Knowledge Story: হঠাৎ মৌমাছি তাড়া করলে কী করবেন? কোনটা একেবারেই করবেন না, হূল ফোটালেই বা সঙ্গে সঙ্গে কী করা উচিত? জানুন বিশেষজ্ঞের মতামত

গ্রাম হোক কী শহর, মৌমাছির আক্রমণের ঘটনা শুনে থাকি আমরা প্রায়ই৷ আমাদের মধ্যেই অনেকেই জানি, সাপে কামড়ালে তখনই কী করতে হয় বা কুকুরে কামড়ালে তৎক্ষণাৎ কী করা উচিত৷ কিন্তু, জানি না একটা মৌমাছি হোক কী মৌমাছির ঝাঁক, আক্রমণ করলে ঠিক ওই মুহূর্তে কী করা উচিত৷ এই প্রতিবেদনে সেই উপায়গুলি নিয়েই আলোচনা করব আমরা৷
গ্রাম হোক কী শহর, মৌমাছির আক্রমণের ঘটনা শুনে থাকি আমরা প্রায়ই৷ আমাদের মধ্যেই অনেকেই জানি, সাপে কামড়ালে তখনই কী করতে হয় বা কুকুরে কামড়ালে তৎক্ষণাৎ কী করা উচিত৷ কিন্তু, জানি না একটা মৌমাছি হোক কী মৌমাছির ঝাঁক, আক্রমণ করলে ঠিক ওই মুহূর্তে কী করা উচিত৷ এই প্রতিবেদনে সেই উপায়গুলি নিয়েই আলোচনা করব আমরা৷
গ্রামাঞ্চলে বড় গাছের ডাল পালায় পাতার আড়ালে অনেক সময়ই হয়ে থাকে মৌমাছি চাক৷ এমনকি, বাড়ির কার্নিশেও দেখা যায় তাদের৷ শহরের ক্ষেত্রেও বাড়ির কার্নিশ, ছাদের এমন জায়গা যেখানে মানুষের যাতায়াত কম, সেখানে অজান্তেই গড়ে ওঠে মৌমাছির চাক৷
গ্রামাঞ্চলে বড় গাছের ডাল পালায় পাতার আড়ালে অনেক সময়ই হয়ে থাকে মৌমাছি চাক৷ এমনকি, বাড়ির কার্নিশেও দেখা যায় তাদের৷ শহরের ক্ষেত্রেও বাড়ির কার্নিশ, ছাদের এমন জায়গা যেখানে মানুষের যাতায়াত কম, সেখানে অজান্তেই গড়ে ওঠে মৌমাছির চাক৷
 কিন্তু, মৌমাছি তাড়া করলে কী করতে হয়, বা হূল ফুটিয়ে দিলে কী করতে হয়, এই সংক্রান্ত উপদেশ বা পরামর্শ ইন্টারনেটেও তেমন ভালভাবে মেলে না৷
কিন্তু, মৌমাছি তাড়া করলে কী করতে হয়, বা হূল ফুটিয়ে দিলে কী করতে হয়, এই সংক্রান্ত উপদেশ বা পরামর্শ ইন্টারনেটেও তেমন ভালভাবে মেলে না৷
 মার্কিন অভ্যন্তরীণ ন্যাশনাল পার্ক সার্ভিস বিভাগের সাগুয়ারো ন্যাশনাল পার্কের একজন গাইডের মতে, মৌমাছি কখনও সরাসরি নিজে থেকে প্রথমে আক্রমণ করে না। যদি কোনও একটি মৌমাছিকে আপনার চারপাশে ভন ভন করতে দেখেন, হাত-পা না নাড়িয়ে সেখান থেকে দূরে যাওয়া চেষ্টা করুন৷ ছটফট করবেন না, বা হাত-পা নাড়িয়ে মৌমাছিকে দূরে তাড়ানোর চেষ্টা করবেন না৷ এতে হিতে বিপরীত হবে৷ মৌমাছিটি বিরক্ত হয়ে গেলে আপনাকে হূল ফুটিয়ে দিতে পারে৷
মার্কিন অভ্যন্তরীণ ন্যাশনাল পার্ক সার্ভিস বিভাগের সাগুয়ারো ন্যাশনাল পার্কের একজন গাইডের মতে, মৌমাছি কখনও সরাসরি নিজে থেকে প্রথমে আক্রমণ করে না। যদি কোনও একটি মৌমাছিকে আপনার চারপাশে ভন ভন করতে দেখেন, হাত-পা না নাড়িয়ে সেখান থেকে দূরে যাওয়া চেষ্টা করুন৷ ছটফট করবেন না, বা হাত-পা নাড়িয়ে মৌমাছিকে দূরে তাড়ানোর চেষ্টা করবেন না৷ এতে হিতে বিপরীত হবে৷ মৌমাছিটি বিরক্ত হয়ে গেলে আপনাকে হূল ফুটিয়ে দিতে পারে৷
একটা মৌমাছি ভন ভন করলে শ্বাস বন্ধ রেখে ওর চলে যাওয়া পর্যন্ত স্থির হয়ে অপেক্ষা করুন৷ ছটফট করে ওকে তাড়ানোর চেষ্টা করবেন না বা লাফালাফি করবেন না৷
একটা মৌমাছি ভন ভন করলে শ্বাস বন্ধ রেখে ওর চলে যাওয়া পর্যন্ত স্থির হয়ে অপেক্ষা করুন৷ ছটফট করে ওকে তাড়ানোর চেষ্টা করবেন না বা লাফালাফি করবেন না৷
মৌমাছি হূল ফোটানোর সঙ্গে সঙ্গেই মরে যায়৷ তাই একটি মৌমাছি হূল ফোটালে সমস্যা কিছু নেই, হূলটি গায়ের ত্বক থেকে টেনে বের করুন৷ জ্বালা করা জায়গায় অ্যান্টিসেপ্টিক লোশন বা মলম লাগাতে পারেন৷ জ্বর এলে প্যারাসিটামল জাতীয় ওষুধ খেতে পারেন৷
মৌমাছি হূল ফোটানোর সঙ্গে সঙ্গেই মরে যায়৷ তাই একটি মৌমাছি হূল ফোটালে সমস্যা কিছু নেই, হূলটি গায়ের ত্বক থেকে টেনে বের করুন৷ জ্বালা করা জায়গায় অ্যান্টিসেপ্টিক লোশন বা মলম লাগাতে পারেন৷ জ্বর এলে প্যারাসিটামল জাতীয় ওষুধ খেতে পারেন৷
একের বেশি মৌমাছি হূল ফোটালে দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে যান এবং চিকিৎসকের পরামর্শ নিন৷ আপনি মৌমাছির টক্সিনে অ্যলার্জিক কি না, পারলে তা আগে থেকে টেস্ট করিয়ে রাখুন৷
একের বেশি মৌমাছি হূল ফোটালে দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে যান এবং চিকিৎসকের পরামর্শ নিন৷ আপনি মৌমাছির টক্সিনে অ্যলার্জিক কি না, পারলে তা আগে থেকে টেস্ট করিয়ে রাখুন৷
একটা মৌমাছি বিরক্ত করলে খবরদার মৌমাছির চাককে ভেঙে দিতে যাবেন না৷ তাতে সেই চাকে থাকা লক্ষ লক্ষ মৌমাছি আপনাকে আক্রমণ করতে পারে৷ এমন ক্ষেত্রে হতে পারে মৃত্যুও৷ তাই মৌমাছির চাক দেখলে সেখান থেকে যত তাড়াতাড়ি পারেন, সরে যাওয়াই ভাল৷
একটা মৌমাছি বিরক্ত করলে খবরদার মৌমাছির চাককে ভেঙে দিতে যাবেন না৷ তাতে সেই চাকে থাকা লক্ষ লক্ষ মৌমাছি আপনাকে আক্রমণ করতে পারে৷ এমন ক্ষেত্রে হতে পারে মৃত্যুও৷ তাই মৌমাছির চাক দেখলে সেখান থেকে যত তাড়াতাড়ি পারেন, সরে যাওয়াই ভাল৷
 মৌমাছি তাড়া করলে অবিলম্বে আপনার হাত দিয়ে আপনার মুখ ঢেকে রাখার চেষ্টা করুন। মৌমাছিরা সাধারণত আপনার মুখ, নাক এবং চোখের মতো শরীরের অংশগুলিতে হূল ফোটানোর চেষ্টা করেন।
মৌমাছি তাড়া করলে অবিলম্বে আপনার হাত দিয়ে আপনার মুখ ঢেকে রাখার চেষ্টা করুন। মৌমাছিরা সাধারণত আপনার মুখ, নাক এবং চোখের মতো শরীরের অংশগুলিতে হূল ফোটানোর চেষ্টা করেন।
মৌমাছির আক্রমণ করলে যত তাড়াতাড়ি সম্ভব কোনও বন্ধ জায়গায় দৌড়ে যান৷ যেমন, গাড়িতে ঢুকে গাড়ির কাচ তুলে লক করে দিতে পারেন৷ কোনও ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিতে পারেন৷ সোজা কথা, বদ্ধ কোনও জায়গায় ঢুকে পড়ে, নিজেকে আড়ালে রাখার চেষ্টা করুন৷
মৌমাছির আক্রমণ করলে যত তাড়াতাড়ি সম্ভব কোনও বন্ধ জায়গায় দৌড়ে যান৷ যেমন, গাড়িতে ঢুকে গাড়ির কাচ তুলে লক করে দিতে পারেন৷ কোনও ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিতে পারেন৷ সোজা কথা, বদ্ধ কোনও জায়গায় ঢুকে পড়ে, নিজেকে আড়ালে রাখার চেষ্টা করুন৷
মৌমাছির আক্রমণ থেকে বাঁচতে জলে ঝাঁপ দেওয়া একটা পুরনো কৌশল৷ কিন্তু, বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, এটি বিপজ্জনক এবং প্রাণঘাতীও হতে পারে৷ কারণ, জল থেকে বেরলেই আপনাকে হূল ফুটিয়ে দিতে পারে মৌমাছি, কতক্ষণই বা জলের নীচে শ্বাস বন্ধ করে ডুবে থাকা যায়৷
মৌমাছির আক্রমণ থেকে বাঁচতে জলে ঝাঁপ দেওয়া একটা পুরনো কৌশল৷ কিন্তু, বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, এটি বিপজ্জনক এবং প্রাণঘাতীও হতে পারে৷ কারণ, জল থেকে বেরলেই আপনাকে হূল ফুটিয়ে দিতে পারে মৌমাছি, কতক্ষণই বা জলের নীচে শ্বাস বন্ধ করে ডুবে থাকা যায়৷
মৌমাছি তাড়াতে চাইলে মৌমাছির চাকের জায়গায় আগুন জ্বালিয়ে ধোঁয়া তৈরি করে রেখে আসুন৷ ধোঁয়া রেখে আসার পরে বিন্দুমাত্র ওই জায়গায় অপেক্ষা করবেন না যেন৷
মৌমাছি তাড়াতে চাইলে মৌমাছির চাকের জায়গায় আগুন জ্বালিয়ে ধোঁয়া তৈরি করে রেখে আসুন৷ ধোঁয়া রেখে আসার পরে বিন্দুমাত্র ওই জায়গায় অপেক্ষা করবেন না যেন৷