টাইগার ৩— সলমন-ক্যাটেরিনার পুরনো রসায়ন পর্দায় ফিরে পাওয়া নিয়ে উৎসাহ ছিল তুঙ্গে। কিন্তু নভেম্বরে রিলিজ করা ৩০০ কোটির এই ছবি ব্যবসা করে মাত্র ৪৬৬.৩৩ কোটির।

Tiger 3 Box Office Collection: বক্স অফিসে ‘টাইগার ৩’ ঝড়! ৩০০ কোটির ক্লাবে সলমন-ক্যাটরিনার অ্যাকশন-থ্রিলার

বক্স অফিসে টাইগার ৩ ঝড় তুলবে, তা বুঝতে বাকি ছিল না। সলমন খান-ক্যাটরিনা কইফ অভিনীত এই ছবি ভাল ব্যবসা করছে। সারা বিশ্ব জুড়ে এখনও পর্যন্ত ছবিটির আয় ৩০০ কোটি টাকা।
বক্স অফিসে টাইগার ৩ ঝড় তুলবে, তা বুঝতে বাকি ছিল না। সলমন খান-ক্যাটরিনা কইফ অভিনীত এই ছবি ভাল ব্যবসা করছে। সারা বিশ্ব জুড়ে এখনও পর্যন্ত ছবিটির আয় ৩০০ কোটি টাকা।
টাইগার ৩ ভারতে মোট ২২৯ কোটি ( ১৮৮.২৫ কোটি নেট) আয় করেছে। এটি বিশ্বব্যাপী ৭১ কোটি গ্রস (৮.৫০ মিলিয়ন) আয় করেছে। বিশ্বব্যাপী চলচ্চিত্রটির আয় এখন পর্যন্ত মোট ৩০০ কোটি।
টাইগার ৩ ভারতে মোট ২২৯ কোটি ( ১৮৮.২৫ কোটি নেট) আয় করেছে। এটি বিশ্বব্যাপী ৭১ কোটি গ্রস (৮.৫০ মিলিয়ন) আয় করেছে। বিশ্বব্যাপী চলচ্চিত্রটির আয় এখন পর্যন্ত মোট ৩০০ কোটি।
ভারতে প্রথম দিনে ছবিটি ৪৪.৫০ কোটি, দ্বিতীয় দিনে ৫৯.২৫ কোটি, তৃতীয় দিনে ৪৪.৭৫ কোটি, চতুর্থ দিনে ২১.২৫ কোটি এবং পঞ্চম দিনে ১৮.৫০ কোটি আয় করে।
ভারতে প্রথম দিনে ছবিটি ৪৪.৫০ কোটি, দ্বিতীয় দিনে ৫৯.২৫ কোটি, তৃতীয় দিনে ৪৪.৭৫ কোটি, চতুর্থ দিনে ২১.২৫ কোটি এবং পঞ্চম দিনে ১৮.৫০ কোটি আয় করে।
২০১২ সালে প্রথম মুক্তি পায় জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি 'এক থা টাইগার'। ২০১৭ সালে মুক্তি পায় 'টাইগার জিন্দা হ্যায়।' দু'টি ছবিই দৃষ্টান্তমূলক ব্যবসা করেছিল বক্স অফিসে।
২০১২ সালে প্রথম মুক্তি পায় জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি ‘এক থা টাইগার’। ২০১৭ সালে মুক্তি পায় ‘টাইগার জিন্দা হ্যায়।’ দু’টি ছবিই দৃষ্টান্তমূলক ব্যবসা করেছিল বক্স অফিসে।
সলমন-ক্যাটরিনার রসায়ন, টানটান অ্যাকশন দৃশ্য, শাহরুখ খানের উপস্থিতি, সব মিলিয়ে দর্শককে টাইগার ৩ ভরপুর বিনোদন দিয়েছে।
সলমন-ক্যাটরিনার রসায়ন, টানটান অ্যাকশন দৃশ্য, শাহরুখ খানের উপস্থিতি, সব মিলিয়ে দর্শককে টাইগার ৩ ভরপুর বিনোদন দিয়েছে।