বাঁকুড়ার ব্যবসায়ী গৃহবধূ

Bankura News: বাড়ির গ্যারেজ থেকে শুরু… তিনিই আজ দিলেন মোক্ষম বিজনেস স্ট্র্যাটেজি, শুনবেন? 

বাঁকুড়া: বাঁকুড়া শহরের খুব কাছেই মিলছে শান্তিনেকেতনী পোষাক। মাত্র ৫০০০০ টাকা নিয়ে বাড়ির গ্যারেজে ব্যবসা করতে নামেন শান্তিনিকেতনের মেয়ে, বাঁকুড়ার এক বধূ। এখন বেশ রমরমিয়ে চলছে তার ব্যবসা। শান্তিনিকেতনের থেকেও দামে কম। বাঁকুড়া শহর লাগোয়া কড়গাহিড় রাজগ্রাম রোডের চৌমাথার কাছে রয়েছে এক্সক্লুসিভ শান্তিনেকেতনী পোষাকের এই বুটিক।

গৃহবধূ মেঘনা চক্রবর্তী স্বনির্ভরতার জন্যেই ২০২৩ সালে শুরু করেন এই ব্যাবসা। এখন এখানে চলছে দুর্দান্ত পুজো অফার।মাত্র ৫০০ টাকাতে সুতির ৪টে শান্তিনিকেতনী কুর্তি মিলছে। এছাড়া শান্তিনিকেতনের দারুণ দারুণ শাড়ি পাওয়া যাবে ৩৫০ থেকে ৪৫০ টাকার মধ্যে। এছাড় শর্ট টপ ১৪০ টাকা, লং স্কার্ট ২৫০ টাকা,কাঁথা স্টিচের কুর্তি ৩৩০ টাকা। আর শান্তিনিকেতনী ব্যাগ শুরু হচ্ছে ৯০ টাকা থেকে।

২০০০ টাকায় যেন দুই ব্যাগ বাজার করতে পারেন মানুষ, এমনই একটি চিন্তা ভাবনা রেখে বাঁকুড়ার বুকে ব্যবসা করছেন তিনি। তিনি জানান, “মহিলাদের বসে না থেকে নিজেদের জন্য কিছু করা উচিত। কেউ যদি ব্যবসা করতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করুন, পাইকারি দরে ব্যাবস্থা করে দেব।”

আরও পড়ুন: বর্ধমান থেকে সোজা গোপীবল্লভপুর! আর খাটল না প্রভাব, চিকিৎসক অভীক দে-র স্ত্রীকেও বদলি

মেঘনা চক্রবর্তী  জানান, একদম কম লাভ রেখে ব্যবসা করার পরিকল্পনা করেছিলেন তিনি। এই পরিকল্পনা বেশ ফলপ্রসূ হয়েছে তার। অন্য মহিলারা চাইলেও স্বনির্ভরতার পথ দেখতে এই ব্যবসা করতে পারেন। সেক্ষেত্রে পাইকারি পণ্যও খুবই সুলভ মূল্যে পাওয়া যাবে তাঁর কাছে।