জনপ্রিয় গায়ক

Singer: ২৫ বছর ধরে চরম দুঃখের এই গানে তুমুল নাচে সবাই! আপনিও নেচেছেন নিশ্চিত, ৯০% মানুষ অর্থ জানে না আজও! কে এই গায়ক? কোন গান বলুন তো?

*১৯৯৯ সালে মুক্তি পায় পঞ্জাবি গায়ক সুখবীর সিংয়ের গান 'ইশক তেরা তদপাভে'। গানটি ২৫ বছর ধরে চলছে অত্যন্ত জনপ্রিয়তার সঙ্গে। সুখবীর সিং এখনও এই গান থেকে অর্থ উপার্জন করছেন। এই অ্যালবামটি প্রকাশের সঙ্গে সঙ্গেই এটি নাচের গান হিসেবে জনপ্রিয়তা লাভ করে।
*১৯৯৯ সালে মুক্তি পায় পঞ্জাবি গায়ক সুখবীর সিংয়ের গান ‘ইশক তেরা তদপাভে’। গানটি ২৫ বছর ধরে চলছে অত্যন্ত জনপ্রিয়তার সঙ্গে। সুখবীর সিং এখনও এই গান থেকে অর্থ উপার্জন করছেন। এই অ্যালবামটি প্রকাশের সঙ্গে সঙ্গেই এটি নাচের গান হিসেবে জনপ্রিয়তা লাভ করে।
*আজও এই গানের কথা শুনলেই মানুষের কোমর দোলে, পা মাটিতে স্থির থাকে না। বিয়ে হোক বা যে কোনও সেলিব্রেশন, এই গানের নাচ ছাড়া অসম্পূর্ণ মনে হয়। তবে এটি কিন্তু মোটেই কোনও আনন্দ বা উৎসবের গান নয়। গানের কথাগুলি বেশ করুণ। গানের কথা লেখেন সুখবীর সিং, সঙ্গে হিপ-হপ স্টাইলে মিউজিক করে বাজারে ছাড়া হয়। 
*আজও এই গানের কথা শুনলেই মানুষের কোমর দোলে, পা মাটিতে স্থির থাকে না। বিয়ে হোক বা যে কোনও সেলিব্রেশন, এই গানের নাচ ছাড়া অসম্পূর্ণ মনে হয়। তবে এটি কিন্তু মোটেই কোনও আনন্দ বা উৎসবের গান নয়। গানের কথাগুলি বেশ করুণ। গানের কথা লেখেন সুখবীর সিং, সঙ্গে হিপ-হপ স্টাইলে মিউজিক করে বাজারে ছাড়া হয়।
*গানটি প্রকাশিত হওয়ার ২৫ বছর পেরিয়ে গেলেও ৯০ শতাংশ মানুষই এই গানের আসল অর্থ জানেন না। গানের কথাগুলির অর্থ বিশ্লেষণ করলে দেখা যায় 'হ্যায় হ্যায় হ্যায়, তারে গিন গিন ইয়াদ চ তেরি, ম্যায় তান জাগ রতা নু,'। গানের এই আবরণে প্রেমিকার স্মৃতিতে সারারাত জেগে থাকে প্রেমিক। দুঃখে ডুবে যাওয়া প্রেমিক তাঁর প্রিয়তমার স্মৃতিতে ঘুমোতে পারছেন না। পাশেই রয়েছে গানের লাইন, 'রোক না পাভ আঁখিয়ান ভিচো, গাম দিয়া বরসা তনু, তারে গিন গিন ইয়াদ চ তেরি, ম্যায় তান জগ রতা নু'। (ছবি সৌজন্যে-Instagram@sukhbir_singer)
*গানটি প্রকাশিত হওয়ার ২৫ বছর পেরিয়ে গেলেও ৯০ শতাংশ মানুষই এই গানের আসল অর্থ জানেন না। গানের কথাগুলির অর্থ বিশ্লেষণ করলে দেখা যায় ‘হ্যায় হ্যায় হ্যায়, তারে গিন গিন ইয়াদ চ তেরি, ম্যায় তান জাগ রতা নু,’। গানের এই আবরণে প্রেমিকার স্মৃতিতে সারারাত জেগে থাকে প্রেমিক। দুঃখে ডুবে যাওয়া প্রেমিক তাঁর প্রিয়তমার স্মৃতিতে ঘুমোতে পারছেন না। পাশেই রয়েছে গানের লাইন, ‘রোক না পাভ আঁখিয়ান ভিচো, গাম দিয়া বরসা তনু, তারে গিন গিন ইয়াদ চ তেরি, ম্যায় তান জগ রতা নু’। (ছবি সৌজন্যে-Instagram@sukhbir_singer)
*এই লাইনে গায়ক জানাচ্ছেন, প্রেয়সীর স্মরণে রাতভর চোখের জল ঝরাচ্ছেন নায়ক। লেখক এই গানে বলছেন তিনি বান্ধবীকে মিস করছেন। এই স্মৃতিচারণের দুঃখে সারারাত ঘুমানোর বদলে কাঁদতে থাকেন তিনি। প্রেমিকার বিচ্ছেদের দুঃখ সহ্য করতে পারছেন না প্রেমিক। বিচ্ছেদের দুঃখে নাওয়া-খাওয়া ভুলেছেন নায়ক। সারাদিন প্রেমিক তার প্রেয়সীর জন্য ব্যাকুল থাকে। এটাই গানের আসল অর্থ। কিন্তু এত কিছুর পরেও এই গানের সুর বদলে দিয়েছে গানের কথার অর্থ। (ছবি সৌজন্যে-Instagram@sukhbir_singer)
*এই লাইনে গায়ক জানাচ্ছেন, প্রেয়সীর স্মরণে রাতভর চোখের জল ঝরাচ্ছেন নায়ক। লেখক এই গানে বলছেন তিনি বান্ধবীকে মিস করছেন। এই স্মৃতিচারণের দুঃখে সারারাত ঘুমানোর বদলে কাঁদতে থাকেন তিনি। প্রেমিকার বিচ্ছেদের দুঃখ সহ্য করতে পারছেন না প্রেমিক। বিচ্ছেদের দুঃখে নাওয়া-খাওয়া ভুলেছেন নায়ক। সারাদিন প্রেমিক তার প্রেয়সীর জন্য ব্যাকুল থাকে। এটাই গানের আসল অর্থ। কিন্তু এত কিছুর পরেও এই গানের সুর বদলে দিয়েছে গানের কথার অর্থ। (ছবি সৌজন্যে-Instagram@sukhbir_singer)
*২৫ বছর ধরে বিয়ে ও পার্টিতে এই গান শুনছেন মানুষ। শুধু তাই নয়, ভারতের সর্বকালের সুপারহিট গানের মধ্যেও সবচেয়ে বেশি শোনা গানের মধ্যে এই গান সম্ভবত রয়েছে। (ছবি সৌজন্যে-Instagram@sukhbir_singer)
*২৫ বছর ধরে বিয়ে ও পার্টিতে এই গান শুনছেন মানুষ। শুধু তাই নয়, ভারতের সর্বকালের সুপারহিট গানের মধ্যেও সবচেয়ে বেশি শোনা গানের মধ্যে এই গান সম্ভবত রয়েছে। (ছবি সৌজন্যে-Instagram@sukhbir_singer)
*নব্বই দশকের এই গান আজও মানুষকে নাচতে বাধ্য করে। আশ্চর্যের বিষয় হল, গানের কথা যেখানে দুঃখে ভরা, সেখানে আনন্দের গানের মতো নেচে ওঠেন সকলে। (ছবি সৌজন্যে-Instagram@sukhbir_singer)
*নব্বই দশকের এই গান আজও মানুষকে নাচতে বাধ্য করে। আশ্চর্যের বিষয় হল, গানের কথা যেখানে দুঃখে ভরা, সেখানে আনন্দের গানের মতো নেচে ওঠেন সকলে। (ছবি সৌজন্যে-Instagram@sukhbir_singer)
*এই গানের গায়ক সুখবীর সিং এখনও এই গান থেকে টাকা পাচ্ছেন। ২৫ বছর পেরিয়ে গেলেও এই গান থেকে সুখবীর অর্থ উপার্জন করেন, সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন সুখবীর নিজেই। সুখবীর তার ক্যারিয়ারে অনেক সুপারহিট গান উপহার দিয়েছেন। তবে এখন পর্যন্ত সুখবীরের ক্যারিয়ারের সবচেয়ে জনপ্রিয় গান এটি। এই গানটিও বেশ কয়েকবার রিমেক করা হয়েছে। গানটির রিমেক করেছেন সুখবীর নিজেই। (ছবি সৌজন্যে-Instagram@sukhbir_singer)
*এই গানের গায়ক সুখবীর সিং এখনও এই গান থেকে টাকা পাচ্ছেন। ২৫ বছর পেরিয়ে গেলেও এই গান থেকে সুখবীর অর্থ উপার্জন করেন, সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন সুখবীর নিজেই। সুখবীর তার ক্যারিয়ারে অনেক সুপারহিট গান উপহার দিয়েছেন। তবে এখন পর্যন্ত সুখবীরের ক্যারিয়ারের সবচেয়ে জনপ্রিয় গান এটি। এই গানটিও বেশ কয়েকবার রিমেক করা হয়েছে। গানটির রিমেক করেছেন সুখবীর নিজেই। (ছবি সৌজন্যে-Instagram@sukhbir_singer)
*গানটি নিয়ে কিছুদিন আগে সুখবীর বলেছিলেন, 'আজও আমি প্রচুর জনপ্রিয়তা পাই। গানটি সারা দেশে বাজে নানা অনুষ্ঠানে। কিছু গান আছে যার সুর গানের কথাকে ছাপিয়ে যায়। এই গানটিও সে রকমই। এই গানের সুর, গানের কথার অর্থ বদলে দিয়েছে। তবে আমি খুব খুশি যে গানটি এখনও মানুষের ভাল লাগে। (ছবি সৌজন্যে-Instagram@sukhbir_singer)
*গানটি নিয়ে কিছুদিন আগে সুখবীর বলেছিলেন, ‘আজও আমি প্রচুর জনপ্রিয়তা পাই। গানটি সারা দেশে বাজে নানা অনুষ্ঠানে। কিছু গান আছে যার সুর গানের কথাকে ছাপিয়ে যায়। এই গানটিও সে রকমই। এই গানের সুর, গানের কথার অর্থ বদলে দিয়েছে। তবে আমি খুব খুশি যে গানটি এখনও মানুষের ভাল লাগে। (ছবি সৌজন্যে-Instagram@sukhbir_singer)