কুণাল ঘোষ৷

Kunal Ghosh: দলে হারানো গুরুত্ব ফিরে পেলেন কুণাল? বড় সিদ্ধান্ত নিল তৃণমূল, সামনে এল তালিকা

কলকাতা: তৃণমূলে কি ফের হারানো গুরুত্ব ফিরে পেলেন কুণাল? দলের সঙ্গে সাময়িক সংঘাতের পর আপাতত কুণালের সঙ্গে সন্ধির পথেই তৃণমূল৷ সপ্তম দফার ভোটের জন্য দলের তারকা প্রচারকের তালিকায় ফিরিয়েও আনা হয়েছে কুণাল ঘোষকে৷

প্রসঙ্গত, পঞ্চম এবং ষষ্ঠ দফার জন্য দলের তারকা প্রচারকের তালিকা থেকে কুণালকে বাদ দিয়েছিল তৃণমূল৷ তবে সপ্তম দফার নির্বাচনের জন্য তারকা প্রচারকের যে তালিকা নির্বাচন কমিশনে তৃণমূলের পক্ষ থেকে জমা দেওয়া হয়েছে, তাতে নাম রয়েছে কুণালের৷

আরও পড়ুন:

গত মাসেই কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়ের সঙ্গে একটি রক্তদানের অনুষ্ঠানে দেখা যায় কুণালকে৷ ওই অনুষ্ঠানে তাপস রায়ের ভূয়সী প্রশংসা করেন কুণাল৷ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমালোচনাও করতে শোনা যায় তাঁকে৷ এর পরই কুণালের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করে তৃণমূল৷ কুণালকে দলের মুখপাত্রের পদ থেকে সরিয়ে দেওয়া হয়৷ এখানেই শেষ নয়, পঞ্চম এবং ষষ্ঠ দফার ভোটের তারকা প্রচারকের তালিকা থেকেও বাদ দেওয়া হয় কুণালের নাম৷

দলের এই সিদ্ধান্তের পর পাল্টা মুখ খুলেছিলেন কুণালও৷ শেষ পর্যন্ত লোকসভা নির্বাচনের মধ্যে দলের অস্বস্তি এড়াতে কুণালের সঙ্গে সন্ধির পথেই হাঁটে তৃণমূল নেতৃত্ব৷ কুণালকে নিয়ে ডেরেক ও ব্রায়েনের বাড়িতে যান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু৷ এর পরেই জট অনেকটা কাটে৷ কুণালের সঙ্গে দলের দূরত্ব যে মিটেছে, তাঁকে তারকা প্রচারকের তালিকায় ফিরিয়ে এনে সম্ভবত সেই বার্তাই দিল তৃণমূল নেতৃত্ব৷

দলের এই সিদ্ধান্তের পর কুণাল ঘোষ বলেন, ‘আমি দলের কর্মী। দল আমাকে যা নির্দেশ দেবে। আমি তাই পালন করব৷’