পোলিওর মতোই করোনা মুক্ত করে ভারতকে গর্বিত করব আমরা: বিগ বি

#নয়াদিল্লি: দেশ জুড়ে শুরু হয়েছে করোনা টিকাকরণের মহাযজ্ঞ৷ বিশ্বের মধ্যে সবচেয়ে বড় টিকাদান কর্মসূচি রবিবার দ্বিতীয় দিনে পা দিল৷ এদিন মোট ৬টি রাজ্যে ১৭ হাজার ৭২ জনকে টিকা দেওয়া হয়েছে৷ রবিবার, ছুটির দিন বলেই সংখ্যাটা গতকালের থেকে কম৷ প্রথম দিনে মোট ২ লক্ষ ২৪ হাজার ৩০১ জনকে টিকা দেওয়া হয়েছিল৷

টিকাদান কর্মসূচির নিরীখে এটি বিশ্ব রেকর্ড৷ সংখ্যাটা আমেরিকা, ব্রিটেন এবং ফ্রান্সের থেকেও বেশি৷ এমনই পরিসংখ্যান স্বাস্থ্য মন্ত্রকের৷ করোনা যুদ্ধে ভারত দৃড় সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিয়ে এগিয়েই চলেছে রোজ৷

এবার দেশকে করোনা মুক্ত করার অঙ্গীকার করলেন মেগাস্টার অমিতাভ বচ্চন৷ এদিন ট্যুইট করে তিনি বললেন, “অতীতে আমরা ভারতকে পোলিও মুক্ত করেছিলাম৷ অত্যন্ত গর্বের মুহূর্ত ছিল ওটা৷ এবার আমরা দেশকে করোনা মুক্ত করে ফের গর্বিত করব৷” বিগ-বি-র ট্যুইট স্বাস্থ্য মন্ত্রক আবার পোস্ট করেছে নিজেদের ট্যুইটার হ্যান্ডেলে৷

 

দেশের মোট ৩০০৬ কেন্দ্রে টিকাকরণের কাজ হচ্ছে। প্রত্যেক কেন্দ্রে ১০০ জনকে করোনার টিকা দেওয়া হচ্ছে৷ প্রথম পর্যায়ে সারা দেশের ৩ কোটি মানুষকে টিকা দেওয়া হবে৷ অবশ্যই তাঁরা স্বাস্থ্যকর্মী ও ফ্রন্টলাইন কর্মী৷ দ্বিতীয় দফায় ৩০ কোটি মানুষকে টিকা দেওয়া হবে৷ ধীরে ধীরে দেশের সব মানুষকেই টিকা দেওয়া হবে৷