এই জায়গাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয় ওই খুদে পড়ুয়া৷

Purba Medinipur news: খেলতে গিয়েছিল দশ বছরের শিশু, মাঠের পাশে ওৎ পেতে ছিল বিপদ! মহিষাদলে মর্মান্তিক ঘটনা

মহিষাদল: বিকেলবেলা বাড়ির পাশেই খেলতে গিয়েছিল দশ বছরের পড়ুয়া৷ কিন্তু খেলতে গিয়ে যে ছেলে আর বাড়ি ফিরবে না, দুঃস্বপ্নেও তা ভাবতে পারেননি ওই পড়ুয়ার পরিবারের সদস্যরা৷ খেলার সময় বল খুঁজতে গিয়ে হুকিং করা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল চতুর্থ শ্রেণির ওই ছাত্রের৷

শুক্রবার বিকেলে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরের মহিষাদলে৷ এই ঘটনায় প্রবল ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা৷ অভিযোগ, বেআইনি ভাবে হুকিং করে স্থানীয় মাছের ভেড়িতে বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়েছিল৷ সেই তারের সংস্পর্শে এসেই মৃত্যু হয় ওই পড়ুয়ার৷

আরও পড়ুন: হস্টেলে উদ্ধার ব্যাট-লাঠি, মুছে ফেলা হয় সিসিটিভি ফুটেজ! বউবাজার গণপিটুনি কাণ্ডে ধৃত ১৪

জানা গিয়েছে, নিহত ওই শিশুর নাম শুভম রানা৷ মহিষাদলের রবীন্দ্র শিশু বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির পড়ুয়া ছিল শুভম৷ আজ শনিবার তার স্কুলের পরীক্ষা ছিল৷ তাই শুক্রবার সকাল থেকেই বাড়িতে পড়াশোনা করছিল সে৷ বিকেলে বন্ধুদের সঙ্গে খেলতে বাড়ির পাশের মাঠে যায় শুভম৷ তখনই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা৷

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, খেলতে খেলতেই বল মাঠের বাইরে চলে যাওয়ায় শুভম এবং আরও দুটি শিশু তা খুঁজতে যায়৷ তখনই হুকিং করা ওই বিদ্যুতের তার জড়িয়ে যায় শুভমের পায়ে৷ সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লুটিয়ে পড়ে সে৷ একেবারে নীচ দিয়ে বিপজ্জনক ভাবে ওই তার নিয়ে যাওয়া হয়েছিল বলেই শুভম সেটির সংস্পর্শে চলে আসে৷ ওই শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷

এই ঘটনায় একদিকে যেমন এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, সেরকমই ক্ষোভে ফুটছেন এলাকার বাসিন্দারা৷ বিপজ্জনক ভাবে বিদ্যুতের তার নিয়ে যাওয়া হলেও কেন বিদ্যুৎ দফতর অথবা প্রশাসনের কারও চোখে পড়ল না, তা নিয়েই প্রশ্ন তুলেছেন এলাকার বাসিন্দারা৷ ছোট্ট শুভমের এমন মর্মান্তিক পরিণতিতে বাকরুদ্ধ তাঁর বাবা-মা৷