প্রতীকী ছবি৷

Tiljala drowning: গরমে পুকুরে স্নান করতে নেমে সর্বনাশ! তিলজলায় একসঙ্গে ডুবে মৃত্যু তিন কিশোরের

কলকাতা: তিলজলায় পুকুরে স্নান করতে নেমে একসঙ্গে তলিয়ে গিয়ে মৃত্যু হল তিন কিশোরের৷ মর্মান্তিক এই ঘটনা ঘটেছে তিলজলার চৌবাগা এলাকায়৷ ইতিমধ্যেই পুকুরে ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু করেছে তিলজলা থানার পুলিশ৷

স্থানীয় সূত্রে খবর, মৃত তিন কিশোরের নাম মহম্মদ ইমতিয়াজ (১৪), মহম্মদ হায়দেরিয়াল (১৫) এবং মহম্মদ সাহিল (১৬)৷ জানা গিয়েছে, তিন জন কিশোরের কেউই সাঁতার জানত না৷

আরও পড়ুন: অবশেষে একটানা বৃষ্টির আশা, চলবে কতদিন? উত্তরের সব জেলার জন্য বিরাট স্বস্তির খবর

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, চৌবাগা এলাকার ওই পুকুরে এ দিন বিকেলের দিকে স্নান করতে আসে ওই চার-পাঁচ জন কিশোর৷ প্রথমে পুকুরে নামে এক কিশোর৷ সাঁতার না জানায় জলে ডুবতে থাকে সে৷ তাকে বাঁচাতে বাকি দু জন জলে ঝাঁপ দেয়৷ কিন্তু সাঁতার না জানায় তিনজনই পুকুরের জলে তলিয়ে যায়৷

তিন বন্ধুকে ডুবতে দেখে পাড়ে থাকা বাকি দুই কিশোর ছুটে গিয়ে এলাকার বাসিন্দাদের কাছে সাহায্য চাইতে যায়৷ এলাকার বাসিন্দারা ছুটে এসে দেখেন পুকুরে কাউকেই দেখা যাচ্ছে না৷ তখনই বিপদ আন্দাজ করে তিলজলা থানায় খবর দেওয়া হয়৷ ঘটনাস্থলে আসে পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর ডুবুরিরা৷ কিছুক্ষণ তল্লাশির পর ওই তিন কিশোরেরই অচৈতন্য দেহ উদ্ধার করা হয়৷ হাসপাতালে নিয়ে গেলে তিন জনকেই মৃত বলে ঘোষণা করা হয়৷ ওই তিন কিশোরই তিলজলার সাতগাছি এলাকার বাসিন্দা৷

মর্মান্তিক এই ঘটনায় এলাকার শোকের ছায়া নেমে এসেছে৷ তবে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই কিশোরদের দুপুর বেলা ফাঁকা পুকুরে স্নান করতে নিষেধ করেছিলেন কয়েকজন৷ কিন্তু তারা তা শোনেনি৷