ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আগে মোতায়েন এনডিআরএফ 

আসছে রিমল! ঘূর্ণিঝড়ের বিপদ ঠেকাতে জেলায় বিপর্যয় মোকাবিলা দল

হাওড়া: আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়’ রিমল ‘! রীতিমতো আতঙ্কে রয়েছে জেলার সাধারণ মানুষ। আবারও কি আমফান বা ইয়াসের মতো ধ্বংসাত্মক প্রভাব ফেলবে ‘ রিমল ‘!

ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আগে আতঙ্কের ছাপ লক্ষ্য করা যাচ্ছে মানুষের মধ্যে। যদিও সর্বতভাবে সতর্ক প্রশাসন। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার দুপুরের পর থেকেই প্রভাব পড়তে শুরু করবে ঘূর্ণিঝড় রিমল।

হাওড়া, হুগলি, দুই চব্বিশ পরগনা ,দুই মেদিনীপুর সহ উপকূলবর্তী বেশ কয়েকটি জেলায় এর ফলে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা আবহাওয়া দফতরের।

আরও পড়ুন- বিদ্রোহী কবিকে শ্রদ্ধা জানাতে বড় উদ্যোগ রেলের! জন্মভিটেতে শুরু হয়েছে বড় উৎসব

রবিবার সকাল থেকে আকাশ কালো মেঘে ঢেকে রয়েছে, মাঝে মধ্যেই ঝরছে হালকা বৃষ্টি, একই সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। এমন মুহূর্ত জেলার মানুষকে মনে করিয়ে দেয়, আমফান ও ইয়াসের স্মৃতি।

শহরে হাওড়া পুরসভার তরফ থেকে কন্ট্রোল রুম হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। ক্ষতির আশঙ্কা সব থেকে বেশি নদী তীরবর্তী এলাকায়। সেই দিক থেকে হাওড়া জেলার শ্যামপুর গাদিয়াড়া নদী লাগোয়া এলাকায় বিশেষ নজর থাকছে প্রশাসনের।

হাওড়ায় প্রশাসনিক তৎপরতা শুরু হয়ে গিয়েছে। হাওড়ার শ্যামপুর এক ও দুই নম্বর ব্লক ইয়সের প্রভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই ক্ষতি পূরণ করার পর কয়েক বছরের মধ্যেই আবার ঘূর্ণিঝড় রিমল আছড়ে পড়তে পারে হাওড়ার উপকূলবর্তী এলাকায়।

প্রশাসনিক তৎপরতা তুঙ্গে, মোতায়েন রাখা হয়েছে এন ডি আর এফ। ইতিমধ্যেই নদী তীরবর্তী এলাকা পরিদর্শন করে গিয়েছেন ব্লক প্রশাসনের কর্তারা। হাওড়া জেলার বিভিন্ন প্রান্তের সঙ্গে দুই ব্লকে চলছে সতর্কতার মাইকিং।

আরও পড়ুন- ঘূর্ণিঝড় রিমল-এর জের, দিঘার সব হোটেল বুকিং-এ নিয়ম বদল

মৎস্যজীবীদের নদীতে নামতে নিষেধ করা হয়েছে বলে জানা গিয়েছে দুই ব্লক প্রশাসন সূত্রে। মানুষকে নিরাপদে রাখতে প্রস্তুত রাখা হয়েছে ত্রাণ শিবির।রিমল ঘূর্ণিঝড় এর কারণে হুগলি নদী জলপথ পরিবহনের তরফে রবিবার এবং সোমবার ফেরি পরিষেবা বন্ধ থাকার নির্দেশিকা জারি হয়েছে।

রাকেশ মাইতি