পিসিআর টেস্ট কিটেই ছিল গলদ ! তিনি করোনা পজিটিভ নয়, জানালেন মেগাস্টার চিরঞ্জীবী

#হায়দরাবাদ:  নোভেল করোনাভাইরাসে আক্রান্ত অভিনেতা চিরঞ্জীবী ৷ এই খবর ছড়িয়ে পড়তেই হইচই পড়ে গিয়েছিল ৷ কিন্তু কয়েকদিন যেতে না যেতেই অভিনেতা নিজেই জানালেন, তিনি করোনা নেগেটিভ ৷ তাঁর করোনা পরীক্ষার জন্য পিসিআর-কিটেই গলদ ছিল ৷ যার জেরেই প্রথমে ভুল আসে রিপোর্ট ৷

নতুন ছবির শ্যুটিং শুরু করার আগে নিয়ম মেনে কোভিড পরীক্ষা করিয়েছিলেন তিনি। সোমবার সকালে তাঁর রিপোর্ট পজিটিভ আসে। কিন্তু তারপর তিন দিন যেতে না যেতেই নিজের আসল রিপোর্ট হাতে পেলেন চিরঞ্জীবী ৷ বৃহস্পতিবার ট্যুইট করে তিনি জানান, তাঁর পিসিআর টেস্ট কিটই ঠিকঠাক ছিল না ৷ তিনি সুস্থ রয়েছেন ৷ করোনার রিপোর্ট নেগেটিভও ৷ তিনবার আলাদা আলাদা পরীক্ষা করানোর পরেই তিনি যে কোভিডে আক্রান্ত নন, সে ব্যাপারে নিশ্চিত হন চিরঞ্জীবী ৷

চিরঞ্জীবী করোনা আক্রান্ত হওয়ার খবর শুনে মাথায় হাত পড়ে গিয়েছিল পরিচালক-প্রযোজকদের ৷ এই মুহূর্তে তাঁর ‘আচার্য্য’ ছবির শ্যুটিং চলছে ৷ ছবিতে চিরঞ্জীবী ডাবল রোলে অভিনয় করছেন বলে জানা গিয়েছে। শুরুতে চিরঞ্জীবীর বিপরীতে অভিনেত্রী তৃষার এই ছবিতে অভিনয় করার কথা ছিল। কিন্তু মার্চ মাসে আচমকাই ছবি থেকে নিজেকে সরিয়ে নেন তিনি। তার পর কাজল আগরওয়ালকে প্রস্তাব দেওয়া হয়। কিন্তু সম্প্রতি তিনিও ছবি থেকে সরে গিয়েছেন বলে খবর।