বেড়েছে তিস্তায় জল

Jalpaiguri News: টানা বর্ষণে ফুঁসছে তিস্তা! অসুরক্ষিত এলাকায় জারি চূড়ান্ত সতর্কতা! তটস্থ স্থানীয় বাসিন্দারা

জলপাইগুড়ি: ঘূর্ণাবর্তের জেরে ভারী বৃষ্টিতে লাল-হলুদ সতর্কতার বিপদে সিঁদুরে মেঘ দেখছে সেখানে স্থানীয় মানুষ । এক নাগাড়ে হয়ে চলা ভারী বৃষ্টিতে পুনরায় বিধ্বস্ত উত্তরবঙ্গের জলপাইগুড়ির জনজীবন! শরতের আগমনীতেও বর্ষার ছোবলে কপালে ভাঁজ তিস্তা পাড়ের বাসিন্দাদের।
প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই সতর্কতা মূলক প্রচার শুরু হয়েছে , ধস এবং  প্লাবন পরিস্থিতিতে, বিধ্বস্ত জনজীবন!

দোহমনী অসুরক্ষিত এলাকায় লাল সঙ্কেত জারি হয়েছে।  সুরক্ষিত এলাকাতেও হলুদ সঙ্কেত জারি হয়েছে।  সিকিম সহ উত্তরের সমতলে চলছে লাগাতার বর্ষণ, দ্রুত গতিতে বাড়ছে তিস্তা নদীর জলস্তর। এরই মধ্যে দফায় দফায় গাজলডোবা তিস্তা ব্যারাজ থেকে ছাড়তে হচ্ছে জল। বর্ষার রেশ কাটতে না কাটলেও নিম্নচাপের জেরে অকাল বর্ষণে তিস্তা নদীর পাড়ের জনপদে চরম দুর্ভোগ।

আরও পড়ুন: তালের বড়া,তালের ক্ষীর! মিড ডে মিলের মেনুতে তালের নানা পদ! খুশির হাওয়া পড়ুয়াদের

প্রশাসনের পক্ষ থেকে টাকিমারি, মালবাজর সাব ডিভিশনের বিভিন্ন এলাকা সহ জলপাইগুড়ি পৌরসভার দুই, এবং তিন নম্বর ওয়ার্ডের তিস্তা পাড়ের মানুষজনকে সতর্ক করতে চলছে মাইকে প্রচার। সূত্র জানা যায়, জলপাইগুড়ি সদর ব্লকের বোয়াল মারি, নন্দনপুর গ্রামে জলমগ্ন মানুষের খোঁজ খবর নিতে পৌঁছে যান সদর মহকুমা শাসক সহ অন্যান্য আধিকারিকেরাও। অপরদিকে, পাহাড়ে ভারী বৃষ্টির জেরে ডুয়ার্সের বিভিন্ন নদী সহ পাহাড়ী ঝোরা গুলোতে বইছে জলের স্রোত। আশঙ্কা রয়েছে হড়পা বানের।

আরও পড়ুন:শিলিগুড়ির বিধান মার্কেটে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক দোকান, দমকল নিয়ে অভিযোগ

লাগাতার বৃষ্টির কারণে শুক্রবার রাত থেকে শিলিগুড়ি থেকে কালিম্পং যাবার পথের তিস্তাখোলা এলাকায় নদীর জল উঠে আসে রাস্তায়, থমকে যায় গাড়ি চলাচল। প্রাকৃতিক দূর্যোগ চলছে জলপাইগুড়ি সহ উত্তরের জেলা গুলিতে, গত চব্বিশ ঘণ্টায় বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের পরিমাণ। জলপাইগুড়িতে বৃষ্টি হয়েছে-  ১৬৩.৭০, মিলিমিটার, আলিপুরদুয়ারে বৃষ্টি হয়েছে- ,১৫৬.২০, কুচবিহারে বৃষ্টি হয়েছে- ৫৩.৭০, শিলিগুড়ি বৃষ্টি হয়েছে- ২৪০.০০ মিলিমিটার, মালবাজারে বৃষ্টি হয়েছে- ২৪৪.৯০,  হাসিমারাতে বৃষ্টি হয়েছে- ১৮৮.৬০, বানারহাটে বৃষ্টি হয়েছে- ২৬০.০০, মাথাভাঙ্গা বৃষ্টি হয়েছে- ৯১.৮০, তুফানগঞ্জ বৃষ্টি হয়েছে-৩৫.৪০, ময়নাগুড়ি বৃষ্টি হয়েছে- ১৬০.০০ মিলিমিটার।

সুরজিৎ দে