বেহালার ‘ডায়পার কোহলি’কে দেখে এবার বিস্মিত তেলেঙ্গানার মন্ত্রী

#হায়দরাবাদ: ফের একবার খবরে শেখ শাহিদ, বেহালার বিস্ময় প্রতিভাকে দেখে এবার বিস্মিত তেলেঙ্গানার মন্ত্রী কেটি রামা রাও, ওরফে কেটিআর৷

বেহালার মুচিপাড়া এলাকার শাহিদ বছর দুয়েক আগে ভাইরাল হয়েছিল তার অবিশ্বাস্য ক্রিকেটীয় দক্ষতায়৷ তখন তার বয়স ছিল মাত্র তিন বছর৷ ড্রাইভ থেকে স্টেপ-আউট, যে কোনও শটই শাহিদ নিতে পারে অবলীলায়, তার সহজাত দক্ষতায় নিখুঁত ফুটওয়ার্ক ছিল চমকে দেওয়ার মতো৷

শাহিদে মজে ট্যুইট করেছিলেন কেভিন পিটারসন ও জ্যাক কালিসের মতো বাইশ গজের প্রাক্তন মহারথীরা৷ এমনকী ভারত অধিনায়ক বিরাট কোহলিও খুদে শাহিদকে দেখে বলেছিল, “অবিশ্বাস্য প্রতিভা”৷ তখন থেকেই শাহিদকে কেউ ‘ওয়ান্ডার বয়’, আবার কেউ ‘ডায়পার কোহলি’ বলে ডাকত৷

এবার শাহিদের ভিডিও চোখে পড়ল তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাওয়ের ছেলের৷ কেটিআর ট্যুইটারে লিখলেন, “অসাধারণ ট্যালেন্ট, ভিভিএস লক্ষ্মণ ও হর্ষ ভোগলে তোমরা কী বলো?

অত্যন্ত অভাবী পরিবারের ছেলে শাহিদ৷ প্রাক্তন ক্রিকেটার সম্বরণ বন্দ্যোপাধ্যায় একটি অলঙ্কার বিপণির মারফত শাহিদের পুরো দায়িত্ব নেওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন৷