আইপিএলের ৩৯টা ম্যাচ শেষ! প্লে-অফ খেলবে ‘এই’ চারটি দল! খুব সহজ হিসেব

মুম্বই: আইপিএল ২০২৪-এর ৩৯টি ম্যাচ শেষ হয়েছে। এখান থেকে প্লে-অফের অঙ্ক খুব সহজ। যে দলগুলো দৌড়ে রয়েছে তাদের মধ্য়ে শীর্ষে রাজস্থান রয়্যালস। প্লে অফে খেলার যোগ্যতা অর্জনের পথে তারা। পরের ম্যাচে জিতলেই এই মরসুমে তারা প্লে-অফে পৌঁছানো প্রথম দল হবে।

একইসঙ্গে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জন্য প্লে অফে পৌঁছানোর আশা প্রায় শেষ। শুধু আরসিবি নয়, মুম্বই ইন্ডিয়ান্স-সহ আরও কয়েকটি দল রয়েছে যারা ইতিমধ্যেই টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার আশঙ্কায় রয়েছে।

ফাফ ডু প্লেসিসের নেতৃত্বে আইপিএল খেলতে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর খুব খারাপ পারফরম্যান্স করেছে। পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ বাদ দিলে ৮টি ম্যাচের মধ্যে ৭টিতেই হেরেছে তারা। এখনও ৬টি ম্যাচ খেলতে হবে তাদের। আরসিবি যদি প্লে অফের দৌড়ে থাকতে চায় তবে তাদের বাকি সব ম্যাচ জিততে হবে এবং রান রেট বাড়াতে হবে।

আরও পড়ুন- স্টয়নিসের দানবীয় ব্যাটিংয়ে ম্লান ঋতুরাজের ইনিংস, চেন্নাইকে ৬ উইকেটে হারাল লখনউ

আরসিবিকে অন্যান্য দলের ফলাফলের উপর নির্ভর করতে হবে। কারণ যে কোনও দলের সরাসরি যোগ্যতা অর্জনের জন্য ১৬ পয়েন্ট প্রয়োজন। তবে বাকি ম্যাচগুলির জিতলেও আরসিবির ১৪ পয়েন্ট পাবে। ফলে আরসিবির পক্ষে প্লে অফে পৌঁছনো কার্যত অসম্ভব। চেন্নাই সুপার কিংস এবং সানরাইজার্স হায়দরবাদের মতো দলের সঙ্গেও খেলতে হবে আরসিবিকে।

আরসিবি ছাড়াও মুম্বই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস এবং পঞ্জাব কিংসের ছিটকে যাওয়ার সম্ভাবনা প্রবল। ৮ ম্যাচে ২ জয়ে পঞ্জাব কিংসের পয়েন্ট মাত্র ৪। দলটিকে বাকি সব ম্যাচ জিততে হবে, তবেই দলটি প্লে অফের দৌড়ে থাকবে তারা।

মুম্বই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালস ৮ টি ম্যাচের মধ্যে ৩ টি জিতেছে। এই দুটি দলকেই আগামী ৬টি ম্যাচে কমপক্ষে ৫টি করে জিততে হবে। তা হলে তারা প্লে অফের দৌড়ে থাকবে। একাধিক ম্যাচ হারলে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে পারে তারা।

আরও পড়ুন- ওপেনিংয়ে বড় চমক, টি ২০ বিশ্বকাপের দল বাছলেন সৌরভ! জানালেন কারা হবেন ম্যাচ উইনার

চেন্নাই সুপার কিংস এবং গুজরাত টাইটানসকেও তাদের বাকি ৬ ম্যাচের মধ্যে কমপক্ষে ৪টি জিততে হবে। তা হলে তারা প্লে অফে থাকবে। এই দুই দলেরই এখনও পর্যন্ত খেলা ৮ ম্যাচে ৮ পয়েন্ট। অন্যদিকে, কলকাতা নাইট রাইডার্স, সানরাইজার্স হায়দরাবাদ এবং লখনউ সুপার জায়ান্টস ১০ পয়েন্ট নিয়ে প্লে-অফে জায়গা প্রায় পাকা করে নিয়েছে।