Tag Archives: india pakistan match

আর ২ দিন পরই বিশ্বকাপ শুরু! পাকিস্তানের বিরুদ্ধে ভারতের টিম কেমন হবে? দেখে নিন

কলকাতা: নিউইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ৯ জুন ভারত ও পাকিস্তানের মধ্যে T20 বিশ্বকাপ ২০২৪-এর ম্যাচ অনুষ্ঠিত হবে। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে বারবার হারিয়েছে ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ও পাকিস্তানের মধ্যে এখন পর্যন্ত মোট ৭টি ম্যাচ হয়েছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ৭টি ম্যাচের মধ্যে ৬টিতেই জিতেছে ভারত। পাকিস্তান মাত্র একটি ম্যাচ জিতেছে। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে সপ্তম জয় নথিভুক্ত করাই হবে রোহিতের দলের লক্ষ্য। একনজরে দেখে নেওয়া যাক পাকিস্তানের বিরুদ্ধে এই দুর্দান্ত ম্যাচে ভারত কেমন দল মাঠে নামবে!

আরও পড়ুন- সৌরভের মারাত্মক পোস্ট! টার্গেট কি গম্ভীর? ভারতের কোচ নিয়ে দাদার বড় বার্তা

পাকিস্তানের বিরুদ্ধে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের এই দুর্দান্ত ম্যাচে অধিনায়ক রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়ালের জুটি ওপেন করতে মাঠে নামতে পারে।

রোহিত শর্মা সেট হয়ে গেলে যে কোনো দলের বোলিং আক্রমণকে ধ্বংস  করে দিতে পারেন। যশস্বী জয়সওয়াল প্রথম বল থেকেই আক্রমণের জন্য পরিচিত। রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়াল দুজনেই ঝড়ো ব্যাটিংয়ে জন্য পরিচিত। মাত্র কয়েক বলে ম্যাচের গতিপথ বদলে দিতে পারেন এই দুই ভারতীয় ব্যাটার।

টিম ইন্ডিয়ার আরেক গুরুত্বপূর্ণ ব্যাটার বিরাট কোহলি। দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি। আইপিএল ২০২৪-এ বিরাট কোহলি ৭৪১ রান করেছেন। ব্যাটিং হোক বা ফিল্ডিং, মাঠে বিরাট কোহলির উপস্থিতি বরাবর বিপক্ষ দলকে চাপে রাখে।

পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে বিরাট কোহলি ৩ নম্বরে ব্যাট করতে পারেন। পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপে বিরাট কোহলির রেকর্ড বরাবরই দুর্দান্ত। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের এই দুর্দান্ত ম্যাচে পাকিস্তানের মাথা ব্য়থার কারণ হতে পারেন বিরাট কোহলি।

আরও পড়ুন- ভয়ঙ্কর জঙ্গি সংগঠনের হুমকি, বিশ্বকাপের আগেই কেলেঙ্কারি! ভারত-পাক ম্যাচে আতঙ্ক

পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের প্লেয়িং ইলেভেন হতে পারে যেমন:

রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ, মহাম্মদ সিরাজ, আরশদীপ সিং।

ভয়ঙ্কর জঙ্গি সংগঠনের হুমকি, বিশ্বকাপের আগেই কেলেঙ্কারি! ভারত-পাক ম্যাচে আতঙ্ক

নয়াদিল্লি: ভারত-পাকিস্তান ম্যাচে জঙ্গি হামলার আশঙ্কা! টি-২০ বিশ্বকাপে তা হলে কি হাইভোল্টেজ ম্যাচ বাতিল হবে!

আগামী মাসে নিউ ইয়র্কে ভারত-পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ। সেই ম্যাচে হামলার হুমকি দিয়েছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। এই হুমকির পরিপ্রেক্ষিতে নিউ ইয়র্কের কর্মকর্তারা বুধবার বলেছেন, তাঁরা নিরাপত্তা বাড়াবেন।

নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হচুল বলেছেন, তিনি রাজ্য পুলিশকে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর নির্দেশ দিয়েছেন। পুলিশ কর্মীদের উপস্থিতি বাড়ানো হবে। শহরের চারপাশে নজরদারি বাড়ানো হবে। তথ্য যাচাই প্রক্রিয়া জোরদার করা। উল্লেখ্য, ম্যাচটি অনুষ্ঠিত হবে নিউইয়র্ক সিটির সীমান্তবর্তী নাসাউ কাউন্টিতে।

আরও পড়ুন- বিশ্বকাপের লড়াইয়ে নেমে পড়ল ভারত, প্রথম ভিডিও! বিরাট কোহলি এখনও নেই!

কাউন্টি চিফ ব্রুস ব্লেকম্যান বলেছেন, আমরা নিশ্চিত করছি শহরে আসা প্রত্যেকের উপর নজদারি চালানে হবে। আমরা আগে থেকেই অনেক সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছি। তিনি আরও বলেন, আমরা প্রতিটি হুমকিকে গুরুত্ব সহকারে নিই। প্রতিটি হুমকির জন্য একই প্রক্রিয়া চলে আমাদের নিরাপত্তা ব্যবস্থায়।

আইএস ব্রিটিশ চ্যাট সাইটে নাসাউ কাউন্টির আইজেনহাওয়ার পার্কে অবস্থিত ক্রিকেট স্টেডিয়ামের একটি ছবি পোস্ট করেছিল, তার উপর দিয়ে ড্রোন উড়ছিল, যেখানে ৯/০৬/২০২৪ তারিখ দেখানো হয়েছিল, ওই দিন ভারতের তারিখ।

এই হুমকি মোটেও হালকাভাবে নিচ্ছে না নিউ ইয়র্কের প্রশাসন। ফলে বিশ্বকাপ শুরুর আগে থেকেই নিরাপত্তা বাডা়নো হয়েছে। ২ জুন থেকে বিশ্বকাপ শুরু। তার আগে থেকেই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে নিউ ইয়র্ক শহর।

আরও পড়ুন- কেকেআর পরেরবার এই ক্রিকেটারকে দলে রাখবেই! কী সেই নাম! রয়েছে বড় চমক

এবারই প্রথম বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে আমেরিকা। তাদের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ যৌথভাবে আয়োজনের দায়িত্ব পেয়েছে। ফলে আমেরিকায় কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না।

বালির উপর কোহলির অসাধারণ ছবি, পাকিস্তানে বাবরের থেকেও জনপ্রিয় বিরাট!

#করাচি: পাকিস্তানিরা তা হলে মেনে নিল, বিরাট কোহলি সর্বকালের অন্যতম সেরা ব্যাটার! বাবর আজমের সঙ্গে তাঁরা তা হলে আ বিরাট কোহলির তুলনা করবেন না! কারণ এবার খোদ পাকিস্তানে বিরাট কোহলির একটি ছবি নিয়ে ব্যাপক হইচই পড়ে গেল।

বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। তিন বছরেরও বেশি সময় ধরে ফর্মে ফেরার জন্য লড়াই করছিলেন তিনি। বারবার ছোট্ট ভুেল আউট হচ্ছিলেন। কিছুতেই রান পাচ্ছিলেন না।

আরও পড়ুন- ডার্বি আবার সবুজ মেরুন, নায়ক হুগো, মনবীর ! টানা সপ্তম ডার্বি হার ইস্টবেঙ্গলের

শেষ পর্যন্ত এশিয়া কাপে সেঞ্চুরি করার পরে ফর্মে ফিরে আসেন কোহলি। তার পর থেকে আর তাঁকে ঠেকানো যাচ্ছে না। ধারাবাহিকভাবে পারফর্ম করে চলেছেন কোহলি। টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলের প্রথম ম্যাচে কোহলি কার্যত একা হাতে পাকিস্তানকে হারিয়েছিলেন।

এবার বিরাট কোহলির এক ভক্ত বালুচিস্তানে বালির উপর প্রিয় তারকার ছবি আঁকলেন। প্রিয় ক্রিকেটারের প্রতি তাঁর ভালবাসা দেখএ সবাই অবাক। সেই ছবি ভাইরাল হচ্ছে। অনেকে আবার মজা করে বলছেন, পাকিস্তানিরা তা হলে কোহলিকে সেরা বলে মেনে নিল!

আরও পড়ুন- আক্রমণ পাল্টা আক্রমণ জমে উঠেছে কলকাতা ডার্বি, প্রথমার্ধ গোল-শূন্য

টুইটারে একটি ভিডিও শেয়ার করে ফাজিলা বালোচ নামে একজন লিখেছেন, “গাদানি, বেলুচিস্তানের শিল্পী আমাদের সময়ের সেরা ক্রিকেটারের প্রতি তাঁর ভালবাসা দেখালেন। বালিতে শিল্পীর এই ছবি সবাইকে অবাক করে দিল।”

২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে কোহলির ব্যাট থেকে প্রচুর রান আসছে। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে কোহলি অপরাজিত ৮২ রান করেন। টিম ইন্ডিয়াকে প্রায় একার হাতেই দুর্দান্ত জয় এনে দেন। এর পর দ্বিতীয় ম্যাচেও নেদারল্যান্ডসের বিরুদ্ধে দুর্দান্ত হাফ সেঞ্চুরি করেন কোহলি।

অন্যদিকে, ভারতের কাছে হারের পর জিম্বাবোয়ের কাছেও এক রানে হেরেছে পাকিস্তান। টানা দুটি পরাজয়ের পর পাকিস্তান দলের সমালোচনা হচ্ছে চারপাশে।