টি-২০ বিশ্বকাপ জিতে দেশে ফেরার পর থেকেই শুভেচ্ছার জোয়ারে ভাসছেন কুলদীপ যাদব। কানপুরে নিজের শহরে পৌছতেই ফ্যানেরা তাঁকে রাজকীয় সংবর্ধনা জানান। যা মন ছুঁয়ে যায় তারকা ক্রিকেটারের।

এমন ক্রিকেটারকে বসিয়ে রেখেছিল ভারত! দলের ‘মেরুদন্ড’, খেলা ঘুরিয়ে দেন এক মিনিটে

বার্বাডোজ: টিম ইন্ডিয়া আজ T20 বিশ্বকাপ ২০২৪-এর শিরোপা জয়ের লড়াইয়ে নামবে। ১৭ বছর ধরে যে ট্রফি জেতা হয়নি ভারতের, আজ তা জেতার বড় সুযোগ।

বিশ্বজয়ের আর মাত্র এক ধাপ দূরে টিম ইন্ডিয়া। এদিকে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শিরোপা লড়াইয়ের আগে কুলদীপ যাদবের ছোটবেলার কোচ কপিল পান্ডে নিজের ছাত্রকে টিম ইন্ডিয়ার ‘মেরুদন্ড’ বলেছেন।

কপিল পান্ডে বিশ্বাস করেন, রোহিত শর্মার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া নিশ্চিতভাবে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতবে। তিনি বলেছেন, ভারতীয় দল প্রতিটি বিভাগে দুর্দান্ত পারফর্ম করছে। শনিবার বার্বাডোজে ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের জয় নিশ্চিত।

আরও পড়ুন- মেগা ফাইনালে কেমন একাদশ নামাতে চলেছে টিম ইন্ডিয়া? দলে বড় বদল! জানুন বিস্তারিত

টুর্নামেন্টের ইতিহাসে ভারত ও দঃ আফ্রিকা, দুই দলই ৬বার মুখোমুখি হয়েছে। ভারতই এগিয়ে (৪-২)। সেমিফাইনালে ইংল্যান্ডকে ৬৮ রানে হারিয়েছে ভারত।

—- Polls module would be displayed here —-

কপিল পান্ডে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর ছাত্র কুলদীপ যাদবের পারফরম্যান্স নিয়ে কথা বলেছেন। কপিল পান্ডে বলেছেন, ‘২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের পারফরম্যান্স অসাধারণ। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপেও একই রকম পারফর্ম করেছিল ভারত। কিন্তু ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়।। তবে এবার দলটাকে অন্যরকম লাগছে। ফাইনালে ওঠার জন্য এটাই সেরা ভারতীয় টি-টোয়েন্টি দল।

তিনি আরও বলেন, আমি জানি অনেক খেলোয়াড় ভাল পারফর্ম করেনি, কিন্তু তারা টি-টোয়েন্টি ক্রিকেটে বড় নাম। আপনি তাদের উপেক্ষা করতে পারবেন না। বড় ম্যাচে আপনার এমন খেলোয়াড় দরকার যারা চাপ সামলাতে পারে।

বিরাট কোহলির ফর্ম নিয়ে কথা বলতে গিয়ে কুলদীপ যাদবের কোচ বলেছেন, ‘ওর কোনও পরামর্শের দরকার নেই। কোহলি অনেক বড় খেলোয়াড়। যারা ওর পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলছেন তারা শীঘ্রই উত্তর পাবেন।

আরও পড়ুন- রয়েছে ঝড়ের পূর্বাভাস, ফাইনালে ভারতের জন্য ওয়েদারের কি অশনি সংকেত এল

কুলদীপ আইসিসি টুর্নামেন্টে ক্রমাগত ভাল পারফর্ম করে চলেছেন, এই বিষয়ে তাঁর কোচ বলেছেন, ‘কুলদীপ ভারতীয় দলের মেরুদণ্ড। ও শেষ চারটি ম্যাচে সুযোগ পেয়েছে। নিজেকে প্রমাণ করেছে। ও এক মিনিটে খেলা ঘুরিয়ে দিতে পারে।