Knowledge story: বিশেষ দুধে স্নান করতেন মিশরের রানি ক্লিওপেট্রা, এক লিটারের দাম ৫০০০ টাকা, জানেন কিসের দুধ?

মিশরের সবচেয়ে সুন্দরী রানি মানা হয় ক্লিওপেট্রাকে। তাঁর রূপে পাগল হয়ে যেতেন দেশ-বিদেশের মানুষ। তার সৌন্দর্যের রহস্য কী ছিল জানেন? বিশ্বের অন্যতম দামি দুধে তিনি স্নান করতেন, এখন যার দাম ৫০০০ টাকা থেকে ৬০০০ টাকা।

৩০ খ্রিস্ট-পূর্বের ঘটনা। বলা হয়ে থাকে তাঁর মতো সুন্দর ত্বক কারও ছিল না সেই সময়ে। তার সেই ত্বকের সৌন্দর্যের রহস্য ছিল এক বিশেষ প্রাণীর দুধ। সেই প্রাণীর দুধ জোগাড় করতে প্রতিদিন ৭০০টি প্রাণীর প্রয়োজন ছিল। তিনি নিয়মিত জল নয়, বিশেষ সেই প্রাণীর দুধে স্নান করতেন।

আরও পড়ুন: ট্রেনের মিডল বার্থে টিকিট কেটেছেন? ইচ্ছে হলেই ঘুমাতে পারবেন না, নির্দিষ্ট নিয়ম আছে রেলের

কিসের দুধে স্নান করতেন ক্লিওপেট্রা? তিনি স্নান করতেন গাধার দুধে। দুধে মধ্যে গাধার দুধ সবচেয়ে দামি। অন্য সব প্রাণীর মতো গাধার দুধ মিষ্টি নয়, টক। কত দাম জানেন এই দুধের? ৫০০০ থেকে ৭০০০ টাকা প্রতি লিটার এই দুধ। ভারতে গরুর দুধ ৫০ থেকে ৬০ টাকা প্রতি লিটারের হিসাবে পাওয়া যায়। একটি গাধা দিনে মাত্র এক লিটার দুধ দেয়।

বিজ্ঞানীদের মতে, গাধার দুধের পুষ্টিগুণ গরু বা মহিষের দুধের থেকে বেশি। এই দুধ ত্বকে ‘ডেড স্কিন’ দূর করতে বেশ কার্যকরী। সেই সঙ্গে ত্বককে আরও উজ্জ্বল করে। এর ফলে ত্বকের দাগছোপও কমে যায়।