'জাগো বাংলা'য় ইস্তফা সুখেন্দুর! নতুন সম্পাদক হলেন কে?

Sukhendu Sekhar Roy: ‘জাগো বাংলা’য় ইস্তফা সুখেন্দুর! নতুন সম্পাদক হলেন কে?

কলকাতা: মঙ্গলবার সকালেই জাগো বাংলার সম্পাদক পদে ইস্তফা দিয়েছেন সুখেন্দু শেখর রায়। এবার তৃণমূল কংগ্রেসের মুখপত্রের সম্পাদক করা হল শোভনদেব চট্টোপাধ‍্যায়কে। আরজি কর কাণ্ডে তৃণমূল নেতার সোশ‍্যাল মিডিয়ায় করা একের পর এক পোস্ট অস্বস্তি বাড়িয়ে দেয় শাসকদলের।

আজ, মঙ্গলবার সকালেই সম্পাদক পদ থেকে ইস্তফা দেন সাংসদ সুখেন্দু শেখর রায়। সোমবার রাতেই সোশ‍্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছিলেন সুখেন্দুশেখর। ওই পোস্টে লেখা ছিল ‘সত‍্যমেব জয়তে’, সেই সঙ্গে অশোকস্তম্ভের ছবি। আরজিকরের তত্‍কালীল প্রধান এবং কলকাতা পুলিশের প্রধানকে জিজ্ঞাসাবাদের দাবিও করেন তিনি।

আরও পড়ুন: ‘এটা কোনও রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়’, আইনজীবীদের ‘ধমক’ ক্ষুব্ধ প্রধান বিচারপতির! ‘মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি’ উঠতেই কড়া সুর

সোমবার মধ্যরাতে এক্স পেজে সুখেন্দু লিখেছেন, “আমার ২টো দাবি ছিল: আরজি কর হাসপাতাল ও কলকাত পুলিশের দুই শীর্ষ প্রধানকে সিবিআই হেফাজতে নিয়ে জেরা করুক। জুনিয়র ডাক্তার এবং লক্ষাধিক মানুষের আন্দোলনের চাপে তা অনেকটাই পূরণ হয়েছে। কলকাতা পুলিশ এখন যথেষ্ট চাপে। সবার মতো আমিও খুশি। সত্যমেব জয়তে।” তারপরেই তিনি ইস্তফার কথা ঘোষণা করেন।

প্রসঙ্গত, সোমবার রাতেই তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা’র সম্পাদক পদ থেকে ইস্তফা দেন দলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়। তিনি রাতেই ইস্তফাপত্র পাঠিয়েছেন বলে খবর। তবে তা গৃহীত হয়েছে কি না, সে বিষয়টি এখনও জানা যায়নি। এই বিষয় নিয়ে সুখেন্দুশেখর নিজেও কিছু জানেন না বলে জানা গেছে।

আরও পড়ুন; প্রধান বিচারপতির হাতে নির্যাতিতার বাবা-মায়ের চিঠি! কী অনুরোধ জানিয়েছে পরিবার?

প্রথম থেকেই আরজি কর কাণ্ড নিয়ে সরব ছিলেন তৃণমূল সাংসদ। সঠিক বিচারের দাবিতে, তিনি কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়ে সিবিআইকে চিঠিও লিখেছিলেন। যে কারণে দলের অন্দরে তাঁর নামের সঙ্গে জুড়েছে ‘বিদ্রোহী’ বিশেষণও।