Thyroid

Thyroid Problem: আপনার কি থাইরয়েড রয়েছে? বড় ক্ষতির আগে এটি দেখুন

গলার সামনের দিকে প্রজাপতি আকৃতির গ্রন্থিটি হল থাইরয়েড। মানুষের বিকাশ, শারীরবৃত্তিক আর বিপাকীয় নানা ক্রিয়া-প্রক্রিয়ার সঙ্গে যুক্ত এই থাইর‍য়েড গ্রন্থি। থাইর‍য়েড গ্রন্থি থেকে নিঃসৃত থাইরয়েড হরমোন এই সব কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকাল জীবনযাপনের ধরনের ফলে আরও বেশি মানুষ এই রোগে আক্রান্ত হয়। ছেলেদের থেকেও মেয়েদের মধ্যে থাইরয়েডে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু থাইর‍য়েড রোগের বেশ কিছু লক্ষণ রয়েছে। যা দেখলে আগেভাগে সতর্ক হোন।