২০১৬ এসএসসি দূর্নীতি মামলার জেরে চাকরি গিয়েছিল প্রায় ২৬ হাজার শিক্ষকের৷ সেই নিয়ে হাইকোর্টের রায়ের পর সুপ্রিম কোর্টে গিয়েছিল মামলা৷ সেখানে রাজ্য, মধ্যশিক্ষা পর্ষদ ও এসএসসির তরফ থেকে আবেদন করা হয়৷

Primary Teachers Recruitment 2024: আগামিকাল প্রকাশ্যে তালিকা! প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে বড় আপডেট! আন্দোলনের মাঝেই ফের নিয়োগ

দক্ষিণ ২৪ পরগনা: প্রাথমিক শিক্ষক নিয়োগের বড় আপডেট। আন্দোলন, ধর্নার মাঝেই ফের নিয়োগ। ৩২৮ জনের প্রাথমিক শিক্ষক নিয়োগের তালিকা কাল প্রকাশ করবে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদ। বামেদের সময় ২০০৯ সালের নিয়োগের প্যানেল প্রকাশ করবে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদ। ইতিমধ্যেই এই জেলায় ১৫০০ শিক্ষক নিয়োগ হয়েছে। বাকি ৩২৮ নিয়োগ আগামিকাল হবে।

আগামিকালই প্রার্থীদের চাকরি নিয়োগ পত্র দেওয়া হবে জেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সংসদের অফিস থেকেই। ২০০৯ সালের নিয়োগে প্যানেলে থাকা এই চাকরি প্রার্থীরা দীর্ঘদিন দক্ষিণ ২৪ পরগনা জেলার আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। আগামিকাল দক্ষিণ ২৪ পরগনার জেলার প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি প্রেস কনফারেন্স করবেন সকাল ১১ টায়।

আরও পড়ুন: প্রাথমিকে শিক্ষক নিয়োগের মেধা তালিকা প্রকাশ! শিক্ষকরা কবে থেকে যোগ দিতে পারবেন? রইল বিরাট আপডেট

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের সবুজ সংকেতের পরই ৩১ জানুয়ারী প্রাথমিক শিক্ষক নিয়োগের মেধা তালিকা প্রকাশ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। বুধবার সন্ধ্যেবেলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে প্রকাশ করা হল এই তালিকা। তালিকায় মোট ৯৫৩৩ জনের নাম প্রকাশ করা হয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে।

আরও পড়ুন: শেষ মুহূর্তে সব গুলিয়ে যাচ্ছে! তবে এগুলি মানলেই উচ্চ মাধ্যমিকের ইতিহাসে দারুণ নম্বর পাওয়া সম্ভব, রইল টিপস

সুপ্রিম কোর্টের সবুজ সংকেত পেতেই প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশের তোড়জোড় শুরু হয়। অনুমান করা হয়েছিল মোট ১১ হাজার ৭৬৫টি শূন্যপদের মেধা তালিকার প্রকাশ করার হবে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে। ২০২২ সালের অক্টোবর মাসে এই নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়। তারপর ওই বছরেরই ডিসেম্বর মাস থেকে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করে প্রাথমিক শিক্ষা পর্ষদ।