তৈরি হচ্ছে মন্ডপ

Durga Puja 2024: ‘চাই না হতে উমা…’ অভিনব ভাবনা পুজোর থিমে… মণ্ডপসজ্জায় থাকছে চমক

মালদহ: নারী নির্যাতন থেকে অবহেলা, বঞ্চনার ছবি তুলে ধরা হচ্ছে মণ্ডপ সজ্জায়। প্রতিমাতেও থাকছে সচেতনতার বার্তা। মালদহ শহরের মহেশমাটি বিচিত্রা ক্লাবের এবারের থিম ‘চাইনা হতে উমা’‌। থিমের কল্পনা বাস্তবায়ন করা সম্পূর্ণ টাই করছেন ক্লাব সদস্যরা। এই বছর প্রথম নয়, বিগত কয়েক বছর ধরেই সমাজের বিভিন্ন বিষয়ের উপর সচেতনতারবার্তা পুজোর মাধ্যমে তুলে ধরছেন উদ্যোক্তারা। এবারও সেই সমাজ সচেতনতার বার্তা থাকছে পুজোর থিমে।

ক্লাব সদস্য অগ্রদ্বীপ বসাক জানান, এই বছর আমরা থিমের মাধ্যমে নারী সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে উদ্যোগা হয়েছি। মডেল ও শাড়ির উপর ছবি এঁকে মণ্ডপ সজ্জা করা হচ্ছে। বিভিন্ন সচেতনতার বার্তা থাকছে এর মাধ্যমে। আমাদের উদ্দেশ্য সমাজকে সচেতন করা। সাদা শাড়ির উপর বিভিন্ন বয়সী মহিলাদের প্রতীকি ছবি আঁকা হচ্ছে নানাভূমিকায়। এই শাড়ি গুলি দিয়েই সাজানো হবে গোটা মণ্ডপ।

আরও পড়ুন:     আবার কী ঘটল আরজি করে! ফের জুনিয়র ডাক্তারদের অবস্থান-স্লোগান! নিশানায় ‘সেই’ ১২ জন

ক্লাবের সম্পাদক সৌরভ কর্মকার বলেন, ”গত কয়েক বছর ধরে আমরা পুজোর থিমের মাধ্যমে বিভিন্ন সমাজ সচেতনতার বার্তা দিচ্ছি। এই বছর আমাদের থিম ‘চাইনা হতে উমা’।”

হরষিত সিংহ