কাশির সিরাপ পৌরসভায়

Purulia News: পৌরসভার নির্মীয়মান বিল্ডিংয়ের মধ্যেই এ কী মিলল,  অবাক ঝালদাবাসী!

পুরুলিয়া: জেলা পুরুলিয়ার চারটি মহকুমার মধ্যে অন্যতম ঝালদা মহকুমা। ঝালদা পৌরসভার অন্তর্গত এই মহকুমা। ঝালদা শহরের সমস্ত কিছু নজরদারির দায়িত্ব রয়েছে ঝালদা পৌরসভার উপরে। আর সেখানে দাঁড়িয়ে পৌরসভার নাকের ডগায় হচ্ছে অদ্ভুত কার্যকলাপ। পৌরসভার নির্মীয়মান বিল্ডিংয়ের কাছে জমছে কাশির সিরাপের পাহাড়। অথচ এই বিষয়ে নজর নেই পৌর প্রশাসনের। রীতিমত ক্ষোভ জন্মাচ্ছে এলাকার মানুষদের মনে।

এ বিষয়ে শহরের এক বাসিন্দা বলেন , যে পরিমাণ কাশির সিরাপের বোতলের পাহাড় জমা হয়েছে তা দীর্ঘদিনের। পৌর প্রধান ও পৌর প্রশাসনের উচিত ছিল বিষয়টির ওপর নজর দেওয়া। ‌ যুবসমাজ ধীরে ধীরে বেপথে চলে যাচ্ছে। রাজনৈতিক নেতৃত্বদের ও পৌরসভার উচিত বিষয়টির উপর নজর দেওয়া।

এ বিষয়ে কংগ্রেস কাউন্সিলর বিপ্লব কয়েল বলেন , এ বিষয়টি এর আগেও কানে এসেছে । পুলিশ মাঝের মধ্যে এই এলাকায় হানাও দিয়েছে। কিন্তু তাতে অবস্থার বিশেষ পরিবর্তন হয়নি। পৌরসভা ও প্রশাসন যদি বিষয়টির উপর কড়া পদক্ষেপ না করে তাহলে আগামী প্রজন্ম ধ্বংসের মুখে চলে যাবে।

এ বিষয়ে উপ পৌরপ্রধান সুদীপ কর্মকার বলেন , এর আগেও আমাদের কাছেই খবরটি এসেছিল। তবে এগুলো দীর্ঘদিনের আগের জমানো বোতল। সেই সময় পৌরসভায় ঢোকার জন্য কোন গেট ছিল না। তবে বর্তমানে গেট লাগানোর পর যে কেউ পৌরসভায় ঢুকতে পারে না। ঝালদার যুবসমাজ যেভাবে নেশার দিকে এগোচ্ছে আমরা শক্ত হাতে মোকাবিলার চেষ্টা করব।

শর্মিষ্ঠা ব্যানার্জি