ভারী বৃষ্টি না হলেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই দুই জেলায়।

Weather Update: বর্ষণমুখর সপ্তাহ… সাতদিন টানা বৃষ্টি দুই বঙ্গে, আবহাওয়ার বড় আপডেট

সপ্তাহ জুড়ে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস। ‘ওয়াইড স্প্রেইড রেইন’ চলবে দক্ষিণবঙ্গে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণবঙ্গের কয়েক জেলাতে। প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া দফতর।বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় বৃষ্টির সতর্কতা জারি। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সতর্কতা বজ্রপাতেরও। উত্তরবঙ্গে উপরের দিকের পাঁচ জেলাতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। আজ, সোমবার দুই জেলায় ভারী বৃষ্টি। বাকি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। আপাতত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে আর কোনও নিষেধাজ্ঞা থাকছে না।