পাঁচমিশালি The Last Railway Station Of India Is in West Bengal: ভারতের শেষ রেলস্টেশন রয়েছে আমাদের রাজ্যেই, কোথায় বলুন তো? কী নাম? পড়ুন Gallery October 22, 2024 Bangla Digital Desk ট্রেন মানেই দূরে বেড়াতে যাওয়ার হাতছানি, কারও কাছে বা ট্রেন মানে রোজ কাজে যাওয়ার তাগিদ, কারও কাছে ট্রেন মানে ছুটির শুরুতে ভীনদেশ থেকে বাড়ি ফেরা…মানুষের জীবনের সঙ্গে নানাভাবে জড়িত ট্রেন। বলুন তো ভারতের শেষ রেলস্টেশন কোনটা? আমাদের রাজ্যেই কিন্তু রয়েছে ভারতের শেষ রেলস্টেশন। এখন সেখানে আর ট্রেন দাড়ায় না। তবু স্টেশনটি আছে। কোথায় বলুন তো স্টেশনটি? নাম বলতে পারবেন? মালদহ জেলার হাবিবপুরে ভারত-বাংলাদেশ বর্ডারে অবস্থিত ভারতের শেষ রেলস্টেশন। একসময় এই রেল স্টেশন গমগম করত যাত্রীদের ভিড়ে, ট্রেনের আসা-যাওয়ায় মুখর থাকত স্টেশন। আজ সব নিশ্চুপ, একাকী দাঁড়িয়ে রেল স্টেশন। ভারতের শেষ রেল স্টেশনের নাম সিঙ্গাবাদ রেলস্টেশন। ব্রিটিশ রাজে তৈরি হয়েছিল সিঙ্গাবাদ রেলস্টেশন। এই স্টেশনে একসময় এসেছেন নেতাজি থেকে মহাত্মা গান্ধীর মতো কিংবদন্তী মানুষেরা। কলকাতা আর ঢাকার যোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত এই রেল স্টেশন। ১৯৪৭ সালে ভারত স্বাধীনতার পর সিঙ্গাবাদ রেলস্টেশনের গুরুত্ব আরও বেড়ে যায়। এই স্টেশন দিয়েই ভারত বাংলাদেশের মধ্যে যাতায়াত চলত। সিঙ্গাবাদ রেলস্টেশন যেন একটুকরো অতীত। আজও পুরনো স্থাপত্য বহন করে চলেছে এই রেল স্টেশন। রয়েছে পুরনো দিনের সেই টিকিট কাউন্টার, সিগন্যাল ব্যবস্থা! ভারতের অন্যতম প্রাচীন স্টেশন এটি। এখান থেকে বাংলাদেশ সীমান্ত হাঁটা পথ। বাংলাদেশ সীমান্তে পৌঁছনোর আগে সিঙ্গাবাদের পর আর কোনও স্টেশন নেই।