বৃহস্পতিবারকে বলা হয় ‘বীর বার’। দেবগুরু বৃহস্পতির নামে সপ্তাহের এই দিনটি নামাঙ্কিত। মঙ্গল ও শনির মতো এই দিনটিও খুব পবিত্র।

Astrological Tips for Thursday: বৃহস্পতিবার ভুলেও খাবেন না এই হলুদ খাবার! আর্থিক ক্ষতিতে তছনছ জীবন! নেমে আসবে দুর্বিপাক

বৃহস্পতিবারকে বলা হয় ‘বীর বার’। দেবগুরু বৃহস্পতির নামে সপ্তাহের এই দিনটি নামাঙ্কিত। মঙ্গল ও শনির মতো এই দিনটিও খুব পবিত্র।
বৃহস্পতিবারকে বলা হয় ‘বীর বার’। দেবগুরু বৃহস্পতির নামে সপ্তাহের এই দিনটি নামাঙ্কিত। মঙ্গল ও শনির মতো এই দিনটিও খুব পবিত্র।

 

বৃহস্পতিবারের জন্য পালনীয় কিছু নিয়ম আছে। কিছু কাজ এই দিনে করা যাবে। কিছু কাজ করা একদমই যাবে না। বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ পণ্ডিত হিতেন্দ্রকুমার শর্মা।
বৃহস্পতিবারের জন্য পালনীয় কিছু নিয়ম আছে। কিছু কাজ এই দিনে করা যাবে। কিছু কাজ করা একদমই যাবে না। বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ পণ্ডিত হিতেন্দ্রকুমার শর্মা।

 

বৃহস্পতিকে জ্ঞানবুদ্ধি, সমৃদ্ধি এবং সম্পদের দেবতা বলা হয়। জন্মছকে বৃহস্পতি তুঙ্গে থাকলে তাঁর ভাগ্যে সম্পদ ও খ্যাতির অভাব হয় না।
বৃহস্পতিকে জ্ঞানবুদ্ধি, সমৃদ্ধি এবং সম্পদের দেবতা বলা হয়। জন্মছকে বৃহস্পতি তুঙ্গে থাকলে তাঁর ভাগ্যে সম্পদ ও খ্যাতির অভাব হয় না।

 

বৃহস্পতিবার হল ভগবান বিষ্ণুকে পুজো করার দিন। বিষ্ণু হলেন পীতাম্বর। অর্থা‍ত তাঁর পরনের বসন হলুদ বা পীত। তাই এই দিন অনেকেই খিচুড়ি খান না।
বৃহস্পতিবার হল ভগবান বিষ্ণুকে পুজো করার দিন। বিষ্ণু হলেন পীতাম্বর। অর্থা‍ত তাঁর পরনের বসন হলুদ বা পীত। তাই এই দিন অনেকেই খিচুড়ি খান না।

 

খিচুড়ির মূল উপকরণ চাল ও ডাল। তাই খিচুড়ির রং হলুদ। সেজন্য প্রচলিত বিশ্বাস হল বৃহস্পতিবার খিচুড়ি খেলে আর্থিক ক্ষয়ক্ষতি হতে পারে।
খিচুড়ির মূল উপকরণ চাল ও ডাল। তাই খিচুড়ির রং হলুদ। সেজন্য প্রচলিত বিশ্বাস হল বৃহস্পতিবার খিচুড়ি খেলে আর্থিক ক্ষয়ক্ষতি হতে পারে।

 

গৃহিণী বা বিবাহিতাদের এই দিনে শ্যাম্পু করতে নিষেধ করা হয়। বলা হয় তাতে সংসারের অকল্যাণ হবে। এই দিনে চুল ও নখ কাটাও নিষিদ্ধ। মনে করা হয় তাতে বৃহস্পতিদেব কুপিত বা রুষ্ট হতে পারেন।
গৃহিণী বা বিবাহিতাদের এই দিনে শ্যাম্পু করতে নিষেধ করা হয়। বলা হয় তাতে সংসারের অকল্যাণ হবে। এই দিনে চুল ও নখ কাটাও নিষিদ্ধ। মনে করা হয় তাতে বৃহস্পতিদেব কুপিত বা রুষ্ট হতে পারেন।

 

সপ্তাহের এই দিনে বা বৃহস্পতিবারে লক্ষ্মী ও বিষ্ণুর পুজো করুন একসঙ্গে। পুজোয় নিবেদন করুন হলুদ রঙের জিনিস যেমন কলা, লাড্ডু এবং হলুদ বস্ত্র। এতে বৃহস্পতির আশীর্বাদ বর্ষিত হয় বলে বিশ্বাস।
সপ্তাহের এই দিনে বা বৃহস্পতিবারে লক্ষ্মী ও বিষ্ণুর পুজো করুন একসঙ্গে। পুজোয় নিবেদন করুন হলুদ রঙের জিনিস যেমন কলা, লাড্ডু এবং হলুদ বস্ত্র। এতে বৃহস্পতির আশীর্বাদ বর্ষিত হয় বলে বিশ্বাস।