ভয়ঙ্কর কালনাগিনীর সাপের কামড়ে মানুষের কোন ক্ষতি নয়

হাওড়ায় কালনাগিনী! ভয়ঙ্কর নামের এই সাপ কতটা বিষধর? এখনও অনেকে জানেন না

হাওড়া: হাওড়ায় দেখা মিলল কালনাগিনী! পরিবেশ কর্মীদের তৎপরতায় উদ্ধার করে নিরাপদ আশ্রয় ছেড়ে দেওয়া হয়। কালনাগিনী নাম শুনলেই যেন গা শিউরে ওঠে, তাই না?

এই সাপের ঝাঁঝালো নাম হলেও মানুষের জন্য বিশেষ বিপদ সঙ্কেত নেই বললেই চলে। মনসামঙ্গল কাব্যে এই সাপের উল্লেখ পাওয়া যায়। কাব্য কথা অনুযায়ী, লখিন্দর যে সর্পের দংশনে প্রাণ হারিয়ে ছিলেন তা এই কালনীগিনী।

আরও পড়ুন- রেল স্টেশনেই এবার বড় আয়ের সুযোগ!হাওড়া-শিয়ালদহ সহ প্রচুর স্টেশনে দারুণ ব্যবস্থা

যদিও এই কালনাগিনী সাপ হাওড়া জেলায় দেখা মেলে না বললেই চলে। এর আগে দেখতে পাওয়ার সেরকম কোনও রেকর্ড নেই বললেই চলে। উলুবেড়িয়া বানিবন এলাকায় দেখতে পাওয়া যায় এই কালনাগিনী সাপটি।

সাধারণত হাওড়া জেলায় দারাস, কেউটে, চন্দ্রবোড়া খুব বেশি দেখা যায়। মাঝে মধ্যে কালাচ-এর দেখা যায়। তবে কালনাগিনীর দেখা পাওয়ার রেকর্ড হাওড়া জেলায় নেই সেভাবে।

এই প্রসঙ্গে পরিবেশকর্মী চিত্রক প্রামাণিক জানান, এর আগে এই সাপ জেলায় দেখা মিলেছে বলে জানা নেই। হয়তো কোনওভাবে চলে এসেছে এই জায়গায়। তবে যাই হোক পরিবেশের জন্য এটা ভাল। সেই দিক গুরুত্ব রেখেই এলাকা থেকে উদ্ধার করে একটি নিরাপদ স্থানে ছেড়ে দেওয়া হয়।

আরও পড়ুন- স্কুলে অমানবিকতা! ছোট ছোট মেয়েদের সঙ্গে ভয়াবহ আচরণ শিক্ষকের, বিক্ষোভে অভিভাবকরা

সর্প বিশেষজ্ঞ শুভেন্দু গঙ্গোপাধ্যায় জানান, এই সাপ হাওড়া জেলায় পাওয়ার রেকর্ড সেভাবে নেই। এই সাপের বিষ নেই। তিনি জানান, এই সাপ মানুষকে একাধিকবার কামড়েও মানুষের মৃত্যু ঘটে না। এই সাপ যেখান থেকে যেভাবেই আসুক পরিবেশের জন্য ভাল। হাওড়া জেলার পার্শ্ববর্তী ২৪ পরগনার বারুইপুর ও হুগলির কিছু স্থানে এই সাপ দেখা যায়।

রাকেশ মাইতি