21 July Martyrs’ Day: সব রেকর্ড ছাপিয়ে যাবে এ বছর! মঞ্চ বাঁধার কাজ প্রায় শেষ, ২১-এর সমাবেশ ঘিরে ব্যস্ততা তুঙ্গে

কলকাতা: হাতে আর মাত্র দুই দিন। তারপরেই ২১ জুলাই। কলকাতা থেকে জেলা, সর্বত্র প্রস্তুতি তুঙ্গে। ইতিমধ্যেই শহরে আসতে শুরু করেছেন কর্মী-সমর্থকেরা। যুদ্ধকালীন তৎপরতায় চলছে মঞ্চ বাঁধার কাজ। কসবার গীতাঞ্জলি স্টেডিয়াম, উত্তীর্ণ, সল্টলেক সেন্ট্রাল পার্ক, নেতাজি ইনডোর স্টেডিয়াম, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র ও বড় বাজারের গেস্ট হাউসগুলিতে ইতিমধ্যেই সমস্ত প্রস্তুতি সেরে ফেলা হয়েছে। জেলা থেকে কর্মী-সমর্থকেরা এসে এই জায়গাগুলিতে থাকবেন। শীর্ষ নেতৃত্বের নজরদারিতে চলছে গোটা প্রস্তুতি প্রক্রিয়া।

লোকসভা ভোটে ভাল ফলের পরে এবারের একুশে জুলাই। তৃণমূল আশাবাদী, অতীতের সব রেকর্ড ছাপিয়ে যাবে এবার। উত্তরের জেলাগুলি থেকেও নেতা-কর্মী-সমর্থকেরা ইতিমধ্যেই রওনা দিতে শুরু করেছেন। সব মিলিয়ে একুশের কাউন্ট ডাউন চলছে দ্রুতগতিতে। আগামী রবিবার একুশের মঞ্চ থেকে দলের নেতা-কর্মীদের  দিশা দেবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দোপাধ্যায়।

বৃহস্পতিবার সকালে অনেকে এসে গিয়েছেন আলিপুরদুয়ার-কোচবিহার থেকে। এবারের মঞ্চ -মূল মঞ্চ আয়তন ৫২/২৪ ফুট। এখানে থাকবেন শীর্ষ নেতারা, সাংসদ, বিধায়ক, মন্ত্রী ও আমন্ত্রিতরা।এছাড়া থাকছে আর একটি মঞ্চ যেখানে বসবেন কাউন্সিলররা। এই মঞ্চের আয়তন হচ্ছে ৪৮/২৪ ফুট। আরেকটা মঞ্চ হবে শহীদ পরিবারের সদস্যদের জন্য, যা হবে ৪০/২৪ ফুট।মূল মঞ্চতে ওঠার জন্য সিঁড়ি নয়৷ থাকতে চলেছে র‍্যাম্প। যার উচ্চতা হবে ১০,১১,১২ ফুট। এবারেও থাকছে ১৩ জায়ান্ট স্ক্রিন৷ থাকছে প্রায় ৪০০০ স্বেচ্ছাসেবক।

লোকসভা ভোট ও বিধানসভা উপনির্বাচনের  সমাবেশ পালন হবে এবার। উত্তরের জেলাগুলি থেকে বেশি কর্মী-সমর্থক আনাই এবার লক্ষ্যমাত্রা।