দুই ঘটনায় কড়া তৃণমূল কংগ্রেস

TMC: শৃঙ্খলাভঙ্গের অভিযোগ কাউন্সিলরদের, মানিকতলা-পাটুলির ঘটনায় কড়া বার্তা তৃণমূলের

কলকাতা: শহর কলকাতার দুই প্রান্তে দুই ঘটনায় কড়া তৃণমূল কংগ্রেস। দলীয় শৃঙ্খলা না মেনে দলের দুই কাউন্সিলর যে ভাবে প্রকাশ্যে মারামারির ঘটনায় জড়ালেন তা নিয়ে ব্যাপক ক্ষুব্ধ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। দক্ষিণ কলকাতার ১১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বরাজ মণ্ডলকে মেরে কান ফাটিয়ে দেওয়া হয় তিন দিন আগে। রক্তাক্ত অবস্থায় তাঁকে ভর্তি করা হয়ে হাসপাতালে।

গত মঙ্গলবার পাটুলি এলাকার ওই ওয়ার্ডে পার্টি অফিসে বসতে যাওয়া নিয়ে ঝগড়ার শুরু। স্বরাজ সেখানে বসতে গেলে দলের কিছু কর্মী আপত্তি জানান বলে অভিযোগ। তাঁরা বলেন, ওই পার্টি অফিসের চেয়ারে স্বরাজকে বসতে দেওয়া হবে না। এ নিয়ে প্রথমে ধাক্কাধাক্কি শুরু হয়। তারপর তুমুল হাতাহাতি। ঘুষি মেরে স্বরাজের কান ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। স্বরাজের লোকজনের অভিযোগের নেপথ্যে রয়েছেন ১০৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তী।

আরও পড়ুন: বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের ৭ জেলায়…! ভিজবে কলকাতা? কী হতে চলেছে আগামী ৭ দিন? বড় খবর দিল আলিপুর

এই ঘটনায় ইতিমধ্যেই শো-কজ করা হল দুই কাউন্সিলরকে। দলের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, রাজ্য সভাপতি সুব্রত বকসি, দলের শৃঙ্খলা রক্ষা কমিটির সদস্য অরূপ বিশ্বাসকে শো-কজ করার নির্দেশ দেন। তারপরেই এই দুই শাসক দলের কলকাতার কাউন্সিলরকে শো-কজ করা হল।

আরও পড়ুন: ‘উচ্চতা’ এবং ‘বয়স’ অনুযায়ী আপনার ওজন ঠিক আছে তো…? ‘কত’ কেজি হলে আপনি FIT? দেখে নিন চার্ট

অপর চিত্র উত্তর কলকাতার, মানিকতলা বিধানসভার ১৪ নম্বর ওয়ার্ড। কুমোরপাড়া এলাকায় ঠাকুর পিছু টাকা নেওয়ার অভিযোগ। কাউন্সিলরকে গিয়ে এই সমস্যা মেটানোর নির্দেশ দেওয়া হয়েছে। এই ধরণের অভিযোগ আসতে থাকলে মানুষ বিরক্ত হয়ে অন্যকে ভোট দেবে, কর্মীসভায় এমনটাই বলেন মানিকতলার বিধানসভার উপনির্বাচনে তৃণমূলের পর্যবেক্ষক কুণাল ঘোষ। তাঁর বক্তব্য ঘিরে শোরগোল পড়ে এলাকায়। এই বিষয়ে শনিবার কাউন্সিলর অমল চক্রবর্তী এলাকায় গিয়ে মৃৎ শিল্পীদের সঙ্গে কথা বলেন। কোনও ধরনের বেয়াদপি যে চলবে না তা স্পষ্ট করে দেওয়া হয়েছে দলের শীর্ষ নেতৃত্বর তরফে। একই সঙ্গে কাটমানি নিয়ে যে কঠোর অবস্থান নেওয়া হচ্ছে তাও বুঝিয়ে দেওয়া হয়েছে।