বাম্পার আয়! রেলের সব থেকে বেশি কামাই ‘এই’ ট্রেন থেকে! বন্দে ভারত, শতাব্দী অনেক পিছনে

বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক রয়েছে ভারতে। প্রতিদিন ২ কোটিরও বেশি মানুষ ভারতীয় রেলের বিভিন্ন ট্রেনে ভ্রমণ গন্তব্যে পৌঁছন। রোজ ভারতের বিভিন্ন প্রান্তে ১৩,৪৫২-রও বেশি ট্রেন চলে।
বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক রয়েছে ভারতে। প্রতিদিন ২ কোটিরও বেশি মানুষ ভারতীয় রেলের বিভিন্ন ট্রেনে ভ্রমণ গন্তব্যে পৌঁছন। রোজ ভারতের বিভিন্ন প্রান্তে ১৩,৪৫২-রও বেশি ট্রেন চলে।
রাজধানী, শতাব্দী, দুরন্ত, বন্দে ভারতের মতো একাধিক প্রিমিয়ম ট্রেন চালায় ভারতীয় রেল। তবে ভারতীয় রেলের নেটওয়ার্ক জুড়ে চলে আরও বহু মেইল, এক্সপ্রেস এবং যাত্রীবাহী ট্রেন।
রাজধানী, শতাব্দী, দুরন্ত, বন্দে ভারতের মতো একাধিক প্রিমিয়ম ট্রেন চালায় ভারতীয় রেল। তবে ভারতীয় রেলের নেটওয়ার্ক জুড়ে চলে আরও বহু মেইল, এক্সপ্রেস এবং যাত্রীবাহী ট্রেন।
এখন অনেকেই ভাবেন হয়তো, লাভজনক ট্রেন হল বন্দে ভারত এক্সপ্রেস! তবে আদতে তা নয়। বন্দে ভারত, শতাব্দীর থেকেও লাভজনক ট্রেন রয়েছে ভারতীয় রেলের।
এখন অনেকেই ভাবেন হয়তো,  ভারতীয়  রেলের সব থেকে লাভজনক ট্রেন হল বন্দে ভারত এক্সপ্রেস! তবে আদতে তা নয়। বন্দে ভারত, শতাব্দীর থেকেও লাভজনক ট্রেন রয়েছে ভারতীয় রেলের।
রাজধানী এক্সপ্রেস ভারতীয় রেলের সব থেকে লাভজনক ট্রেন। বন্দে ভারত, শতাব্দী, দূরন্তর আগে এই ট্রেন ছিল ভারতীয় রেলের সব থেকে প্রিমিয়ম ট্রেন।
রাজধানী এক্সপ্রেস ভারতীয় রেলের সব থেকে লাভজনক ট্রেন। বন্দে ভারত, শতাব্দী, দূরন্তর আগে এই ট্রেন ছিল ভারতীয় রেলের সব থেকে প্রিমিয়ম ট্রেন।
তিনটি রাজধানী এক্সপ্রেস ভারতীয় রেলের সব থেকে তিনটি লাভজনক ট্রেন। বেঙ্গালুরু রাজধানী এক্সপ্রেস তার মধ্যে শীর্ষে।
তিনটি রাজধানী এক্সপ্রেস ভারতীয় রেলের সব থেকে তিনটি লাভজনক ট্রেন। বেঙ্গালুরু রাজধানী এক্সপ্রেস তার মধ্যে শীর্ষে।
 হজরত নিজামুদ্দিন স্টেশন থেকে কেএসআর বেঙ্গালুরু পর্যন্ত চলে ২২৬৯২ বেঙ্গালুরু রাজধানী এক্সপ্রেস। এই ট্রেন সারা বছরে ভারতীয় রেলকে সব থেকে বেশি লাভ দেয়।
হজরত নিজামুদ্দিন স্টেশন থেকে কেএসআর বেঙ্গালুরু পর্যন্ত চলে ২২৬৯২ বেঙ্গালুরু রাজধানী এক্সপ্রেস। এই ট্রেন সারা বছরে ভারতীয় রেলকে সব থেকে বেশি লাভ দেয়।
ভারতীয় রেল জানাচ্ছে, ২০২২-২৩ অর্থবর্ষে রাজধানী এক্সপ্রেসে ৫,০৯,৫১০ জন যাত্রী ভ্রমণ করেছিলেন। ভাড়া হিসেবে ভারতীয় রেলওয়ের আয় করেছিল ১৭৬ কোটি টাকারও বেশি।
ভারতীয় রেল জানাচ্ছে, ২০২২-২৩ অর্থবর্ষে রাজধানী এক্সপ্রেসে ৫,০৯,৫১০ জন যাত্রী ভ্রমণ করেছিলেন। ভাড়া হিসেবে ভারতীয় রেলওয়ের আয় করেছিল ১৭৬ কোটি টাকারও বেশি।
লাভের হিসেবে দ্বিতীয় স্থানে আছে শিয়ালদহ-রাজধানী এক্সপ্রেস।কলকাতা থেকে নয়া দিল্লি পর্যন্ত  চলা এই ট্রেন থেকে ১২৮ কোটি লাভ করেছে রেল।
লাভের হিসেবে দ্বিতীয় স্থানে আছে শিয়ালদহ-রাজধানী এক্সপ্রেস।কলকাতা থেকে নয়া দিল্লি পর্যন্ত চলা এই ট্রেন থেকে ১২৮ কোটি লাভ করেছে রেল।