Perfect Age for Marriage: বিয়ের উপযুক্ত বয়স কোনটা? কোন বয়সে সংসার করলে সুখ হবেই, সাতপাক ঘোরার আগে জানুন

বিয়ের ‘উপযুক্ত’ বয়স কোনটা? এই নিয়ে বিতর্কের শেষ নেই। একটা বয়সের পর বিয়ের জন্য সমাজ চাপ দিতে শুরু করে। পরিবারেরও কিছু প্রত্যাশা থাকে। কিন্তু খেয়াল রাখতে হবে, দিনের শেষে সিদ্ধান্তটা একান্তই ব্যক্তিগত। সমাজ বা প্রত্যাশা যেন সেখানে মাথা তুলতে না পারে।
বিয়ের ‘উপযুক্ত’ বয়স কোনটা? এই নিয়ে বিতর্কের শেষ নেই। একটা বয়সের পর বিয়ের জন্য সমাজ চাপ দিতে শুরু করে। পরিবারেরও কিছু প্রত্যাশা থাকে। কিন্তু খেয়াল রাখতে হবে, দিনের শেষে সিদ্ধান্তটা একান্তই ব্যক্তিগত। সমাজ বা প্রত্যাশা যেন সেখানে মাথা তুলতে না পারে।
‘ভাউ’স ফর ইটারনিটি’-র প্রতিষ্ঠাতা এবং সিইও অনুরাধা গুপ্ত মনে করেন, বিয়ে ব্যক্তিগত সিদ্ধান্ত হওয়া উচিত। সমাজের কোনও ভূমিকা সেখানে থাকবে না। আধুনিক বিশ্বে সম্পর্কের ধরন পাল্টে যাচ্ছে। চিরাচরিত বিপরীত লিঙ্গের পাশাপাশি নতুন নতুন বোঝাপড়া তৈরি হচ্ছে। তাছাড়া বর্তমানে পুরুষ এবং মহিলা, উভয়ই চাকরিজীবী। কর্মজীবনে ‘সেট’ হওয়ার পরই গাঁটছড়া বাঁধার কথা ভাবেন তাঁরা। বিয়ের মতো সম্পর্ককে প্রেম, মূল্যবোধ, দৃষ্টিভঙ্গী এবং জীবনধারার শক্ত ভিতের উপর গড়ে তোলার কথা বলেন তিনি।
‘ভাউ’স ফর ইটারনিটি’-র প্রতিষ্ঠাতা এবং সিইও অনুরাধা গুপ্ত মনে করেন, বিয়ে ব্যক্তিগত সিদ্ধান্ত হওয়া উচিত। সমাজের কোনও ভূমিকা সেখানে থাকবে না। আধুনিক বিশ্বে সম্পর্কের ধরন পাল্টে যাচ্ছে। চিরাচরিত বিপরীত লিঙ্গের পাশাপাশি নতুন নতুন বোঝাপড়া তৈরি হচ্ছে। তাছাড়া বর্তমানে পুরুষ এবং মহিলা, উভয়ই চাকরিজীবী। কর্মজীবনে ‘সেট’ হওয়ার পরই গাঁটছড়া বাঁধার কথা ভাবেন তাঁরা। বিয়ের মতো সম্পর্ককে প্রেম, মূল্যবোধ, দৃষ্টিভঙ্গী এবং জীবনধারার শক্ত ভিতের উপর গড়ে তোলার কথা বলেন তিনি।
আধুনিক যুগে ‘ডেটিং’-ও বড় ফ্যাক্টর। আজকাল এভাবেই মনের মানুষ খুঁজে নিচ্ছেন অনেকেই। অনুরাধা গুপ্তও এর ভূমিকা অস্বীকার করছেন না। বরং অবিবাহিতদের ম্যাচমেকিং নেটওয়ার্ক, সিঙ্গল অনলি ক্লাব বা ডেটিং সার্ভিসে যোগ দেওয়ার কথা ভাবা উচিত বলে পরামর্শ দিচ্ছেন অনুরাধা। আধুনিক সম্পর্কের জটিলতাগুলো কাটিয়ে পছন্দসই জীবনসঙ্গীর সন্ধান দিতে পারে ম্যাচমেকিং নেটওয়ার্কগুলো।
আধুনিক যুগে ‘ডেটিং’-ও বড় ফ্যাক্টর। আজকাল এভাবেই মনের মানুষ খুঁজে নিচ্ছেন অনেকেই। অনুরাধা গুপ্তও এর ভূমিকা অস্বীকার করছেন না। বরং অবিবাহিতদের ম্যাচমেকিং নেটওয়ার্ক, সিঙ্গল অনলি ক্লাব বা ডেটিং সার্ভিসে যোগ দেওয়ার কথা ভাবা উচিত বলে পরামর্শ দিচ্ছেন অনুরাধা। আধুনিক সম্পর্কের জটিলতাগুলো কাটিয়ে পছন্দসই জীবনসঙ্গীর সন্ধান দিতে পারে ম্যাচমেকিং নেটওয়ার্কগুলো।
রিলেশনশিপ এক্সপার্ট এবং কোচ হিতেশ চক্রবর্তী বলছেন, “বিবাহের আদর্শ বয়স নিয়ে দীর্ঘকাল ধরে বিতর্ক চলছে। এতে রয়েছে সাংস্কৃতিক এবং আর্থ-সামাজিক প্রভাব। অর্থনৈতিক এবং পারিবারিক কারণে অল্প বয়সে বিয়ে করাই রীতি। কিন্তু এখন পাশা পাল্টে গিয়েছে”। হিতেশের মতে, বিয়ের ‘উপযুক্ত’ বয়স ব্যক্তিগত পরিস্থিতি এবং সাংস্কৃতিক প্রেক্ষাপটের প্রেক্ষিতে পরিবর্তিত হতে পারে।
রিলেশনশিপ এক্সপার্ট এবং কোচ হিতেশ চক্রবর্তী বলছেন, “বিবাহের আদর্শ বয়স নিয়ে দীর্ঘকাল ধরে বিতর্ক চলছে। এতে রয়েছে সাংস্কৃতিক এবং আর্থ-সামাজিক প্রভাব। অর্থনৈতিক এবং পারিবারিক কারণে অল্প বয়সে বিয়ে করাই রীতি। কিন্তু এখন পাশা পাল্টে গিয়েছে”। হিতেশের মতে, বিয়ের ‘উপযুক্ত’ বয়স ব্যক্তিগত পরিস্থিতি এবং সাংস্কৃতিক প্রেক্ষাপটের প্রেক্ষিতে পরিবর্তিত হতে পারে।
কোনও প্রত্যাশা নয়, বিয়ের জন্য ব্যক্তির কতটা প্রস্তুতি রয়েছে, তার উপর ভিত্তি করেই সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মনে করেন হিতেশ। তাঁর কথায়, যখন উভয়ই নিজেদের লক্ষ্যে অবিচল এবং একাত্ম বোধ করবেন, তখনই বিয়ে করা উচিত। বোঝাপড়া যেন ঠিক থাকে।
কোনও প্রত্যাশা নয়, বিয়ের জন্য ব্যক্তির কতটা প্রস্তুতি রয়েছে, তার উপর ভিত্তি করেই সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মনে করেন হিতেশ। তাঁর কথায়, যখন উভয়ই নিজেদের লক্ষ্যে অবিচল এবং একাত্ম বোধ করবেন, তখনই বিয়ে করা উচিত। বোঝাপড়া যেন ঠিক থাকে।
ব্যক্তিগত পছন্দ এবং প্রস্তুতি কতটা রয়েছে সেটাই আসল কথা। আধুনিক যুগে কেরিয়ার সবার আগে। তাই বিয়ের সিদ্ধান্ত পারস্পরিক প্রস্তুতি এবং জীবনের লক্ষ্যের উপর ভিত্তি করেই হওয়া উচিত। ডেটিং সাইট কিংবা ঘটকালি, যাই হোক না কেন, মূল্যবোধ এবং দৃষ্টিভঙ্গীর মিলই সফল বিবাহের চাবিকাঠি।
ব্যক্তিগত পছন্দ এবং প্রস্তুতি কতটা রয়েছে সেটাই আসল কথা। আধুনিক যুগে কেরিয়ার সবার আগে। তাই বিয়ের সিদ্ধান্ত পারস্পরিক প্রস্তুতি এবং জীবনের লক্ষ্যের উপর ভিত্তি করেই হওয়া উচিত। ডেটিং সাইট কিংবা ঘটকালি, যাই হোক না কেন, মূল্যবোধ এবং দৃষ্টিভঙ্গীর মিলই সফল বিবাহের চাবিকাঠি।