৩ দিন ধরে হয়েছিল ম্যাচ! দীর্ঘতম আইপিএল ফাইনাল ‘এটাই’, রাত জেগেছিলেন অনেকে

কলকাতা:  আইপিএলের ইতিহাসে অনেক অনন্য এবং নতুন রেকর্ড দেখা যায়। ২০০৮ সালে শুরু হওয়া এই লিগে অনেক রেকর্ড তৈরি এবং ভাঙা হয়েছে। তবে আইপিএলের ইতিহাসে একটি বিশেষ রেকর্ড আছে।

সেটি দীর্ঘতম আইপিএল ফাইনাল ম্যাচের রেকর্ড। সেবার গুজরাত টাইটান্স ও চেন্নাই সুপার কিংস মুখোমুখি হয়েছিল। আইপিএল ২০২৩- এর  সেই ফাইনাল ম্যাচ ছিল দেখার মতো।

বৃষ্টি আইপিএল ২০২৩- এর ফাইনালকে স্মরণীয় করে রেখেছিল। ওই দুর্দান্ত ম্যাচ ২৮ মে হওয়ার কথা ছিল। বৃষ্টির কারণে প্রথমে রিজার্ভ ডে অর্থাৎ ২৯ মে হয়েছিল ম্যাচ। কিন্তু ভাগ্যে অন্য কিছু লেখা ছিল।

আরও পড়ুন- ভারতের কোচ গম্ভীর! ২৪ ঘণ্টার মধ্যে বড় ঘটনা, বোর্ডকে ‘বিরাট’ শর্ত গৌতমের

চেন্নাই সুপার কিংস যখন রান তাড়া করতে নামে তখন আবার বৃষ্টি শুরু হয়। এর পর ম্যাচটি বন্ধ করতে হয়। অবশেষে ৩০ মে ম্যাচটি আবার ১২.১০- এ শুরু হয় এবং ০১.৩৫- এ শেষ হয়েছিল।

৩০ মে খেলা এই আইপিএল ফাইনালে চেন্নাই সুপার কিংস টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করে দুর্দান্ত ইনিংস খেলে গুজরাত টাইটান্স।

—- Polls module would be displayed here —-

গুজরাতের হয়ে সাই সুদর্শন ৪৭ বলে ৯৬ রান করেন। এর পর গুজরাত ২০ ওভারে চার উইকেট হারিয়ে ২১৪ রান করে।

রান তাড়া করতে নেমে চেন্নাই সুপার কিংসের ইনিংসের সময় বৃষ্টি শুরু হয়। এর পর কিছুক্ষণ খেলা বন্ধ হয়ে যায়। বৃষ্টির কারণে চেন্নাই সুপার কিংসকে ১৫ ওভারে ১৭১ রানের লক্ষ্য দেওয়া হয়েছিল।

আরও পড়ুন- আর একদিন, আইপিএল শেষ! রবিবার ‘কোটিপতি’ হবে কেকেআর! IPL-এর প্রাইজ মানি এত টাকা!

চেন্নাইয়ের ওপেনিং জুটি করেছিল ৭৪ রান। ২৬ রানে আউট হন রুতুরাজ গায়কওয়াদ। শেষ দুই বলে দরকার ছিল ১০ রান। রবীন্দ্র জাদেজা চার ও ছক্কা মেরে ম্যাচ জেতান। ওই ম্যাচে চেন্নাই সুপার কিংস ৫ উইকেটে জিতেছে।