গম্ভীরের পর কেকেআরে কে হবে পরবর্তী মেন্টর! এই নিয়ে এখন অনেকের মনেই প্রশ্ন। বিশেষ করে কেকেআর ভক্তরা তো সেই নাম জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আর এরই মধ্যে বেশ কিছু নাম প্রকাশ্যে এসেছে, যাঁদের সঙ্গে কেকেআর কর্তারা কথাবার্তা এগিয়েছেন।

কেকেআরের ক্যাপ্টেন বদলাচ্ছে! আসছে মুম্বইয়ের ‘এই’ বড় তারকা, খরচ ২৫ কোটি টাকা!

তা হলে কেকেআরের ক্যাপ্টেন বদল হচ্ছেই! শ্রেয়স আইয়ারের তত্ত্বাবধানে এবার আইপিএল খেতাব জিতেছে কেকেআর। সেই তাঁকেই কি না সরিয়ে দেবে নাইট ম্যানেজমেন্ট!
তা হলে কেকেআরের ক্যাপ্টেন বদল হচ্ছেই! শ্রেয়স আইয়ারের তত্ত্বাবধানে এবার আইপিএল খেতাব জিতেছে কেকেআর। সেই তাঁকেই কি না সরিয়ে দেবে নাইট ম্যানেজমেন্ট!
সূর্য কুমার যাদব কে মুম্বাই ছাড়বে কিনা তা নিয়ে নিশ্চয়তা নয়। এখনো পর্যন্ত কজন ক্রিকেটারকে রিটেন করা যাবে তা সরকারি ভাবে ঘোষণা করেনি আইপিএল গভর্নিং কমিটি। তবে নিয়ম অনুযায়ী মেগা নিলাম এর আগে অর্থাৎ ডিসেম্বর আগে ট্রেডিং করা যেতে পারে। সেক্ষেত্রে একজন ক্রিকেটারের বদলে আরেকজনকে নিতে হবে।
সূর্য কুমার যাদব কে মুম্বাই ছাড়বে কিনা তা নিয়ে নিশ্চয়তা নয়। এখনো পর্যন্ত কজন ক্রিকেটারকে রিটেন করা যাবে তা সরকারি ভাবে ঘোষণা করেনি আইপিএল গভর্নিং কমিটি। তবে নিয়ম অনুযায়ী মেগা নিলাম এর আগে অর্থাৎ ডিসেম্বর আগে ট্রেডিং করা যেতে পারে। সেক্ষেত্রে একজন ক্রিকেটারের বদলে আরেকজনকে নিতে হবে।
সূত্রের খবর, রোহিত সূর্যদের মুম্বাই ছাড়ছে কিনা সেটা প্রথমে দেখতে হবে। কারণ সেই দলে অধিনায়কত্বের দাবিদার রোহিত সূর্য বুমরা।‌ গত বছর গুজরাট থেকে হার্দিক পান্ডিয়াকে দলে নিয়ে অধিনায়ক করার পর বিভিন্ন বিতর্কিত খবর সামনে এসেছিল।
সূত্রের খবর, রোহিত সূর্যদের মুম্বাই ছাড়ছে কিনা সেটা প্রথমে দেখতে হবে। কারণ সেই দলে অধিনায়কত্বের দাবিদার রোহিত সূর্য বুমরা।‌ গত বছর গুজরাট থেকে হার্দিক পান্ডিয়াকে দলে নিয়ে অধিনায়ক করার পর বিভিন্ন বিতর্কিত খবর সামনে এসেছিল।
তবে দেখার শেষ পর্যন্ত মুম্বাই কাকে অধিনায়ক করছে এবং কাদেরকে ধরে রাখছে। তবে জোর জল্পনা, রোহিত সূর্যের মতো ক্রিকেটাররা যদি দল পরিবর্তন করেন সেটা ট্রেডিংয়ের মাধ্যমেই হওয়ার সম্ভাবনা। নিলামে না উঠে ট্রেডিং। সেটা করতে হবে নিলাম এর আগে অর্থাৎ ডিসেম্বরে আগে।
তবে দেখার শেষ পর্যন্ত মুম্বাই কাকে অধিনায়ক করছে এবং কাদেরকে ধরে রাখছে। তবে জোর জল্পনা, রোহিত সূর্যের মতো ক্রিকেটাররা যদি দল পরিবর্তন করেন সেটা ট্রেডিংয়ের মাধ্যমেই হওয়ার সম্ভাবনা। নিলামে না উঠে ট্রেডিং। সেটা করতে হবে নিলাম এর আগে অর্থাৎ ডিসেম্বরে আগে।
২০২৫-এর আইপিএলের আগে মেগা অকশন হচ্ছে। তার ইঙ্গিত দিয়েছে বিসিসিআই। অন্তত ৬ জন ক্রিকেটারকে রিটেনশনের সিদ্ধান্তে সিলমোহর দিতে পারে বোর্ড। খবর এমনই।
২০২৫-এর আইপিএলের আগে মেগা অকশন হচ্ছে। তার ইঙ্গিত দিয়েছে বিসিসিআই। অন্তত ৬ জন ক্রিকেটারকে রিটেনশনের সিদ্ধান্তে সিলমোহর দিতে পারে বোর্ড। খবর এমনই।
আগামী মরসুমের জন্য ‘বিগ মানি সাইনিং’ হতে পারেন সূর্যকুমার যাদব। কেকেআরে তাঁর ক্য়াপ্টেন হয়ে আসার জল্পনা রয়েছে ক্রিকেট সার্কিটে। নিলামের আগে ট্রেডিং উইন্ডো ব্যবহার করে সূর্যকুমার যাদবকে ঘরে আনবে কেকেআর!
আগামী মরসুমের জন্য ‘বিগ মানি সাইনিং’ হতে পারেন সূর্যকুমার যাদব। কেকেআরে তাঁর ক্য়াপ্টেন হয়ে আসার জল্পনা রয়েছে ক্রিকেট সার্কিটে। নিলামের আগে ট্রেডিং উইন্ডো ব্যবহার করে সূর্যকুমার যাদবকে ঘরে আনবে কেকেআর!
সম্প্রতি ভারতের টি-২০ অধিনায়ক হয়েছেন সূর্যকুমার যাদব। ফলে তাঁর এখন বাজার দর অনেকটাই বেড়েছে। তার মধ্যে হার্দিক পান্ডিয়া মুম্বইয়ের ক্যাপ্টেন হওয়ার পর থেকে দলের মধ্যে চাপা অসন্তোষ চলছেই।
সম্প্রতি ভারতের টি-২০ অধিনায়ক হয়েছেন সূর্যকুমার যাদব। ফলে তাঁর এখন বাজার দর অনেকটাই বেড়েছে। তার মধ্যে হার্দিক পান্ডিয়া মুম্বইয়ের ক্যাপ্টেন হওয়ার পর থেকে দলের মধ্যে চাপা অসন্তোষ চলছেই।
সূর্যকুমার বর্তমানে মুম্বই থেকে পান ১২.২ কোটি টাকা। কেকেআর তাঁর জন্য সর্বোচ্চ ১৫ কোটি টাকা পর্যন্ত খরচ করতে পারে বলে খবর। এমন পরিস্থিতিতে রেকর্ড অঙ্ক পেতে পারেন সূর্য।
সূর্যকুমার বর্তমানে মুম্বই থেকে পান ১২.২ কোটি টাকা। কেকেআর তাঁর জন্য সর্বোচ্চ ১৫ কোটি টাকা পর্যন্ত খরচ করতে পারে বলে খবর। এমন পরিস্থিতিতে রেকর্ড অঙ্ক পেতে পারেন সূর্য।
আইপিএলে রেকর্ড চুক্তি করেছিলেন মিচেল স্টার্ক। কেকেআর এই তারকাকে নিয়েছিল ২৪.৭৫ কোটিয়। এখন দেখার, সূর্যকুমার কি সেই রেকর্ড ভেঙে কেকেআরে আসেন!
আইপিএলে রেকর্ড চুক্তি করেছিলেন মিচেল স্টার্ক। কেকেআর এই তারকাকে নিয়েছিল ২৪.৭৫ কোটিয়। এখন দেখার, সূর্যকুমার কি সেই রেকর্ড ভেঙে কেকেআরে আসেন!