাকার মানুষ স্তম্ভিত হয়ে যান। ওই বন্যপ্রাণীটিকে একটি কুঁড়ে ঘরের পাশে দেখতে পাওয়া যায়। সঙ্গে সঙ্গেই প্রশাসন স্থানীয় বাসিন্দাদের সতর্ক করে দেন। এই ঘটনার একটি ভিডিও সামনে এসেছে। এই ভিডিওটে দেখা যাচ্ছে প্রায় তিন মিটার লম্বা এই কুমিরটি একটি কুঁড়ে ঘরের পাশে শুয়ে রয়েছে। ইতিমধ্যেই এই ভিডিও সমাজ মাধ্যমে রীতিমত ভাইরাল হয়েছে।

আরও পড়ুন: পর্যটকদের জন্য দারুণ খবর! পুজোয় পুরী যাওয়ার প্ল্যান?রেলের এই উদ্যোগে আপনি লাভবান

স্থানীয় বাসিন্দা সারদা প্রসাদ জানান, কিছুদিন আগেই এলাকায় বন্যার মতন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। বহু জায়গা প্লাবিত হয়েছিল, সেই সময়েই ওই কুমিরটি সারদা নদী থেকে গ্রামের পুকুরে চলে আসে। তিনি আরও জানান এর আগে ওই কুমিরটি বেশ কয়েকটি কুকুরকে আক্রমণ করেছিল এরফলেও গ্রামবাসীদের মনে আতঙ্ক ছড়ায়।

কিন্তু, কুমিরটির উপস্থিতি টের পাওয়ার পরেই গ্রামবাসীরা সতর্ক হয়ে যান। তাঁরা আওয়াজ করে কুমিরটিকে তাড়ানোর চেষ্টা করেন। ফলে কুমিরটি রাস্তা থেকে আবারও সোজা পুকুরে নেমে যায়। এই প্রসঙ্গে ওই পুকুরেরই পাশে বসবাসকারী সারদা প্রসাদ জানান, তিনি নিজের মহিষ এবং অন্যান্য গৃহপালিত পশু নিয়ে চিন্তিত।
মনে করা হচ্ছে ওই কুমিরটি ওই কুঁড়ে ঘরের পাশে এসেছে কারণ ওই কুঁড়ে ঘরের পাশেই বেশ কয়েকটি গরু এবং মহিষ বাঁধা ছিল। সেই গন্ধ শুঁকেই কুমিরটি সেখানে হাজির হয়েছে। ইতিমধ্যেই বন দফতর হাজির হয়ে কুমিরটিকে উদ্ধার করার প্রক্রিয়া শুরু করেছে।