ভয়ঙ্কর জঙ্গি সংগঠনের হুমকি, বিশ্বকাপের আগেই কেলেঙ্কারি! ভারত-পাক ম্যাচে আতঙ্ক

নয়াদিল্লি: ভারত-পাকিস্তান ম্যাচে জঙ্গি হামলার আশঙ্কা! টি-২০ বিশ্বকাপে তা হলে কি হাইভোল্টেজ ম্যাচ বাতিল হবে!

আগামী মাসে নিউ ইয়র্কে ভারত-পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ। সেই ম্যাচে হামলার হুমকি দিয়েছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। এই হুমকির পরিপ্রেক্ষিতে নিউ ইয়র্কের কর্মকর্তারা বুধবার বলেছেন, তাঁরা নিরাপত্তা বাড়াবেন।

নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হচুল বলেছেন, তিনি রাজ্য পুলিশকে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর নির্দেশ দিয়েছেন। পুলিশ কর্মীদের উপস্থিতি বাড়ানো হবে। শহরের চারপাশে নজরদারি বাড়ানো হবে। তথ্য যাচাই প্রক্রিয়া জোরদার করা। উল্লেখ্য, ম্যাচটি অনুষ্ঠিত হবে নিউইয়র্ক সিটির সীমান্তবর্তী নাসাউ কাউন্টিতে।

আরও পড়ুন- বিশ্বকাপের লড়াইয়ে নেমে পড়ল ভারত, প্রথম ভিডিও! বিরাট কোহলি এখনও নেই!

কাউন্টি চিফ ব্রুস ব্লেকম্যান বলেছেন, আমরা নিশ্চিত করছি শহরে আসা প্রত্যেকের উপর নজদারি চালানে হবে। আমরা আগে থেকেই অনেক সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছি। তিনি আরও বলেন, আমরা প্রতিটি হুমকিকে গুরুত্ব সহকারে নিই। প্রতিটি হুমকির জন্য একই প্রক্রিয়া চলে আমাদের নিরাপত্তা ব্যবস্থায়।

আইএস ব্রিটিশ চ্যাট সাইটে নাসাউ কাউন্টির আইজেনহাওয়ার পার্কে অবস্থিত ক্রিকেট স্টেডিয়ামের একটি ছবি পোস্ট করেছিল, তার উপর দিয়ে ড্রোন উড়ছিল, যেখানে ৯/০৬/২০২৪ তারিখ দেখানো হয়েছিল, ওই দিন ভারতের তারিখ।

এই হুমকি মোটেও হালকাভাবে নিচ্ছে না নিউ ইয়র্কের প্রশাসন। ফলে বিশ্বকাপ শুরুর আগে থেকেই নিরাপত্তা বাডা়নো হয়েছে। ২ জুন থেকে বিশ্বকাপ শুরু। তার আগে থেকেই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে নিউ ইয়র্ক শহর।

আরও পড়ুন- কেকেআর পরেরবার এই ক্রিকেটারকে দলে রাখবেই! কী সেই নাম! রয়েছে বড় চমক

এবারই প্রথম বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে আমেরিকা। তাদের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ যৌথভাবে আয়োজনের দায়িত্ব পেয়েছে। ফলে আমেরিকায় কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না।